ETV Bharat / state

মালদায় কোরোনায় আক্রান্ত আরও 7 পরিযায়ী শ্রমিক - migrant workers

আগেই মালদা জেলায় ফেরা 19 পরিযায়ী শ্রমিক কোরোনায় আক্রান্ত বলে জানা গিয়েছিল । আজ আরও সাতজন আক্রান্ত বলে জানা গেল।

7 more corona positive in Malda
মালদা
author img

By

Published : May 15, 2020, 10:51 PM IST

মালদা, 15 মে: জেলায় নতুন করে আরও 7 পরিযায়ী শ্রমিক কোরোনায় আক্রান্ত বলে জানা গেল ৷ এই নিয়ে মালদায় মোট 26 জন কোরোনা আক্রান্ত শ্রমিকের সন্ধান মিলল ৷ ট্রেন ও বাসে জেলায় প্রতিদিন শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক ফিরছেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে ঘরে ফেরার অনুমতি দেওয়া হলেও সোয়াবের নমুনা পরীক্ষার পর অনেকেই আক্রান্ত বলে জানা যাচ্ছে। এদিকে, নিজেদের উদ্যোগে আজ জেলায় ফিরলেন আরও 185 জন পরিযায়ী শ্রমিক। তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে৷

সম্প্রতি জেলায় মোট 19 জনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মেলে ৷ যাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। এই আক্রান্তরা হরিশ্চন্দ্রপুর 1, রতুয়া 1, মানিকচক, কালিয়াচক 1 ও পুরাতন মালদা ব্লকের বাসিন্দা৷ আজ নতুন করে আরও 7 জনের লালারসে কোরোনার সন্ধান মিলল৷ নতুন আক্রান্তদের মধ্যে 3 জন কালিয়াচক 1, একজন করে মানিকচক, পুরাতন মালদা, হরিশ্চন্দ্রপুর ও ইংরেজবাজারের বাসিন্দা৷ অর্থাৎ, জেলার কোরোনা মানচিত্রে নতুন সংযোজন ইংরেজবাজার ও হরিশ্চন্দ্রপুর 2 ব্লক এলাকা৷

এদিকে, আজ রাজস্থান, হরিয়ানা, হিমাচল, অরুণাচল সহ বিভিন্ন রাজ্য থেকে 185 জন পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন৷ অনলাইনে আবেদন জানিয়ে নিজেদের উদ্যোগেই ফেরেন তাঁরা৷ সরকারি নির্দেশিকা মেনে জেলায় ঢুকে তাঁরা মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে পৌঁছান৷ সেখানে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়৷ এরপর ওই শ্রমিকদের ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়৷ কিন্তু, প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে যেভাবে বাসের ভেতরে ও ছাদে গাদাগাদি করে তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী, বাসের ভিতরে ৩০ জনের বেশি যাত্রী থাকার কথা নয়৷ অন্যদিকে বাসের ছাদে যাত্রী বহন আইনত অপরাধ৷ খোদ প্রশাসন সেই বেআইনি কাজ করল জনসমক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু পুলিশ ও প্রশাসনের কর্মী এই নিয়ে প্রশ্ন তুললেও প্রশাসনের কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

এদিকে, পুরাতন মালদার জলঙ্গা গ্রামে এক কোরোনা আক্রান্তের হদিশ পাওয়ার পর আজ থেকে বন্ধ করে দেওয়া হল মঙ্গলবাড়ি পৌর বাজার৷ এই সিদ্ধান্ত সেখানকার ব্যবসায়ীদের৷

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানান, ওই ব্যক্তি কাদের সংস্পর্শে এসেছিল তা খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর৷ সংস্পর্শে আসা প্রত্যেককে চিহ্নিত করে লালারস সংগ্রহ করা হবে৷

মালদা, 15 মে: জেলায় নতুন করে আরও 7 পরিযায়ী শ্রমিক কোরোনায় আক্রান্ত বলে জানা গেল ৷ এই নিয়ে মালদায় মোট 26 জন কোরোনা আক্রান্ত শ্রমিকের সন্ধান মিলল ৷ ট্রেন ও বাসে জেলায় প্রতিদিন শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক ফিরছেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে ঘরে ফেরার অনুমতি দেওয়া হলেও সোয়াবের নমুনা পরীক্ষার পর অনেকেই আক্রান্ত বলে জানা যাচ্ছে। এদিকে, নিজেদের উদ্যোগে আজ জেলায় ফিরলেন আরও 185 জন পরিযায়ী শ্রমিক। তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে৷

সম্প্রতি জেলায় মোট 19 জনের শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি মেলে ৷ যাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক। এই আক্রান্তরা হরিশ্চন্দ্রপুর 1, রতুয়া 1, মানিকচক, কালিয়াচক 1 ও পুরাতন মালদা ব্লকের বাসিন্দা৷ আজ নতুন করে আরও 7 জনের লালারসে কোরোনার সন্ধান মিলল৷ নতুন আক্রান্তদের মধ্যে 3 জন কালিয়াচক 1, একজন করে মানিকচক, পুরাতন মালদা, হরিশ্চন্দ্রপুর ও ইংরেজবাজারের বাসিন্দা৷ অর্থাৎ, জেলার কোরোনা মানচিত্রে নতুন সংযোজন ইংরেজবাজার ও হরিশ্চন্দ্রপুর 2 ব্লক এলাকা৷

এদিকে, আজ রাজস্থান, হরিয়ানা, হিমাচল, অরুণাচল সহ বিভিন্ন রাজ্য থেকে 185 জন পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন৷ অনলাইনে আবেদন জানিয়ে নিজেদের উদ্যোগেই ফেরেন তাঁরা৷ সরকারি নির্দেশিকা মেনে জেলায় ঢুকে তাঁরা মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাসে পৌঁছান৷ সেখানে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়৷ এরপর ওই শ্রমিকদের ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়৷ কিন্তু, প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে যেভাবে বাসের ভেতরে ও ছাদে গাদাগাদি করে তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী, বাসের ভিতরে ৩০ জনের বেশি যাত্রী থাকার কথা নয়৷ অন্যদিকে বাসের ছাদে যাত্রী বহন আইনত অপরাধ৷ খোদ প্রশাসন সেই বেআইনি কাজ করল জনসমক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু পুলিশ ও প্রশাসনের কর্মী এই নিয়ে প্রশ্ন তুললেও প্রশাসনের কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

এদিকে, পুরাতন মালদার জলঙ্গা গ্রামে এক কোরোনা আক্রান্তের হদিশ পাওয়ার পর আজ থেকে বন্ধ করে দেওয়া হল মঙ্গলবাড়ি পৌর বাজার৷ এই সিদ্ধান্ত সেখানকার ব্যবসায়ীদের৷

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানান, ওই ব্যক্তি কাদের সংস্পর্শে এসেছিল তা খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দপ্তর৷ সংস্পর্শে আসা প্রত্যেককে চিহ্নিত করে লালারস সংগ্রহ করা হবে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.