ETV Bharat / state

জমি বিবাদকে ঘিরে আক্রান্ত তৃণমূল কর্মী - krishnanagar

তৃণমূলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র কর্মীদের বিরুদ্ধে । জমি বিবাদকে ঘিরেই এই হামলা বলে মনে করছে তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা ।

আক্রান্ত তৃণমূল কর্মী
author img

By

Published : Jun 21, 2019, 2:45 PM IST

মালদা, 21 জুন: তৃণমূলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র কর্মীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দ্বিজেন মণ্ডল (30) । বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের কৃষ্ণপুরের চকবাহাদুরপুরে । এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি ৷

আক্রান্ত তৃণমূল কর্মী পেশায় ব্যবসায়ী । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে স্থানীয় BJP কর্মীদের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। বাড়ি থেকে 200 মিটার দূরে স্থানীয় BJP কর্মী দীপক রজকের জমির পাশে 10 কাঠা জমি কেনেন দ্বিজেনবাবু । গতকাল রাতে সেই জমিতে মাটি কাটতে গেলে দ্বিজেনবাবুকে বাধা দেয় দীপক ও তার দলবল । ইট ও লোহার রড নিয়ে চড়াও হয় তাঁর উপর ৷ স্থানীয় লোকজন দ্বিজেনবাবুর চিৎকারে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় ৷

মালদা, 21 জুন: তৃণমূলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র কর্মীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দ্বিজেন মণ্ডল (30) । বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের কৃষ্ণপুরের চকবাহাদুরপুরে । এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি ৷

আক্রান্ত তৃণমূল কর্মী পেশায় ব্যবসায়ী । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে স্থানীয় BJP কর্মীদের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। বাড়ি থেকে 200 মিটার দূরে স্থানীয় BJP কর্মী দীপক রজকের জমির পাশে 10 কাঠা জমি কেনেন দ্বিজেনবাবু । গতকাল রাতে সেই জমিতে মাটি কাটতে গেলে দ্বিজেনবাবুকে বাধা দেয় দীপক ও তার দলবল । ইট ও লোহার রড নিয়ে চড়াও হয় তাঁর উপর ৷ স্থানীয় লোকজন দ্বিজেনবাবুর চিৎকারে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় ৷

Intro:মালদা, ২১ জুনঃ রাজনৈতিক শত্রুতার আগুনে ঘৃতাহুতি দিল জমিবিবাদ৷ তৃণমূলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির কর্মীদের বিরুদ্ধে৷ আক্রান্ত তৃণমূলকর্মী বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের কৃষ্ণপুরের চকবাহাদুরপুরে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি৷Body:আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দ্বিজেন মণ্ডল (৩০)৷ পেশায় ব্যবসায়ী৷ দ্বিজেনবাবু তৃণমূলের কর্মী৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচন থেকে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল৷ সেই রাজনৈতিক শত্রুতার আগুনে ঘৃতাহুতির কাজ করল জমিবিবাদ৷ অভিযোগ, বাড়ি থেকে ২০০ মিটার দূরে স্থানীয় বিজেপি কর্মী দীপক রজকের জমির পাশে ১০ কাঠা জমি কেনেন দ্বিজেনবাবু৷ গতকাল রাতে সেই জমি থেকে মাটি কাটতে গেলে দ্বিজেনবাবুকে বাধা দেয় দীপক রজক ও তার দলবল৷ প্রতিবাদ করতে গেলে দ্বিজেনবাবুর ওপর ইট ও লোহার রড নিয়ে চড়াও হয় দীপক রজক ও তাদের দলবল৷ স্থানীয় লোকজন দ্বিজেনবাবুর চিৎকারে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়৷ স্থানীয় বাসিন্দারা দ্বিজেনবাবুকে উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন৷ রাতে শারীরিক অবস্থার অবণতি হলে চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে স্থানান্তর করে দেন৷ দ্বিজেনবাবুর পরিবারের লোকজন রাতেই বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশকর্মীরা আগে চিকিৎসার পরামর্শ দেন৷Conclusion:দ্বিজেনবাবুর ভাইপো জানান, "কাকু তৃণমূলের হয়ে নির্বাচনে কাজ করেছিল৷ সেই থেকে বিজেপির লোকজনের সঙ্গে ঝামেলা ছিল৷ কিছুদিন আগে কাকু ওই বিজেপি কর্মী দীপক রজকের জমি পাশে জমি কেনেন৷ গতকাল রাতে কাকু জমি থেকে মাটি কাটতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেয়৷ প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীরা ইট ও লোহার রড দিয়ে কাকুকে মারধর করে৷"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.