ETV Bharat / state

Road Collapsed: 2 দিনের বৃষ্টিতে ধসে গেল পথশ্রী প্রকল্পে 5 মাস আগে তৈরি রাস্তা, দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের - রাস্তা খারাপ

রয়েছে পথশ্রী প্রকল্পে লাগানো বোর্ড ৷ সেখানেই লেখা রয়েছে মাত্র 5 মাস আগে এই রাস্তা তৈরির খতিয়ান ৷ 35 লাখ টাকা ব্যয়ে তৈরি সেই রাস্তার চেহারা বদলে দিয়েছে দুদিনের বৃষ্টি ৷ যানবাহন চলাচল তো দূর অস্ত হেঁটে রাস্তা পেরোনোই দায় হয়ে পড়েছে ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা ৷

Etv Bharat
ভাঙা রাস্তার সামনে গ্রামবাসীরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 3:37 PM IST

ধসে গেল পথশ্রী প্রকল্পে 5 মাস আগে তৈরি রাস্তা

মালদা, 29 সেপ্টেম্বর: দু'দিনের ভারী বৃষ্টি ৷ আর তাতেই ধসে পড়ল 35 লাখ টাকায় তৈরি নতুন রাস্তা ৷ মাত্র 5 মাস আগে এই রাস্তা পেয়েছিলেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, এই ঘটনা প্রমাণ করছে, সরকারি প্রকল্পে ঠিক কতটা দুর্নীতি হচ্ছে ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ ঘটনার তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল ৷ এদিকে ঠিকাদারদের একাংশ জানাচ্ছেন, শাসকদলের নেতা-নেত্রীদের কমিশন না দিলে কোনও কাজই করা যায় না ৷ গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন জেলাশাসক ৷

ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুরের ৷ পঞ্চায়েত নির্বাচনের মুখে পথশ্রী প্রকল্পে এই গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি হয় ৷ যার জন্য খরচ হয় প্রায় 35 লাখ টাকা ৷ দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা গ্রামের স্ট্যান্ড থেকে কবরস্থান পর্যন্ত এই রাস্তাটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন ৷ কারণ, এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষের নিত্যদিনের যাতায়াত ৷ শেষ পর্যন্ত রাস্তা তৈরি হওয়ায় তাঁরা ভেবেছিলেন, এবার তাঁদের সমস্যা দূর হল ৷ কিন্তু ভুল ভাঙে দু'দিনের অতিভারী বৃষ্টিতে ৷ পাঁচ মাসের মধ্যেই ওই রাস্তা ধসে গিয়েছে ৷ যানবাহন তো বটেই, দু'পায়ের ভরসাতেও রাস্তায় চলাচল করা সমস্যার ৷ ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা ৷ দাবি তুলেছেন সঠিক প্রশাসনিক তদন্তের ৷


এই ঘটনায় গ্রামের বাসিন্দা আবদুর রউফ বলেন, "সরকারি প্রকল্পের এই রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে ৷ খুব নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ৷ রাস্তায় জল নিকাশির কোনও ব্যবস্থা করা হয়নি ৷ ঠিকাদার এই কাজে কোনও গুরুত্ব দেননি ৷ এদিকে প্রবল বৃষ্টিতে রাস্তা কেটে চলে গিয়েছে ৷ এখন গোটা গ্রামে যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে ৷ যানবাহন তো দূরের কথা, সাইকেল কিংবা হেঁটে চলাচলেও খুব সমস্যা হচ্ছে ৷ আমরা চাই, প্রশাসন রাস্তাটি সঠিকভাবে মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে তুলুক ৷" আরেক গ্রামবাসী আমিনা বিবির বক্তব্য, "চলাফেরার খুব অসুবিধে ৷ রাস্তা এমনভাবে ভেঙেছে যে সেখানে পড়ে গেলে মরে যাব ৷ বৃষ্টির জল যেখান দিয়ে গিয়েছে, রাস্তা সেখানেই ধসেছে ৷ সাইকেল পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না ৷"

জেলাশাসক নীতিন সিংহানিয়া গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে জানিয়েছেন, কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ তবে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক শিবির ৷ পঞ্চায়েত ভোটের মুখে ঘটা করে পথশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ারও ছিল এই প্রকল্প ৷ কিন্তু কয়েকমাসেই নতুন রাস্তার যে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে, তা আসন্ন লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে না তো ? এটাই এখন তৃণমূলের কাছে লাখ টাকার প্রশ্ন ৷

আরও পড়ুন : নদী বাঁধের উপর বেহাল রাস্তায় ঝুঁকিপূর্ণ যাত্রা, ক্ষোভ 15টি গ্রামের বাসিন্দাদের

ধসে গেল পথশ্রী প্রকল্পে 5 মাস আগে তৈরি রাস্তা

মালদা, 29 সেপ্টেম্বর: দু'দিনের ভারী বৃষ্টি ৷ আর তাতেই ধসে পড়ল 35 লাখ টাকায় তৈরি নতুন রাস্তা ৷ মাত্র 5 মাস আগে এই রাস্তা পেয়েছিলেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, এই ঘটনা প্রমাণ করছে, সরকারি প্রকল্পে ঠিক কতটা দুর্নীতি হচ্ছে ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ ঘটনার তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল ৷ এদিকে ঠিকাদারদের একাংশ জানাচ্ছেন, শাসকদলের নেতা-নেত্রীদের কমিশন না দিলে কোনও কাজই করা যায় না ৷ গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন জেলাশাসক ৷

ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুরের ৷ পঞ্চায়েত নির্বাচনের মুখে পথশ্রী প্রকল্পে এই গ্রামে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি হয় ৷ যার জন্য খরচ হয় প্রায় 35 লাখ টাকা ৷ দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা গ্রামের স্ট্যান্ড থেকে কবরস্থান পর্যন্ত এই রাস্তাটি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন ৷ কারণ, এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষের নিত্যদিনের যাতায়াত ৷ শেষ পর্যন্ত রাস্তা তৈরি হওয়ায় তাঁরা ভেবেছিলেন, এবার তাঁদের সমস্যা দূর হল ৷ কিন্তু ভুল ভাঙে দু'দিনের অতিভারী বৃষ্টিতে ৷ পাঁচ মাসের মধ্যেই ওই রাস্তা ধসে গিয়েছে ৷ যানবাহন তো বটেই, দু'পায়ের ভরসাতেও রাস্তায় চলাচল করা সমস্যার ৷ ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা ৷ দাবি তুলেছেন সঠিক প্রশাসনিক তদন্তের ৷


এই ঘটনায় গ্রামের বাসিন্দা আবদুর রউফ বলেন, "সরকারি প্রকল্পের এই রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে ৷ খুব নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ৷ রাস্তায় জল নিকাশির কোনও ব্যবস্থা করা হয়নি ৷ ঠিকাদার এই কাজে কোনও গুরুত্ব দেননি ৷ এদিকে প্রবল বৃষ্টিতে রাস্তা কেটে চলে গিয়েছে ৷ এখন গোটা গ্রামে যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে ৷ যানবাহন তো দূরের কথা, সাইকেল কিংবা হেঁটে চলাচলেও খুব সমস্যা হচ্ছে ৷ আমরা চাই, প্রশাসন রাস্তাটি সঠিকভাবে মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে তুলুক ৷" আরেক গ্রামবাসী আমিনা বিবির বক্তব্য, "চলাফেরার খুব অসুবিধে ৷ রাস্তা এমনভাবে ভেঙেছে যে সেখানে পড়ে গেলে মরে যাব ৷ বৃষ্টির জল যেখান দিয়ে গিয়েছে, রাস্তা সেখানেই ধসেছে ৷ সাইকেল পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না ৷"

জেলাশাসক নীতিন সিংহানিয়া গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়ে জানিয়েছেন, কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ তবে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক শিবির ৷ পঞ্চায়েত ভোটের মুখে ঘটা করে পথশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ারও ছিল এই প্রকল্প ৷ কিন্তু কয়েকমাসেই নতুন রাস্তার যে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে, তা আসন্ন লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে না তো ? এটাই এখন তৃণমূলের কাছে লাখ টাকার প্রশ্ন ৷

আরও পড়ুন : নদী বাঁধের উপর বেহাল রাস্তায় ঝুঁকিপূর্ণ যাত্রা, ক্ষোভ 15টি গ্রামের বাসিন্দাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.