ETV Bharat / state

POS system in Malda Traffic Police : ট্র্যাফিক আইন ভাঙলে এবার মালদায় ডিজিটালেই দেওয়া যাবে জরিমানা - POS system starts for traffic police and general public in Malda

উত্তরবঙ্গের প্রথম পিওএস (Point of Sell) সিস্টেম চালু হল মালদায় ৷ সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি সুবিধে পাবেন পুলিশকর্মীরাও ।

POS system starts for traffic police in Malda
POS system
author img

By

Published : Apr 23, 2022, 9:05 PM IST

মালদা, 23 এপ্রিল : সময়ের সঙ্গে এগিয়ে পিওএস মেশিনের ব্যবহার শুরু হল মালদায় । সম্ভবত উত্তরবঙ্গের প্রথম জেলা হিসেবে পিওএস মেশিনের ব্যবহার করতে চলেছে মালদা জেলা ট্র্যাফিক পুলিশ । এই মেশিনের ব্যবহারে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মীদের অনেকটা সুবিধা হবে (POS system starts for traffic police and general public in Malda) ।

উল্লেখ্য, এতদিন মালদা জেলার ট্র্যাফিক পুলিশকর্মীরা আইন ভঙ্গকারীদের কম্পাউন্ড স্লিপ কেটে দিত । সেই স্লিপ নিয়ে ব্যাংকে গিয়ে নির্দিষ্ট অ্যাকাউন্টে ফাইন জমা করতে হত । হাতে লিখে কম্পাউন্ড স্লিপ কাটতে যেমন অতিরিক্ত সময় লাগত, সেরকমই ফাইন জমা দিতেও সমস্যায় পড়তে হত চালকদের । তবে এখন থেকে পিওএস (Point of Sell) মেশিন চালু হওয়ায় অনেকটাই সুবিধে হবে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মীদের । মেশিনে গাড়ির দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নথিপত্র মেশিনে দেখা যাবে । সেই মেশিনের মাধ্যমেই ডেবিট-ক্রেডিট কার্ডের পাশাপাশি ইউপিআই-এর মাধ্যমে ঘটনাস্থলেই ফাইন জমা দিতে পারবেন চালকরা ।

POS system starts for traffic police in Malda
ট্র্যাফিক আইন ভাঙ্গলে এবার মালদায় ডিজিটালেই তার সুরাহা

ডেপুটি পুলিশ সুপার (ট্র্যাফিক) বিপুল বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, ‘‘হেডকোয়ার্টার থেকে মালদা জেলার জন্য আপাতত 50 টি পিওএস মেশিন এসেছে । মেশিনগুলি বিভিন্ন থানা ও ট্রাফিক পোস্টগুলিতে ভাগ করে দেওয়া হয়েছে । ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টরদেরকে আজ হাতে-কলমে চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে । এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এই সিস্টেমের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । আগে আমাদের কম্পাউন্ড স্লিপ কাটতে হত । এখন এই সিস্টেমের মাধ্যমে ঘটনাস্থলেই আইন অমান্যকারীদের ফাইন করা হবে । তবে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মীদেরও অনেক সুবিধে হবে ।’’

ট্র্যাফিক আইন ভাঙ্গলে এবার মালদায় ডিজিটালেই তার সুরাহা

আরও পড়ুন : AAP joining Programme in Malda : লক্ষ্য পঞ্চায়েত ভোট, সদস্য বৃদ্ধিতে মালদায় এবার আপের যোগদান সভা

মালদা, 23 এপ্রিল : সময়ের সঙ্গে এগিয়ে পিওএস মেশিনের ব্যবহার শুরু হল মালদায় । সম্ভবত উত্তরবঙ্গের প্রথম জেলা হিসেবে পিওএস মেশিনের ব্যবহার করতে চলেছে মালদা জেলা ট্র্যাফিক পুলিশ । এই মেশিনের ব্যবহারে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মীদের অনেকটা সুবিধা হবে (POS system starts for traffic police and general public in Malda) ।

উল্লেখ্য, এতদিন মালদা জেলার ট্র্যাফিক পুলিশকর্মীরা আইন ভঙ্গকারীদের কম্পাউন্ড স্লিপ কেটে দিত । সেই স্লিপ নিয়ে ব্যাংকে গিয়ে নির্দিষ্ট অ্যাকাউন্টে ফাইন জমা করতে হত । হাতে লিখে কম্পাউন্ড স্লিপ কাটতে যেমন অতিরিক্ত সময় লাগত, সেরকমই ফাইন জমা দিতেও সমস্যায় পড়তে হত চালকদের । তবে এখন থেকে পিওএস (Point of Sell) মেশিন চালু হওয়ায় অনেকটাই সুবিধে হবে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মীদের । মেশিনে গাড়ির দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নথিপত্র মেশিনে দেখা যাবে । সেই মেশিনের মাধ্যমেই ডেবিট-ক্রেডিট কার্ডের পাশাপাশি ইউপিআই-এর মাধ্যমে ঘটনাস্থলেই ফাইন জমা দিতে পারবেন চালকরা ।

POS system starts for traffic police in Malda
ট্র্যাফিক আইন ভাঙ্গলে এবার মালদায় ডিজিটালেই তার সুরাহা

ডেপুটি পুলিশ সুপার (ট্র্যাফিক) বিপুল বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, ‘‘হেডকোয়ার্টার থেকে মালদা জেলার জন্য আপাতত 50 টি পিওএস মেশিন এসেছে । মেশিনগুলি বিভিন্ন থানা ও ট্রাফিক পোস্টগুলিতে ভাগ করে দেওয়া হয়েছে । ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টরদেরকে আজ হাতে-কলমে চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে । এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এই সিস্টেমের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । আগে আমাদের কম্পাউন্ড স্লিপ কাটতে হত । এখন এই সিস্টেমের মাধ্যমে ঘটনাস্থলেই আইন অমান্যকারীদের ফাইন করা হবে । তবে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মীদেরও অনেক সুবিধে হবে ।’’

ট্র্যাফিক আইন ভাঙ্গলে এবার মালদায় ডিজিটালেই তার সুরাহা

আরও পড়ুন : AAP joining Programme in Malda : লক্ষ্য পঞ্চায়েত ভোট, সদস্য বৃদ্ধিতে মালদায় এবার আপের যোগদান সভা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.