ETV Bharat / state

Doctors Corona Positive in Malda : পুরাতন মালদায় গ্রামীণ হাসপাতালের 5 চিকিৎসক করোনা পজিটিভ, প্রভাব স্বাস্থ্য পরিষেবায়

মালদা পুরাতন ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে পাঁচ চিকিৎসকের মধ্যে চারজনই করোনা সংক্রমিত (Doctors Corona Positive)। আতঙ্কে রোগী ও তাঁদের পরিবারবর্গ ৷

author img

By

Published : Jan 11, 2022, 5:45 PM IST

Doctors Corona Positive
পুরাতন মালদায় গ্রামীণ হাসপাতালের 5 চিকিৎসক করোনা পজিটিভ

মালদা, 11 জানুয়ারি : বেড়ে চলা করোনা দাবানলে আমজনতার পাশাপাশি আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও (doctors and health workers are corona positive) ৷ মালদা পুরাতন ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে পাঁচ চিকিৎসকের মধ্যে চারজনই করোনা সংক্রমিত । কোভিডে আক্রান্ত হয়েছেন এই হাসপাতালের ফার্মাসিস্ট, নার্স-সহ একাধিক স্বাস্থ্যকর্মী ৷ তাঁরা প্রত্যেকে বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৷

30 শয্যার মৌলপুর গ্রামীণ হাসপাতালের উপর শুধু পুরাতন মালদা ব্লকের বিভিন্ন গ্রামের মানুষই নন, নির্ভর করেন পুরাতন মালদা শহরের বাসিন্দারাও । উপরন্তু মালদা শহর লাগোয়া হওয়ায় এখানে ওই শহরের বাসিন্দাদের একাংশও চিকিৎসা পরিষেবা নিতে আসেন । বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য এই সময় মালদা শহর থেকেও অনেক মানুষ সেখানে ভিড় করছেন । কিন্তু স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা কোভিড আক্রান্ত হওয়ায় সার্বিক ভাবেই প্রভাব পড়ছে এখানকার স্বাস্থ্য পরিষেবায় ৷ এই অবস্থাতেই এখানে করোনা পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে তাই উদ্বিগ্ন এখানে চিকিৎসা করাতে আসে রোগী ও তাঁদের পরিজনরা ৷ হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে এখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি, তপ্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ

স্থানীয় বাসিন্দা পীষুষ পান্ডের কথায়, “মৌলপুর হাসপাতালের চার চিকিৎসক, ফার্মাসিস্ট-সহ আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হয়েছেন বলে শুনেছি । এই হাসপাতালের উপর গ্রামাঞ্চলের সঙ্গে শহরের মানুষও নির্ভর করেন । একইসঙ্গে এতজন চিকিৎসক সংক্রমিত হওয়ায় হাসপাতালে চিকিৎসা পরিষেবায় খানিকটা বিঘ্ন ঘটছে । তবে আউটডোর খোলা রয়েছে, ওষুধও বিলি করা হচ্ছে । স্বাস্থ্য দফতরের কাছে আমাদের আবেদন, পরিস্থিতি বিবেচনা করে মালদা মেডিক্যাল হাসপাতাল থেকে কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা হোক ।"

এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদারের কোনও প্রতিক্রিয়া মঙ্গলবার পাওয়া যায়নি । ফোন ধরেননি তিনি । তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে । হাসপাতালে যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনও ব্যাঘাত না ঘটে, তার চেষ্টা চালাচ্ছেন তাঁরা । মৌলপুর গ্রামীণ হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসকও নিয়োগ করা হয়েছে ।

মালদা, 11 জানুয়ারি : বেড়ে চলা করোনা দাবানলে আমজনতার পাশাপাশি আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও (doctors and health workers are corona positive) ৷ মালদা পুরাতন ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে পাঁচ চিকিৎসকের মধ্যে চারজনই করোনা সংক্রমিত । কোভিডে আক্রান্ত হয়েছেন এই হাসপাতালের ফার্মাসিস্ট, নার্স-সহ একাধিক স্বাস্থ্যকর্মী ৷ তাঁরা প্রত্যেকে বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৷

30 শয্যার মৌলপুর গ্রামীণ হাসপাতালের উপর শুধু পুরাতন মালদা ব্লকের বিভিন্ন গ্রামের মানুষই নন, নির্ভর করেন পুরাতন মালদা শহরের বাসিন্দারাও । উপরন্তু মালদা শহর লাগোয়া হওয়ায় এখানে ওই শহরের বাসিন্দাদের একাংশও চিকিৎসা পরিষেবা নিতে আসেন । বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য এই সময় মালদা শহর থেকেও অনেক মানুষ সেখানে ভিড় করছেন । কিন্তু স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা কোভিড আক্রান্ত হওয়ায় সার্বিক ভাবেই প্রভাব পড়ছে এখানকার স্বাস্থ্য পরিষেবায় ৷ এই অবস্থাতেই এখানে করোনা পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে তাই উদ্বিগ্ন এখানে চিকিৎসা করাতে আসে রোগী ও তাঁদের পরিজনরা ৷ হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে এখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি, তপ্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ

স্থানীয় বাসিন্দা পীষুষ পান্ডের কথায়, “মৌলপুর হাসপাতালের চার চিকিৎসক, ফার্মাসিস্ট-সহ আরও কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হয়েছেন বলে শুনেছি । এই হাসপাতালের উপর গ্রামাঞ্চলের সঙ্গে শহরের মানুষও নির্ভর করেন । একইসঙ্গে এতজন চিকিৎসক সংক্রমিত হওয়ায় হাসপাতালে চিকিৎসা পরিষেবায় খানিকটা বিঘ্ন ঘটছে । তবে আউটডোর খোলা রয়েছে, ওষুধও বিলি করা হচ্ছে । স্বাস্থ্য দফতরের কাছে আমাদের আবেদন, পরিস্থিতি বিবেচনা করে মালদা মেডিক্যাল হাসপাতাল থেকে কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এখানে নিয়োগ করা হোক ।"

এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদারের কোনও প্রতিক্রিয়া মঙ্গলবার পাওয়া যায়নি । ফোন ধরেননি তিনি । তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে । হাসপাতালে যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনও ব্যাঘাত না ঘটে, তার চেষ্টা চালাচ্ছেন তাঁরা । মৌলপুর গ্রামীণ হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসকও নিয়োগ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.