ETV Bharat / state

Rock Python Recovered: ওড়িশার সাপুড়েদের থেকে 5 ফুটের রক পাইথন উদ্ধার মালদায় - মালদায় উদ্ধার পাঁচ ফুটের রক পাইথন

ওড়িশার সাপুড়েদের কাছ থেকে রক পাইথন উদ্ধার করল মালদা জেলার পশুপ্রেমী সংগঠন (Rock Python Recovered ) ৷ পাইথনটির দৈর্ঘ্য পাঁচ ফুটের মতো ৷

Rock Python
রক পাইথন
author img

By

Published : Jan 24, 2023, 7:35 PM IST

ওড়িশার সাপুড়েদের থেকে পাঁচ ফুটের রক পাইথন উদ্ধার মালদায়

মালদা, 24 জানুয়ারি: ওড়িশা থেকে আসা দুই সাপুড়ে গলায় সাপ ঝুলিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছিল ৷ মুখে নানাবিধ বুলি ৷ ভয়ে কিংবা ভক্তিতে সাপুড়েদের টাকা দিচ্ছিলেন গ্রামবাসীরাও ৷ সেই খবর পৌঁছে যায় জেলার একটি পশুপ্রেমী সংগঠন, মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের কাছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সংগঠনের সদস্যরা ৷ দুই সাপুড়েকে জেরা শুরু করতেই তাঁরা বুঝে যায়, হাওয়া খারাপ ৷ সাপ ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায় সাপুড়েরা ৷ সাপটি উদ্ধার করেন সংগঠনের দুই সদস্য ৷ প্রাথমিক চিকিৎসার পর ওই ইন্ডিয়ান রক পাইথনের বাচ্চাকে তাঁরা জেলা বন দফতরের হাতে তুলে দেন ৷

এই বিষয়ে মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্য সুব্রত সাহা বলেন, "সাপটিকে আমরা পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকা থেকে উদ্ধার করেছি ৷ এটি একটি রক পাইথন ৷ বাংলায় অজগর নামেই পরিচিত ৷ মূলত পাহাড়ি অঞ্চলের বনভূমি কিংবা জলা জায়গায় এরা বাস করে ৷ ছাতিয়ান মোড় এলাকায় এক সাপুড়ে গলায় সাপটিকে জড়িয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল ৷ তার সঙ্গে আরও একজন ছিল ৷ এই সাপ রাখা বেআইনি ৷ ওই সাপুড়েদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই তারা সাপটিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ আমরা সাপটিকে জেলা বন দফতরের হাতে তুলে দিয়েছি ৷"

জেলা বন দফতরের মালদা রেঞ্জের বিট অফিসার প্রদীপ গোস্বামী বলেন, "মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের তরফে সাপটি আমাদের হাতে দেওয়া হয়েছে ৷ এটি রক পাইথন ৷ বাংলায় অজগর নামেই সবাই একে চেনে ৷ এই প্রজাতির সাপ আমাদের শিডিউল ওয়ান পার্ট টু'য়ের মধ্যে রয়েছে ৷ অর্থাৎ এটি বিপন্ন প্রজাতির ৷ এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সাপটিকে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে ৷ তবে কোথায় এটি ছাড়া হবে তা এখনও ঠিক হয়নি ৷"

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাপটিকে দীর্ঘদিন ঠিকমতো খেতে দেওয়া হয়নি ৷ শরীরে জলেরও অভাব রয়েছে ৷ মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের তরফে সাপটিকে জল-সহ কিছু ওষুধ দেওয়া হয়েছে ৷ পশু চিকিৎসকের পরামর্শ মেনেই ওই সংগঠনের সদস্যরা সাপটির প্রাথমিক শুশ্রূষা করেছেন ৷ তবে এটি বাচ্চা সাপ ৷ মোটামুটি পাঁচ ফুট দৈর্ঘ্য ৷ এই প্রজাতির পূর্ণবয়স্ক সাপ প্রায় 9-10 ফুট পর্যন্ত লম্বা হয় বলে জানান মালদা রেঞ্জের বিট অফিসার ৷

আরও পড়ুন: তিস্তা ব্যারেজের অফিস থেকে উদ্ধার জোড়া রক পাইথন

ওড়িশার সাপুড়েদের থেকে পাঁচ ফুটের রক পাইথন উদ্ধার মালদায়

মালদা, 24 জানুয়ারি: ওড়িশা থেকে আসা দুই সাপুড়ে গলায় সাপ ঝুলিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছিল ৷ মুখে নানাবিধ বুলি ৷ ভয়ে কিংবা ভক্তিতে সাপুড়েদের টাকা দিচ্ছিলেন গ্রামবাসীরাও ৷ সেই খবর পৌঁছে যায় জেলার একটি পশুপ্রেমী সংগঠন, মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের কাছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সংগঠনের সদস্যরা ৷ দুই সাপুড়েকে জেরা শুরু করতেই তাঁরা বুঝে যায়, হাওয়া খারাপ ৷ সাপ ফেলে এলাকা ছেড়ে পালিয়ে যায় সাপুড়েরা ৷ সাপটি উদ্ধার করেন সংগঠনের দুই সদস্য ৷ প্রাথমিক চিকিৎসার পর ওই ইন্ডিয়ান রক পাইথনের বাচ্চাকে তাঁরা জেলা বন দফতরের হাতে তুলে দেন ৷

এই বিষয়ে মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্য সুব্রত সাহা বলেন, "সাপটিকে আমরা পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকা থেকে উদ্ধার করেছি ৷ এটি একটি রক পাইথন ৷ বাংলায় অজগর নামেই পরিচিত ৷ মূলত পাহাড়ি অঞ্চলের বনভূমি কিংবা জলা জায়গায় এরা বাস করে ৷ ছাতিয়ান মোড় এলাকায় এক সাপুড়ে গলায় সাপটিকে জড়িয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল ৷ তার সঙ্গে আরও একজন ছিল ৷ এই সাপ রাখা বেআইনি ৷ ওই সাপুড়েদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই তারা সাপটিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় ৷ আমরা সাপটিকে জেলা বন দফতরের হাতে তুলে দিয়েছি ৷"

জেলা বন দফতরের মালদা রেঞ্জের বিট অফিসার প্রদীপ গোস্বামী বলেন, "মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের তরফে সাপটি আমাদের হাতে দেওয়া হয়েছে ৷ এটি রক পাইথন ৷ বাংলায় অজগর নামেই সবাই একে চেনে ৷ এই প্রজাতির সাপ আমাদের শিডিউল ওয়ান পার্ট টু'য়ের মধ্যে রয়েছে ৷ অর্থাৎ এটি বিপন্ন প্রজাতির ৷ এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সাপটিকে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে ৷ তবে কোথায় এটি ছাড়া হবে তা এখনও ঠিক হয়নি ৷"

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাপটিকে দীর্ঘদিন ঠিকমতো খেতে দেওয়া হয়নি ৷ শরীরে জলেরও অভাব রয়েছে ৷ মালদা অ্যানিম্যাল কেয়ার ইউনিটের তরফে সাপটিকে জল-সহ কিছু ওষুধ দেওয়া হয়েছে ৷ পশু চিকিৎসকের পরামর্শ মেনেই ওই সংগঠনের সদস্যরা সাপটির প্রাথমিক শুশ্রূষা করেছেন ৷ তবে এটি বাচ্চা সাপ ৷ মোটামুটি পাঁচ ফুট দৈর্ঘ্য ৷ এই প্রজাতির পূর্ণবয়স্ক সাপ প্রায় 9-10 ফুট পর্যন্ত লম্বা হয় বলে জানান মালদা রেঞ্জের বিট অফিসার ৷

আরও পড়ুন: তিস্তা ব্যারেজের অফিস থেকে উদ্ধার জোড়া রক পাইথন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.