মালদা, 23 সেপ্টেম্বর: মাদ্রাসা ভোটে বাম-কংগ্রেস জোটের কাছে হেরেছে তৃণমূল ৷ এরপরে জোটের কর্মী-সমর্থকদের বাড়িতে তল্লাশির নামে হামলা চালাচ্ছে ৷ পুখুরিয়া থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে রতুয়া 2 নম্বর ব্লকে ৷ পুলিশি আতঙ্কে এখন কার্যত ঘরছাড়া জোটকর্মীরা ৷ বৃহস্পতিবার তাঁদের বাড়িতে গিয়ে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিপিএম রাজ্য কমিটির নেতা তথা দলীয় মুখপাত্র শতরূপ ঘোষ ৷ পুলিশ ও প্রশাসনকেও তীব্র আক্রমণ করেন তিনি (CPIM leader Shatarup Ghosh visits Ratua in Malda after alleged attack of TMC) ৷
সূত্রে জানা গিয়েছে, গত 18 সেপ্টেম্বর রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীরামপুর জিএসএ হাই মাদ্রাসার নির্বাচনে ছ’টি আসনেই জয়ী হন বাম-কংগ্রেস জোট প্রার্থীরা ৷ সেদিন নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকা উত্তাল হয়ে উঠেছিল ৷ শাসক-বিরোধীদের ইট-বৃষ্টিতে আহত হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী ৷ পুলিশের দাবি, সেদিন 144 ধারা অমান্য করেন শুধুমাত্র জোটের কর্মীরা ৷ 20-22 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷
অভিযোগ, এই ঘটনার পর থেকে এলাকায় পুলিশি সন্ত্রাস শুরু হয়েছে ৷ বুধবার মাঝরাতে আস্কাপাড়া গ্রামে প্রাক্তন সেনাকর্মী গুলবাহারের বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পুখুরিয়া থানার এএসআই অভিজিৎ দাস ৷ গুলবাহার সাহেব তখন বাড়িতে ছিলেন না ৷ পুলিশ মদ্যপ অবস্থায় তাঁদের বাড়িতে তাণ্ডব চালায় বলে দাবি পরিবারের সদস্যদের ৷ আলমারির লকার ভেঙে সোনা-রুপার গয়না, এমনকী টাকাপয়সাও নিয়ে চলে যায় ৷ অভিযোগ, কোনও মহিলা পুলিশকর্মী ছাড়াই এই অভিযান চালিয়েছিল পুখুরিয়া থানা ৷
আরও পড়ুন: জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের, মোদিকে সৌগতর চিঠির পালটা রাহুল
গুলবাহার সাহেবের দিদি আয়েষা খাতুন বলেন, "রাত তিনটে নাগাদ পুলিশ দরজায় লাথি মারতে থাকে ৷ 20-25 জন পুলিশকর্মী বাড়িতে তাণ্ডব চালায় ৷ সবাই মদ্যপ অবস্থায় ছিল ৷ ভাইয়ের বাইক নিয়ে গিয়েছে ৷ চারচাকার গাড়ির চাবিও নিয়ে গিয়েছে ৷ আমাদের শ্লীলতাহানি করার চেষ্টা করছিল ৷ হুমকি দিয়ে গিয়েছে, এভাবেই তাণ্ডব চালাতে থাকবে ৷"
বৃহস্পতিবার জোট-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন শতরূপ ৷ তাঁদের পাশে থাকার বার্তা দেন ৷ তিনি বলেন, "ভারতের সংবিধান সবাইকে আত্মরক্ষা করার অধিকার দিয়েছে ৷ একের পর এক ভোটে আক্রান্ত জোটের কর্মীরা ৷ মানুষের ভোট লুট করা হচ্ছে ৷ জোটের পোলিং এজেন্টদের পরিবারের লোকজনের উপর অত্যাচার হচ্ছে ৷ জিএসএ মাদ্রাসার নির্বাচনে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আমাদের কর্মীরা ৷ ভোটে তৃণমূল গোহারা হেরেছে ৷"
তিনি বলেন, "মানুষ তৃণমূলকে প্রতিহত করেছে ৷ তাদের আর দেখানোর মতো মুখ নেই ৷ তাই এখন পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস চালাচ্ছে ৷" পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন তিনি ।
তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি বলেন, " সিপিএমকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে ৷ 34 বছরে ওরা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছিল ৷ একুশের বিধানসভা ভোটে মানুষ ওদের মুছে দেয় ৷ তাও ওরা পুরোপুরি মুছে যায়নি ৷ ওদের হার্মাদরা আবার জেগে উঠছে ৷ ওই মাদ্রাসার প্রিসাইডিং অফিসারও ওদের সঙ্গে যুক্ত ৷"
আরও পড়ুন: বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার