ETV Bharat / state

Policeman Died: চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পুলিশকর্মী - মর্মান্তিক দুর্ঘটনা

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া পুলিশ কর্মীর ৷ মালদা জেলা পুলিশ মহলে শোকের ছায়া ৷ প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদের জেরে অবসাদের দেরই আত্নহত্য়া করেছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 1:20 PM IST

মালদা, 13 অক্টোবর: মহালয়ার একদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা ৷ তার জেরেই মালদা জেলা পুলিশ মহলে শোকের ছায়া ৷ বৃহস্পতিবার মানসিক অবসাদের জেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশকর্মী ৷ মৃত পুলিশকর্মীর নাম অমিত কুমার মিশ্র (46) ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মালদা টাউন থানার রেল পুলিশ ৷ তবে কী কারণে ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কর্মীর বাড়ি ইংরেজবাজার থানার কাগমারি এলাকায় ৷ তিনি আগে জেলা পুলিশ লাইনে মেজরের দায়িত্বে ছিলেন ৷ সম্প্রতি তাঁকে একটি আউটপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ গতকাল রাত দু'টো নাগাদ মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করে রেল পুলিশ ৷ সকাল হতেই পুলিশকর্মীর মৃত্যুর খবর চাউর হয়ে যায় জেলা পুলিশ মহলে ৷

পুলিশের একাংশের বক্তব্য, পুজোর মুখে জেলায় পুলিশকর্মীর সংখ্যা অনেক কমে গিয়েছে ৷ ফলে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে কর্মীদের ৷ এই পরিস্থিতিতে ছুটি তো দূরের কথা, পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারছেন না তাঁরা ৷ এ নিয়ে প্রায় সকলের পরিবারে অশান্তি দেখা দিয়েছে ৷ এসবের জেরেই হয়ত অমিতবাবু মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তা থেকেও এই আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে মনে করছেন ওই পুলিশকর্মী ৷ যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন মালদা পুলিশ ৷

আরও পড়ুন: ইনসাস রাইফেল থেকে গুলি! ইভিএমের নিরাপত্তায় থাকা জওয়ানের 'আত্মহত্যা'

ওই পুলিশকর্মীর প্রতিবেশীদের একাংশের ধারণা, পারিবারিক বিবাদের জেরে অমিতবাবু এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন ৷ জেলা পুলিশেরও এক আধিকারিক জানান, কিছুক্ষণ আগেই বিষয়টি জানতে পেরেছি ৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্ত না-হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা সম্ভব নয় ৷

মালদা, 13 অক্টোবর: মহালয়ার একদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা ৷ তার জেরেই মালদা জেলা পুলিশ মহলে শোকের ছায়া ৷ বৃহস্পতিবার মানসিক অবসাদের জেরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক পুলিশকর্মী ৷ মৃত পুলিশকর্মীর নাম অমিত কুমার মিশ্র (46) ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মালদা টাউন থানার রেল পুলিশ ৷ তবে কী কারণে ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি ৷

পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশ কর্মীর বাড়ি ইংরেজবাজার থানার কাগমারি এলাকায় ৷ তিনি আগে জেলা পুলিশ লাইনে মেজরের দায়িত্বে ছিলেন ৷ সম্প্রতি তাঁকে একটি আউটপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ গতকাল রাত দু'টো নাগাদ মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করে রেল পুলিশ ৷ সকাল হতেই পুলিশকর্মীর মৃত্যুর খবর চাউর হয়ে যায় জেলা পুলিশ মহলে ৷

পুলিশের একাংশের বক্তব্য, পুজোর মুখে জেলায় পুলিশকর্মীর সংখ্যা অনেক কমে গিয়েছে ৷ ফলে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে কর্মীদের ৷ এই পরিস্থিতিতে ছুটি তো দূরের কথা, পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারছেন না তাঁরা ৷ এ নিয়ে প্রায় সকলের পরিবারে অশান্তি দেখা দিয়েছে ৷ এসবের জেরেই হয়ত অমিতবাবু মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তা থেকেও এই আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে মনে করছেন ওই পুলিশকর্মী ৷ যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন মালদা পুলিশ ৷

আরও পড়ুন: ইনসাস রাইফেল থেকে গুলি! ইভিএমের নিরাপত্তায় থাকা জওয়ানের 'আত্মহত্যা'

ওই পুলিশকর্মীর প্রতিবেশীদের একাংশের ধারণা, পারিবারিক বিবাদের জেরে অমিতবাবু এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন ৷ জেলা পুলিশেরও এক আধিকারিক জানান, কিছুক্ষণ আগেই বিষয়টি জানতে পেরেছি ৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্ত না-হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা সম্ভব নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.