ETV Bharat / state

Fox Attack : হরিশ্চন্দ্রপুরে একপাল শিয়ালের হামলায় আহত 40 ; পিটিয়ে মারা হল দুই শ্বাপদকে - শিয়ালের হামলায় আতঙ্কিত হরিশ্চন্দ্রপুর

হরিশ্চন্দ্রপুরের হরদমনগর গ্রামে শিয়ালের পালের হানা ৷ আহত 40 জন গ্রামবাসী হাসপাতালে ভর্তি ৷ গ্রামবাসীদের পিটুনিতে মৃত দু‘টি শিয়াল ৷

Fox Attack
Fox Attack
author img

By

Published : Nov 11, 2021, 7:15 PM IST

Updated : Nov 11, 2021, 7:48 PM IST

মালদা, 11 নভেম্বর : ভোরবেলায় শিয়ালের পালের হামলায় আহত হয়েছেন অন্তত 40 জন গ্রামবাসী । আজ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের হরদমনগর গ্রামে । আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনার পর গ্রামবাসীদের রোষে প্রাণ হারিয়েছে দুটি শিয়ালও ।

বেশ কিছুদিন ধরেই গ্রামের কৃষিজমিতে দু’-একটি করে শিয়াল দেখা যাচ্ছিল বলে জানান গ্রামবাসীরা । আজ ভোরে 20-22টি শিয়ালের পাল গ্রামে অতর্কিতে হানা দেয় । সেই সময় গ্রামবাসীদের কেউ প্রাতঃভ্রমণে, কেউ নগর সংকীর্তনে বেরিয়েছিলেন, কেউ বা বাড়ির উঠোন পরিষ্কার করছিলেন । ঠিক তখনই একযোগে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালের দল । মুখ ও হাত-পায়ে কামড় বসায় এই জন্তুরা । প্রবল আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন গ্রামবাসীরা । এরপরেই লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়েন সবাই । গণপিটুনিতে মারা যায় দুটি শিয়াল । আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোটন মণ্ডলের নেতৃত্বে বিশেষ ক্যাম্প করে আহতের চিকিৎসা শুরু হয়েছে ।

আরও পড়ুন : Kali puja 2021: ছোলার ডালের খিচুড়ি দিয়ে পূজিত হন মালদার 'বুড়াকালী'

এলাকার সিভিক পুলিশ সিদ্ধার্থশংকর দাস বলেন, "তখন ভোর প্রায় পৌনে চারটে । অন্যান্য দিনের মতো আজও গ্রামবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন । তখনই গ্রামের ভিতর তাঁদের উপর হামলা চালায় শিয়ালের পাল । এখনও পর্যন্ত 40 জন শিয়ালের কামড়ে আহত । তার মধ্যে 20 জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি ও 10 জনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । একজনের হাতের আঙুল খোওয়া গিয়েছে । এর আগে এমন ঘটনা হরদমনগরে ঘটেনি । আমরা চাই, বন দফতর শিয়ালগুলি নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করুক ।"

হরিশ্চন্দ্রপুরে একপাল শিয়ালের হামলায় আহত 40, পিটিয়ে মারা হল দুই শিয়ালকে

এদিকে ঘটনার পর থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা গ্রাম । প্রায় সবার হাতেই লাঠি । সবাই গ্রাম পাহারায় ব্যস্ত । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাণী চৌধুরী বলেন, "প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম । তখনই শিয়ালের পাল আমাদের তাড়া করে । অনেক লোককে জখম করেছে । অন্তত 40 জন গ্রামবাসী আহত । ভয়ে কেউ বাড়ি থেকে বেরতে পারছি না । ছেলেমেয়েদের প্রাইভেট টিউশনেও পাঠাতে পারছি না । এমনিতেই করোনার জন্য সবাই ভীত, তার উপর শিয়ালের হামলা । আমরা চাই, এই শিয়ালগুলিকে ধরার ব্যবস্থা করা হোক ।"

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ছোটন মণ্ডল বলেন, "ভোর থেকে দফায় দফায় শিয়ালের হামলায় আহতরা হরদমনগর গ্রাম থেকে আসছেন । বিশেষ ক্যাম্প করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । প্রায় 40 জন শিয়ালের কামড়ে আহত । এর মধ্যে 15 থেকে 20 জনের অবস্থা গুরুতর । তাঁদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে ।"

আরও পড়ুন : School Reopen: বন্ধ স্কুলে মদের আসর, তালা খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের

মালদা, 11 নভেম্বর : ভোরবেলায় শিয়ালের পালের হামলায় আহত হয়েছেন অন্তত 40 জন গ্রামবাসী । আজ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের হরদমনগর গ্রামে । আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনার পর গ্রামবাসীদের রোষে প্রাণ হারিয়েছে দুটি শিয়ালও ।

বেশ কিছুদিন ধরেই গ্রামের কৃষিজমিতে দু’-একটি করে শিয়াল দেখা যাচ্ছিল বলে জানান গ্রামবাসীরা । আজ ভোরে 20-22টি শিয়ালের পাল গ্রামে অতর্কিতে হানা দেয় । সেই সময় গ্রামবাসীদের কেউ প্রাতঃভ্রমণে, কেউ নগর সংকীর্তনে বেরিয়েছিলেন, কেউ বা বাড়ির উঠোন পরিষ্কার করছিলেন । ঠিক তখনই একযোগে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে শিয়ালের দল । মুখ ও হাত-পায়ে কামড় বসায় এই জন্তুরা । প্রবল আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন গ্রামবাসীরা । এরপরেই লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়েন সবাই । গণপিটুনিতে মারা যায় দুটি শিয়াল । আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোটন মণ্ডলের নেতৃত্বে বিশেষ ক্যাম্প করে আহতের চিকিৎসা শুরু হয়েছে ।

আরও পড়ুন : Kali puja 2021: ছোলার ডালের খিচুড়ি দিয়ে পূজিত হন মালদার 'বুড়াকালী'

এলাকার সিভিক পুলিশ সিদ্ধার্থশংকর দাস বলেন, "তখন ভোর প্রায় পৌনে চারটে । অন্যান্য দিনের মতো আজও গ্রামবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন । তখনই গ্রামের ভিতর তাঁদের উপর হামলা চালায় শিয়ালের পাল । এখনও পর্যন্ত 40 জন শিয়ালের কামড়ে আহত । তার মধ্যে 20 জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি ও 10 জনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । একজনের হাতের আঙুল খোওয়া গিয়েছে । এর আগে এমন ঘটনা হরদমনগরে ঘটেনি । আমরা চাই, বন দফতর শিয়ালগুলি নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করুক ।"

হরিশ্চন্দ্রপুরে একপাল শিয়ালের হামলায় আহত 40, পিটিয়ে মারা হল দুই শিয়ালকে

এদিকে ঘটনার পর থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা গ্রাম । প্রায় সবার হাতেই লাঠি । সবাই গ্রাম পাহারায় ব্যস্ত । এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাণী চৌধুরী বলেন, "প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম । তখনই শিয়ালের পাল আমাদের তাড়া করে । অনেক লোককে জখম করেছে । অন্তত 40 জন গ্রামবাসী আহত । ভয়ে কেউ বাড়ি থেকে বেরতে পারছি না । ছেলেমেয়েদের প্রাইভেট টিউশনেও পাঠাতে পারছি না । এমনিতেই করোনার জন্য সবাই ভীত, তার উপর শিয়ালের হামলা । আমরা চাই, এই শিয়ালগুলিকে ধরার ব্যবস্থা করা হোক ।"

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ছোটন মণ্ডল বলেন, "ভোর থেকে দফায় দফায় শিয়ালের হামলায় আহতরা হরদমনগর গ্রাম থেকে আসছেন । বিশেষ ক্যাম্প করে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । প্রায় 40 জন শিয়ালের কামড়ে আহত । এর মধ্যে 15 থেকে 20 জনের অবস্থা গুরুতর । তাঁদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে ।"

আরও পড়ুন : School Reopen: বন্ধ স্কুলে মদের আসর, তালা খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের

Last Updated : Nov 11, 2021, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.