ETV Bharat / state

Potatoes Cultivation in Malda: বাজারদর কম, আলু চাষের জমির পরিমান বাড়লেও কমেছে ফলন, চিন্তায় আলুচাষিরা - আলুর বাজার দর কম থাকায় সমস্যায় কৃষকরা

চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আবহাওয়া (Less production of Potatoes) ৷ এই বছর আলু চাষের উপযোগী আবহাওয়া থাকায় ফলনও বেশ ভালো হয়েছে পাশাপাশি আলু চাষের জমির পরিমাণও বৃদ্ধি পেয়েছে ৷ তবে আলুর উৎপাদন খুব বেশি নয় ৷

Potatoes Cultivation in Malda
মালদা আট মাইল বাজার
author img

By

Published : Mar 20, 2023, 11:09 PM IST

বাজারদর কম চিন্তায় আলুচাষিরা

মালদা, 20 মার্চ: আলু চাষ করে লাভ কি হবে ? বাজারদর দেখে সেকথাই ভাবছেন কৃষকরা (Potato Farmers are Facing loess in malda) ৷ চলতি মরশুমে মালদা জেলায় মূলত ছ‘টি ব্লকে আলুর চাষ হয়েছে ৷ ইতিমধ্যেই কৃষকরা মাঠ থেকে আলু তুলতে শুরু করেছেন ৷ এই জেলায় মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয় পুরাতন মালদা ব্লকে ৷ সেখানকার আলুও বাজারে আসতেও শুরু করেছে ৷ সোমবার পুরাতন মালদার আট মাইল হাটে আলুর ব্যপক আমদানি হয়েছিল ৷ তবে দর সেভাবে ওঠেনি ৷ তা নিয়েই চিন্তায় আলু চাষি থেকে পাইকারি ব্যবসায়ীরা ৷

চলতি বছরে আলু চাষের জমির পরিমাণ বৃদ্ধি পেলেও উৎপাদন বেশ কম হয়েছে ৷ এই প্রসঙ্গেই এর কৃষক বীরেন রাজবংশী বলেন, "এবার 8-9 বিঘা জমিতে আলু চাষ করেছি ৷ নিজের জমির সঙ্গে অন্যের জমি লিজ নিয়ে চাষ করেছি ৷ কয়েকদিন ধরে জমি থেকে আলু তুলতে শুরু করেছি ৷ এবার প্রতি বিঘায় 100 থেকে 110 প্যাকেট আলুর উৎপাদন হয়েছে (প্রতি প্যাকেটে 50 কেজি আলু থাকে) ৷ আজই প্রথম আলু নিয়ে হাটে এসেছি ৷ আজ আলুর পাইকারি দর কুইন্টাল প্রতি 600 থেকে 650 টাকা রয়েছে ৷ গত বছরের থেকে দাম অনেক কম ৷ পাইকাররা বলছে, দর নাকি বাড়বে ৷ কিন্তু এখনও অনেক জমি থেকে আলু তোলা হয়নি ৷ সেই কাজ চলছে ৷ সেসব আলু বাজারে আসলে দর কমে যাওয়ারই সম্ভাবনা ৷ এবার আলু চাষ করে ক্ষতিই হবে ৷"

আরও পড়ুন : সরকার ন্যায্যমূল্যে আলু কিনলেও লাভের আশা নেই, দাবি কৃষকদের

ওই কষকের গলাতে আক্ষেপ শোনা গেলেও আলুর পাইকারি ব্যবসায়ী শংকর সাহা কিছুটা হলেও আশাবাদী ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "এই মুহূর্তে আলুর বাজার অনেকটাই উঠেছে ৷ এখন কুইন্টাল প্রতি 600 থেকে 650 টাকা দরে আমরা আলু কিনছি ৷ তবে এখনও বাজারে আমদানি কম ৷ তবে আগামী 10-15 দিন আমদানি বাড়বে ৷ কারণ, এখন জমি থেকে আলু তোলার কাজ সবে শুরু হয়েছে ৷ তবে দাম কমার খুব একটা সম্ভাবনা নেই ৷ কারণ, উৎপাদিত আলু তিনটি ভাগে-ভাগ হয়ে যাচ্ছে ৷ এই জেলার আলু দক্ষিণবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিহারেরও কিছু জায়গায় যাচ্ছে ৷ কিছু আলু হিমঘরে মজুত হয়ে যাচ্ছে ৷ বাকি অংশ খোলা বাজারে চলে যাচ্ছে ৷ তবে গত বছরের তুলনায় এবার আলুর উৎপাদন কিছুটা কম হতে পারে ৷"

বাজারদর কম চিন্তায় আলুচাষিরা

মালদা, 20 মার্চ: আলু চাষ করে লাভ কি হবে ? বাজারদর দেখে সেকথাই ভাবছেন কৃষকরা (Potato Farmers are Facing loess in malda) ৷ চলতি মরশুমে মালদা জেলায় মূলত ছ‘টি ব্লকে আলুর চাষ হয়েছে ৷ ইতিমধ্যেই কৃষকরা মাঠ থেকে আলু তুলতে শুরু করেছেন ৷ এই জেলায় মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয় পুরাতন মালদা ব্লকে ৷ সেখানকার আলুও বাজারে আসতেও শুরু করেছে ৷ সোমবার পুরাতন মালদার আট মাইল হাটে আলুর ব্যপক আমদানি হয়েছিল ৷ তবে দর সেভাবে ওঠেনি ৷ তা নিয়েই চিন্তায় আলু চাষি থেকে পাইকারি ব্যবসায়ীরা ৷

চলতি বছরে আলু চাষের জমির পরিমাণ বৃদ্ধি পেলেও উৎপাদন বেশ কম হয়েছে ৷ এই প্রসঙ্গেই এর কৃষক বীরেন রাজবংশী বলেন, "এবার 8-9 বিঘা জমিতে আলু চাষ করেছি ৷ নিজের জমির সঙ্গে অন্যের জমি লিজ নিয়ে চাষ করেছি ৷ কয়েকদিন ধরে জমি থেকে আলু তুলতে শুরু করেছি ৷ এবার প্রতি বিঘায় 100 থেকে 110 প্যাকেট আলুর উৎপাদন হয়েছে (প্রতি প্যাকেটে 50 কেজি আলু থাকে) ৷ আজই প্রথম আলু নিয়ে হাটে এসেছি ৷ আজ আলুর পাইকারি দর কুইন্টাল প্রতি 600 থেকে 650 টাকা রয়েছে ৷ গত বছরের থেকে দাম অনেক কম ৷ পাইকাররা বলছে, দর নাকি বাড়বে ৷ কিন্তু এখনও অনেক জমি থেকে আলু তোলা হয়নি ৷ সেই কাজ চলছে ৷ সেসব আলু বাজারে আসলে দর কমে যাওয়ারই সম্ভাবনা ৷ এবার আলু চাষ করে ক্ষতিই হবে ৷"

আরও পড়ুন : সরকার ন্যায্যমূল্যে আলু কিনলেও লাভের আশা নেই, দাবি কৃষকদের

ওই কষকের গলাতে আক্ষেপ শোনা গেলেও আলুর পাইকারি ব্যবসায়ী শংকর সাহা কিছুটা হলেও আশাবাদী ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "এই মুহূর্তে আলুর বাজার অনেকটাই উঠেছে ৷ এখন কুইন্টাল প্রতি 600 থেকে 650 টাকা দরে আমরা আলু কিনছি ৷ তবে এখনও বাজারে আমদানি কম ৷ তবে আগামী 10-15 দিন আমদানি বাড়বে ৷ কারণ, এখন জমি থেকে আলু তোলার কাজ সবে শুরু হয়েছে ৷ তবে দাম কমার খুব একটা সম্ভাবনা নেই ৷ কারণ, উৎপাদিত আলু তিনটি ভাগে-ভাগ হয়ে যাচ্ছে ৷ এই জেলার আলু দক্ষিণবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিহারেরও কিছু জায়গায় যাচ্ছে ৷ কিছু আলু হিমঘরে মজুত হয়ে যাচ্ছে ৷ বাকি অংশ খোলা বাজারে চলে যাচ্ছে ৷ তবে গত বছরের তুলনায় এবার আলুর উৎপাদন কিছুটা কম হতে পারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.