ETV Bharat / state

মালদায় যুবতির দগ্ধ দেহ উদ্ধার, অভিযোগ ধর্ষণের - যুবতিকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ

মালদার ধানতলায় উদ্ধার হল যুবতির দগ্ধ দেহ । ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ ।

image
মালদায় ধর্ষণের আভিযোগ
author img

By

Published : Dec 5, 2019, 1:24 PM IST

Updated : Dec 5, 2019, 2:39 PM IST

মালদা, 5 ডিসেম্বর : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের রেশ কাটেনি এখনও ৷ এরই মধ্যে মালদার ধানতলায় উদ্ধার হল যুবতির দগ্ধ দেহ । ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ । আজ সকালে ইংরেজবাজার থানার ধানতলা চাকলামোড় সংলগ্ন একটি আমবাগান থেকে অগ্নিদগ্ধ এক যুবতির মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ওই যুবতিকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ঘটনাস্থানে যান খোদ পুলিশ সুপার ৷

হায়দরাবাদ গণধর্ষণের কাণ্ডের পরে সারা দেশ দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছিল ৷ প্রশ্ন উঠেছিল নারী নিরাপত্তা নিয়েও ৷ এবার মালদা একই ধরনের ঘটনার সাক্ষী থাকল ৷ পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত মৃত যুবতিকে চিহ্নিত করা যায়নি ৷ তবে ওই যুবতি এলাকার বাসিন্দা নন ৷ এলাকার কেউ তাঁকে চিনতে পারেননি ৷

আপাতত ওই যুবতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, বলে জানিয়েছে পুলিশ ৷ যদিও স্থানীদের দাবি, ধর্ষণ করেই পুড়িয়ে মারা হয়েছে ওই যুবতিকে ৷ তাঁর গোপনাঙ্গেও আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে ৷

মালদা, 5 ডিসেম্বর : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের রেশ কাটেনি এখনও ৷ এরই মধ্যে মালদার ধানতলায় উদ্ধার হল যুবতির দগ্ধ দেহ । ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ । আজ সকালে ইংরেজবাজার থানার ধানতলা চাকলামোড় সংলগ্ন একটি আমবাগান থেকে অগ্নিদগ্ধ এক যুবতির মৃতদেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ওই যুবতিকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ ঘটনাস্থানে যান খোদ পুলিশ সুপার ৷

হায়দরাবাদ গণধর্ষণের কাণ্ডের পরে সারা দেশ দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছিল ৷ প্রশ্ন উঠেছিল নারী নিরাপত্তা নিয়েও ৷ এবার মালদা একই ধরনের ঘটনার সাক্ষী থাকল ৷ পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত মৃত যুবতিকে চিহ্নিত করা যায়নি ৷ তবে ওই যুবতি এলাকার বাসিন্দা নন ৷ এলাকার কেউ তাঁকে চিনতে পারেননি ৷

আপাতত ওই যুবতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে, বলে জানিয়েছে পুলিশ ৷ যদিও স্থানীদের দাবি, ধর্ষণ করেই পুড়িয়ে মারা হয়েছে ওই যুবতিকে ৷ তাঁর গোপনাঙ্গেও আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে ৷

New Delhi, Dec 05 (ANI): Congress leader and Rajya Sabha MP, P Chidambaram arrived at Parliament on Dec 05. P Chidambaram was yesterday granted bail by Supreme Court in the INX Media money laundering case registered by the Enforcement Directorate. He was sent to Tihar Jail in connection with the case and got bail after 106 days. Supreme Court has restrained him from giving press interviews or making any public comment in connection with the case.
Last Updated : Dec 5, 2019, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.