মালদা, 21 জুন: তৃণমূলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল BJP-র কর্মীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দ্বিজেন মণ্ডল (30) । বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগরের কৃষ্ণপুরের চকবাহাদুরপুরে । এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি ৷
আক্রান্ত তৃণমূল কর্মী পেশায় ব্যবসায়ী । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে স্থানীয় BJP কর্মীদের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। বাড়ি থেকে 200 মিটার দূরে স্থানীয় BJP কর্মী দীপক রজকের জমির পাশে 10 কাঠা জমি কেনেন দ্বিজেনবাবু । গতকাল রাতে সেই জমিতে মাটি কাটতে গেলে দ্বিজেনবাবুকে বাধা দেয় দীপক ও তার দলবল । ইট ও লোহার রড নিয়ে চড়াও হয় তাঁর উপর ৷ স্থানীয় লোকজন দ্বিজেনবাবুর চিৎকারে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় ৷