ETV Bharat / state

তৃণমূলনেত্রীর বিরুদ্ধে বিতর্কিত জমিতে বাড়ি তৈরির অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ - Road block

মালদায় এক তৃণমূল কংগ্রেস নেত্রী বিতর্কিত জমিতে বাড়ি তৈরি শুরু করেছেন বলে অভিযোগ । এর প্রতিবাদে আজ সেখানে জাতীয় সড়ক অবরোধ করে ঝাড়খণ্ড দিশম পার্টি ।

জাতীয় সড়ক অবরোধ
author img

By

Published : Aug 24, 2019, 7:48 PM IST

Updated : Aug 25, 2019, 3:15 PM IST

মালদা, 24 অগাস্ট : বেআইনিভাবে জমি দখল করার অভিযোগ উঠল মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সরলা মুর্মুর বিরুদ্ধে । ঘটনায় ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃত্বে আজ পুরাতন মালদার 4 মাইল এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মালদা থানার পুলিশ । প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ।

2013 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জেলাপরিষদ আসনে জেতেন সরলা৷ তাঁকে জেলাপরিষদের সভাধিপতি করা হয় ৷ পরবর্তীতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । কিন্তু সভাধিপতির পদ থেকে তাঁকে সরানো হয়নি ৷ 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি ফের জেতেন । কিন্তু তখন আর তাঁকে সভাধিপতির পদ দেওয়া হয়নি । সম্প্রতি সরলা প্রায় সাড়ে 4 কাঠা জমির ওপর বাড়ি তৈরি করছেন । সেই জমি নিয়ে তাঁর বিরুদ্ধে উঠেছে প্রশ্ন । অভিযোগ, এই জমির আরও শরিক রয়েছে । জমির রেকর্ডে তাঁদের নামের উল্লেখও আছে । অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শরিকদের বঞ্চিত করছেন ।

গত বৃহস্পতিবার সরলা ও তাঁর স্বামী শিরিল টুডুর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেন জমির অন্য এক শরিক শনিরাম হাঁসদা । থানায় অভিযোগ দায়ের করার পরও সরলা নির্মাণকাজ চালিয়ে যান বলে অভিযোগ । গতকাল সরলা মালদা থানায় শনিরাম, নিখিল মার্ডি ও রাঙা হেমব্রমের বিরুদ্ধে তাঁকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সরলার দাবি, 2015 সালের 1 অক্টোবর তিনি ভাবুক গ্রাম পঞ্চায়েতের গুনগাঁও মৌজায় 4 কাঠা 4 ছটাক জমি কেনেন ৷ সেই জমির দলিলও তাঁর নামে ৷ কিন্তু ওই জমিতে তাঁকে বাড়ি তৈরিতে বাধা দিচ্ছে অভিযুক্তরা ৷ গতকাল তিনি জমিতে নির্মাণকাজ দেখতে গিয়ে হামলার শিকার হন ৷ অভিযুক্তরা তাঁর কাছে থেকে 25 হাজার 500 টাকাও ছিনিয়ে নেয় ৷

ঝাড়খণ্ড দিশম পার্টির পুরাতন মালদা ব্লক সভাপতি সুনিরাম সোরেন বলেন, "সরলা মুর্মু বিতর্কিত জমি কিনেছেন ৷ তিনি জমি থেকে প্রকৃত মালিকদের তাড়িয়ে দেন ৷ বর্তমানে এই জমির তিনজন শরিক রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজনের জমি তিনি দখলের চেষ্টা করছেন ৷ পুলিশ ও দলীয়কর্মীদের সাহায্যে তিনি জমির শরিককে তাড়িয়ে দেন ৷ পুলিশের সাহায্যেই জমিতে নির্মাণকাজ চালাচ্ছেন তিনি ৷ যতক্ষণ না বিতর্কিত জমিতে নির্মাণকাজ বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা জাতীয় সড়ক অবরোধ করে রাখব ৷ মালদা থানার পুলিশও প্রশাসনের কাজ না করে তৃণমূলকর্মীদের মত কাজ করেছে ৷"

মালদা, 24 অগাস্ট : বেআইনিভাবে জমি দখল করার অভিযোগ উঠল মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সরলা মুর্মুর বিরুদ্ধে । ঘটনায় ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃত্বে আজ পুরাতন মালদার 4 মাইল এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীরা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মালদা থানার পুলিশ । প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে ।

2013 সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জেলাপরিষদ আসনে জেতেন সরলা৷ তাঁকে জেলাপরিষদের সভাধিপতি করা হয় ৷ পরবর্তীতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । কিন্তু সভাধিপতির পদ থেকে তাঁকে সরানো হয়নি ৷ 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি ফের জেতেন । কিন্তু তখন আর তাঁকে সভাধিপতির পদ দেওয়া হয়নি । সম্প্রতি সরলা প্রায় সাড়ে 4 কাঠা জমির ওপর বাড়ি তৈরি করছেন । সেই জমি নিয়ে তাঁর বিরুদ্ধে উঠেছে প্রশ্ন । অভিযোগ, এই জমির আরও শরিক রয়েছে । জমির রেকর্ডে তাঁদের নামের উল্লেখও আছে । অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শরিকদের বঞ্চিত করছেন ।

গত বৃহস্পতিবার সরলা ও তাঁর স্বামী শিরিল টুডুর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেন জমির অন্য এক শরিক শনিরাম হাঁসদা । থানায় অভিযোগ দায়ের করার পরও সরলা নির্মাণকাজ চালিয়ে যান বলে অভিযোগ । গতকাল সরলা মালদা থানায় শনিরাম, নিখিল মার্ডি ও রাঙা হেমব্রমের বিরুদ্ধে তাঁকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সরলার দাবি, 2015 সালের 1 অক্টোবর তিনি ভাবুক গ্রাম পঞ্চায়েতের গুনগাঁও মৌজায় 4 কাঠা 4 ছটাক জমি কেনেন ৷ সেই জমির দলিলও তাঁর নামে ৷ কিন্তু ওই জমিতে তাঁকে বাড়ি তৈরিতে বাধা দিচ্ছে অভিযুক্তরা ৷ গতকাল তিনি জমিতে নির্মাণকাজ দেখতে গিয়ে হামলার শিকার হন ৷ অভিযুক্তরা তাঁর কাছে থেকে 25 হাজার 500 টাকাও ছিনিয়ে নেয় ৷

ঝাড়খণ্ড দিশম পার্টির পুরাতন মালদা ব্লক সভাপতি সুনিরাম সোরেন বলেন, "সরলা মুর্মু বিতর্কিত জমি কিনেছেন ৷ তিনি জমি থেকে প্রকৃত মালিকদের তাড়িয়ে দেন ৷ বর্তমানে এই জমির তিনজন শরিক রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজনের জমি তিনি দখলের চেষ্টা করছেন ৷ পুলিশ ও দলীয়কর্মীদের সাহায্যে তিনি জমির শরিককে তাড়িয়ে দেন ৷ পুলিশের সাহায্যেই জমিতে নির্মাণকাজ চালাচ্ছেন তিনি ৷ যতক্ষণ না বিতর্কিত জমিতে নির্মাণকাজ বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা জাতীয় সড়ক অবরোধ করে রাখব ৷ মালদা থানার পুলিশও প্রশাসনের কাজ না করে তৃণমূলকর্মীদের মত কাজ করেছে ৷"

Intro:মালদা, ২৪ অগাস্ট : বেআইনিভাবে অন্যের জমি দখল করার অভিযোগ উঠল মালদা জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি ও বর্তমান বোর্ডের তৃণমূল সদস্য সরলা মুর্মুর বিরুদ্ধে৷ এর প্রতিবাদে এবং জমির বৈধ মালিককে নিজের জায়গায় বসবাস করতে দেওয়ার দাবিতে আজ ঝাড়খণ্ড দিশম পার্টির নেতৃত্বে পুরাতন মালদার ৮ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সশস্ত্র আদিবাসীরা৷ তীব্র যানজট দেখা দেয় জাতীয় সড়কে৷ অবশেষে পুলিশি হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর উঠে যায় অবরোধ৷ Body:         ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে জেলাপরিষদ আসনে জয়লাভ করেন সরলা মুর্মু৷ তাঁকে জেলাপরিষদের সভাধিপতি করা হয়৷ পরবর্তীতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও সভাধিপতির পদ থেকে তাঁকে সরানো হয়নি৷ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলাপরিষদ আসনে ফের জয়লাভ করেন৷ কিন্তু এবার তাঁকে আর সভাধিপতির পদ দেওয়া হয়নি৷ সম্প্রতি তিনি পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের ৮ মাইল এলাকায়, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে নিজের বাড়ি তৈরি করছেন৷ প্রায় সাড়ে ৪ কাঠা জমির উপর তৈরি হচ্ছে সেই বাড়ি৷ এই জমি নিয়েই সরলাদেবীর বিরুদ্ধে উঠেছে প্রশ্ন৷ অভিযোগ, সরলাদেবীদের পারিবারিক এই জমির আরও শরিক রয়েছেন৷ জমির রেকর্ডে শরিকদের নাম এখনও উল্লেখ রয়েছে৷ কিন্তু নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শরিকদের বঞ্চিত করে বেআইনিভাবে ওই জমিতে নির্মাণ শুরু করেছেন৷ এনিয়ে গত পরশু সরলাদেবী ও তাঁর স্বামী শিরিল টু়ডুর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেন জমির এক শরিক শনিরাম হাঁসদা৷ কিন্তু তারপরেও সরলাদেবী নির্মাণকাজ চালিয়ে যেতে থাকেন৷ গতকাল এনিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ দেখা দেয়৷ গতকাল সরলাদেবী শনিরাম সহ মোট তিনজনের বিরুদ্ধে মালদা থানায় তাঁকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন৷ এতেই খেপে যায় এলাকার আদিবাসী সমাজের একাংশ৷ আজ তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে৷
         এপ্রসঙ্গে ঝাড়খণ্ড দিশম পার্টির পুরাতন মালদা ব্লক সভাপতি সুনিরাম সোরেন বলেন, "জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু কোনও প্রমোটারের কাছ থেকে বিতর্কিত জমিটি নিয়েছেন৷ জমি নেওয়ার পরেই তিনি ওই জমি থেকে প্রকৃত মালিকদের তাড়িয়ে দেন৷ বর্তমানে এই জমিটির তিনজন ওয়ারিশ রয়েছেন৷ তার মধ্যে দুই ওয়ারিশের জমি সরলাদেবী নিয়ে নিয়েছেন৷ কিন্তু তৃতীয় ওয়ারিশের অংশ তিনি জোর করে দখলের চেষ্টা করছেন৷ সেই ওয়ারিশ নিজের জমি ছেড়ে কোথায় যাবেন বুঝতে পারছেন না৷ গতকাল সরলাদেবী তৃণমূলের দলবল সহ বিশাল পুলিশবাহিনী নিয়ে জমিতে আসেন৷ পুলিশ ও দলীয় কর্মীদের সাহায্যে তিনি জমির প্রকৃত ওয়ারিশকে সেই জায়গা থেকে তাড়িয়ে দেন৷ পুলিশের সহায়তাতেই ওই জমিতে নির্মাণকাজ চালাচ্ছেন তিনি৷ তাই যতক্ষণ না বিতর্কিত ওই জমিতে নির্মাণকাজ বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখব৷ মালদা থানার পুলিশও এক্ষেত্রে প্রশাসনের পরিবর্তে তৃণমূল কর্মীদের মতো কাজ করেছে৷"
         গোটা ঘটনায় সরলা মুর্মুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ অন্যান্য দিনের মতো এদিনও ফোন ধরেননি তিনি৷ তবে গতকাল মালদা থানায় দায়ের করা অভিযোগপত্রে তিনি ওই জমির ওয়ারিশ শনিরাম হাঁসদা এবং তাঁর দুই সমর্থক নিখিল মার্ডি ও রাঙ্গা হেমব্রমের বিরুদ্ধে তাঁকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন৷ সেখানে তিনি দাবি করেছেন, ২০১৫ সালের ১ অক্টোবর তিনি ভাবুক গ্রাম পঞ্চায়েতের গুনগাও মৌজায় ৩৩৭ দাগ নম্বরের ৪৪৩ ও ৪৪৪ খতিয়ানে মোট ৪ কাঠা ৮ ছটাক জমি কেনেন৷ সেই জমির দলিলও তাঁর নামে৷ কিন্তু ওই জমিতে তাঁকে নির্মাণ করতে বাধা দিচ্ছে অভিযুক্তরা৷ গতকাল তিনি ওই জমিতে নির্মাণকাজ দেখতে গিয়ে হামলার শিকার হন৷ অভিযুক্তরা তাঁর কাছে থাকা ২৫ হাজার ৫০০ টাকাও ছিনতাই করে নেয়৷ তিনি অসুস্থ হয়ে পড়েন৷ স্থানীয়রা ছুটে এসে তাঁকে প্রাণে বাঁচান৷Conclusion:         প্রাক্তন সভাধিপতির জমি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ায় আজ চরম সমস্যায় পড়ে সাধারণ মানুষ৷ প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক৷ শেষ পর্যন্ত আইসি শান্তিনাথ পাঁজার নেতৃত্বে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে উঠে যায় অবরোধ৷ হাঁফ ছেড়ে বাঁচে সবাই৷
Last Updated : Aug 25, 2019, 3:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.