মালদা, 11 নভেম্বর : ভোরবেলায় শিয়ালের পালের হামলায় আহত হয়েছেন অন্তত 40 জন গ্রামবাসী । আজ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের হরদমনগর গ্রামে । আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনার পর গ্রামবাসীদের রোষে প্রাণ হারিয়েছে দুটি শিয়ালও ।
বেশ কিছুদিন ধরেই গ্রামের কৃষিজমিতে দু’-একটি করে শিয়াল দেখা যাচ্ছিল বলে জানান গ্রামবাসীরা । আজ ভোরে 20-22টি শিয়ালের পাল গ্রামে অতর্কিতে হানা দেয় । সেই সময় গ্রামবাসীদের কেউ প্রাতঃভ্রমণে, কেউ নগর সংকীর্তনে বেরিয়েছিলেন, কেউ বা বাড়ির উঠোন পরিষ্কার করছিলেন । ঠিক তখনই একযোগে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালের দল । মুখ ও হাত-পায়ে কামড় বসায় এই জন্তুরা । প্রবল আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন গ্রামবাসীরা । এরপরেই লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়েন সবাই । গণপিটুনিতে মারা যায় দুটি শিয়াল । আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোটন মণ্ডলের নেতৃত্বে বিশেষ ক্যাম্প করে আহতের চিকিৎসা শুরু হয়েছে ।
আরও পড়ুন : Kali puja 2021: ছোলার ডালের খিচুড়ি দিয়ে পূজিত হন মালদার 'বুড়াকালী'
এলাকার সিভিক পুলিশ সিদ্ধার্থশংকর দাস বলেন, "তখন ভোর প্রায় পৌনে চারটে । অন্যান্য দিনের মতো আজও গ্রামবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন । তখনই গ্রামের ভিতর তাঁদের উপর হামলা চালায় শিয়ালের পাল । এখনও পর্যন্ত 40 জন শিয়ালের কামড়ে আহত । তার মধ্যে 20 জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি ও 10 জনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । একজনের হাতের আঙুল খোওয়া গিয়েছে । এর আগে এমন ঘটনা হরদমনগরে ঘটেনি । আমরা চাই, বন দফতর শিয়ালগুলি নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করুক ।"
এদিকে ঘটনার পর থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা গ্রাম । প্রায় সবার হাতেই লাঠি । সবাই গ্রাম পাহারায় ব্যস্ত । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাণী চৌধুরী বলেন, "প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম । তখনই শিয়ালের পাল আমাদের তাড়া করে । অনেক লোককে জখম করেছে । অন্তত 40 জন গ্রামবাসী আহত । ভয়ে কেউ বাড়ি থেকে বেরতে পারছি না । ছেলেমেয়েদের প্রাইভেট টিউশনেও পাঠাতে পারছি না । এমনিতেই করোনার জন্য সবাই ভীত, তার উপর শিয়ালের হামলা । আমরা চাই, এই শিয়ালগুলিকে ধরার ব্যবস্থা করা হোক ।"
হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ছোটন মণ্ডল বলেন, "ভোর থেকে দফায় দফায় শিয়ালের হামলায় আহতরা হরদমনগর গ্রাম থেকে আসছেন । বিশেষ ক্যাম্প করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । প্রায় 40 জন শিয়ালের কামড়ে আহত । এর মধ্যে 15 থেকে 20 জনের অবস্থা গুরুতর । তাঁদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে ।"
আরও পড়ুন : School Reopen: বন্ধ স্কুলে মদের আসর, তালা খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের