ETV Bharat / state

পুলিশকর্মীদের কোরোনা সংক্রমণ রুখতে লালারসের নমুনা সংগ্রহ মালদায় - Malda News

কোরোনার বিরুদ্ধে মোকাবিলায় ক্রমাগত লড়াই করে চলেছেন পুলিশকর্মীরা । তাতে সংক্রমিত হয়েছেন কি না জানতে আজ দুপুরে ইংরেজবাজার থানায় পুলিশকর্মী ও সভিক ভলান্টিয়ারদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ।

Malda
লালারসের নমুনা সংগ্রহ মালদায়
author img

By

Published : Jun 13, 2020, 12:48 AM IST

মালদা, ১২জুন : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে প্রশাসনিক নির্দেশ মানা হচ্ছে কি না দেখতে গিয়ে বিভিন্ন মানু্ষের সংস্পর্শে আসতে হয় পুলিশকর্মীদের ৷ আর তাই কোরোনা সংক্রমণ রুখতে লালারসের নমুনা সংগ্রহ করা হল ইংরেজবাজার থানার পুলিশকর্মীদের । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়া সমস্ত পুলিশকর্মী ও সিভিক ভালান্টিয়ারদের লালারসের পরীক্ষা করা হবে বলে জানান পুলিশ সুপার ।

কোরোনার বিরুদ্ধে মোকাবিলায় ক্রমাগত লড়াই করে চলেছেন পুলিশকর্মীরা । লড়াইয়ে সামিল হওয়ায় দেশের পাশাপাশি রাজ্যেও পুলিশকর্মীদের সংক্রমিত হওয়ার খবর উঠে এসেছে । মালদা জেলায় কর্মরত পুলিশকর্মীরা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে সংক্রমিত হয়েছেন কিনা তা জানতে ইতিমধ্যে পুলিশকর্মীদের লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে । আজ দুপুরে ইংরেজবাজার থানায় পুলিশকর্মী ও সভিক ভলান্টিয়ারদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “কোরোনা মোকাবিলার প্রথম সারির কর্মীদের মধ্যে অন্যতম পুলিশ । কনটেইনমেন্ট জোন, হাসপাতালের আইসোলেশন বিভাগ ছাড়াও বিভিন্ন মানুষের সংস্পর্শে পুলিশকর্মীদের আসতে হয় । সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিয়মিত আমরা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের লালারসের পরীক্ষা করাব । যাতে আমাদের পুলিশ বিভাগে কিংবা থানাতে কোরোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে । যদি কোনও পুলিশকর্মীর রিপোর্ট পজ়িটিভ আসে তবে আমরা যেন তাঁকে নিয়ম মতো আইসোলেট করতে পারি । কয়েকদিন আগে মানিকচক থানা, কালিয়াচক থানা, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকর্মীদের কোরোনার পরীক্ষা করা হয়েছিল। সেখানে সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে । আজ ইংরেজবাজার থানার পুলিশকর্মীদের পরীক্ষা করানো হচ্ছে। আগামীতে অন্যান্য থানার পুলিশকর্মীদের পরীক্ষা করানো হবে। তবে কোরোনা পরীক্ষার সামগ্রী লিমিটেড রয়েছে। সেই সংখ্যার মধ্যেই আমাদের পুলিশকর্মীদের পরীক্ষা করাতে হবে । সেই কারণে প্রথম সারির পুলিশকর্মী, যাঁরা সরাসরি কোরোনা মোকাবিলার সঙ্গে যুক্ত শুধুমাত্র তাঁদেরই পরীক্ষা করানো হচ্ছে ।”

পুলিশকর্মীদের লালারসের নমুনা সংগ্রহ মালদায়

মালদা, ১২জুন : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে প্রশাসনিক নির্দেশ মানা হচ্ছে কি না দেখতে গিয়ে বিভিন্ন মানু্ষের সংস্পর্শে আসতে হয় পুলিশকর্মীদের ৷ আর তাই কোরোনা সংক্রমণ রুখতে লালারসের নমুনা সংগ্রহ করা হল ইংরেজবাজার থানার পুলিশকর্মীদের । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়া সমস্ত পুলিশকর্মী ও সিভিক ভালান্টিয়ারদের লালারসের পরীক্ষা করা হবে বলে জানান পুলিশ সুপার ।

কোরোনার বিরুদ্ধে মোকাবিলায় ক্রমাগত লড়াই করে চলেছেন পুলিশকর্মীরা । লড়াইয়ে সামিল হওয়ায় দেশের পাশাপাশি রাজ্যেও পুলিশকর্মীদের সংক্রমিত হওয়ার খবর উঠে এসেছে । মালদা জেলায় কর্মরত পুলিশকর্মীরা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে সংক্রমিত হয়েছেন কিনা তা জানতে ইতিমধ্যে পুলিশকর্মীদের লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে । আজ দুপুরে ইংরেজবাজার থানায় পুলিশকর্মী ও সভিক ভলান্টিয়ারদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “কোরোনা মোকাবিলার প্রথম সারির কর্মীদের মধ্যে অন্যতম পুলিশ । কনটেইনমেন্ট জোন, হাসপাতালের আইসোলেশন বিভাগ ছাড়াও বিভিন্ন মানুষের সংস্পর্শে পুলিশকর্মীদের আসতে হয় । সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিয়মিত আমরা পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের লালারসের পরীক্ষা করাব । যাতে আমাদের পুলিশ বিভাগে কিংবা থানাতে কোরোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে । যদি কোনও পুলিশকর্মীর রিপোর্ট পজ়িটিভ আসে তবে আমরা যেন তাঁকে নিয়ম মতো আইসোলেট করতে পারি । কয়েকদিন আগে মানিকচক থানা, কালিয়াচক থানা, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকর্মীদের কোরোনার পরীক্ষা করা হয়েছিল। সেখানে সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে । আজ ইংরেজবাজার থানার পুলিশকর্মীদের পরীক্ষা করানো হচ্ছে। আগামীতে অন্যান্য থানার পুলিশকর্মীদের পরীক্ষা করানো হবে। তবে কোরোনা পরীক্ষার সামগ্রী লিমিটেড রয়েছে। সেই সংখ্যার মধ্যেই আমাদের পুলিশকর্মীদের পরীক্ষা করাতে হবে । সেই কারণে প্রথম সারির পুলিশকর্মী, যাঁরা সরাসরি কোরোনা মোকাবিলার সঙ্গে যুক্ত শুধুমাত্র তাঁদেরই পরীক্ষা করানো হচ্ছে ।”

পুলিশকর্মীদের লালারসের নমুনা সংগ্রহ মালদায়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.