মালদা, 21 নভেম্বর: সোমবার সামসি স্টেশনের রেলগেটের কাছে বন্দে ভারত এক্সপ্রসের ধাক্কায় মৃত্যু হয়েছে দশম শ্রেণির ছাত্রীর ৷ এই ঘটনার পর আরও একবার জোড়াল হয়েছে উড়ালপুল তৈরির দাবি ৷ উড়ালপুল না হলেও আন্ডারপাসের দাবি জানিয়েছে স্থানীয়রা ৷ এর ফলে যানজট সমস্যা থেকে যেমন রেহাই মিলবে, তেমনই কমবে দুর্ঘটনার আশঙ্কা বলে তাদের মত ৷ দ্রুত আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে বলে পালটা দাবি করেছে রেল ও সাংসদ ৷
সামসি ব্যবসায়ী সমিতির সম্পাদক মতিউর রহমানের কথায়, "এই রেলগেটের জন্য উত্তর মালদার মানুষের জীবনযাত্রার মানটাই নীচে নেমে গিয়েছে ৷ উড়ালপুল নির্মাণের জন্য আমরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজারকে একাধিকবার জানিয়েছি ৷ ডেপুটেশন দিয়েছি ৷ কাজের কাজ কিছু হয়নি ৷ কবে যানজটের যন্ত্রণা আর দুর্ঘটনার আশংকা থেকে মুক্তি পাওয়া যাবে জানি না ৷"
এ নিয়ে কাটিহার ডিভিশনের সহকারী ম্যানেজার বিজয়কুমার চৌধুরী বলেন, "ওখানে উড়ালপুল নির্মাণ করা যাবে না ৷ দুই লেনের আন্ডারপাস নির্মাণ করা হবে ৷ সেখান দিয়ে শুধু ছোট গাড়ি নয়, বড় গাড়িও যাতায়াত করতে পারবে ৷ তার এস্টিমেট রিভিশন প্রক্রিয়া চলছে ৷ তারপর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে ৷ টেন্ডার হয়ে গেলেই খুব দ্রুত আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করা যাবে ৷"
এ দিকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানান, রাজ্য সরকার জমির ব্যবস্থা করতে পারেনি বলে সামসি রেলগেটে উড়ালপুল নির্মাণ করা যায়নি ৷ তবে সেখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে ৷ তার টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে ৷ আশা করা যায়, মাস তিনেকের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে ৷ উত্তর মালদার মানুষ যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ৷ দুর্ঘটনার আশঙ্কা আর থাকবে না ৷
এক দশকেরও বেশি সময় ধরে সামসি রেলগেটের উপর উড়ালপুল নির্মাণের দাবি জানিয়ে আসছেন উত্তর মালদার বিস্তীর্ণ অংশের মানুষ ৷ রেলগেটে যানজট সমস্যা সমাধানে লোকসভার সাংসদ থাকাকালীন বিষয়টি নিয়ে সংসদে আর্জি করেছিলেন মৌসম নূর ৷ এ নিয়ে তিনি তৎকালীন রেলমন্ত্রীর দ্বারস্থ হন ৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে রেল মন্ত্রক উড়ালপুল নির্মাণের জন্য প্রায় তিন কোটি টাকা মঞ্জুর করে ৷ কিন্তু কাজ শুরু হয়নি ৷ আজও সেখানে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়নি ৷
আরও পড়ুন: