ETV Bharat / state

মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 4 - Malda

মালদার কালিয়াচক ও মহদিপুর এলাকা থেকে গ্রেপ্তার চার দুষ্কৃতী । বাজেয়াপ্ত একটি দেশি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি সোনার চেন ও একটি গাড়ি ।

আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jul 28, 2019, 4:45 PM IST

Updated : Jul 28, 2019, 5:17 PM IST

মালদা, 28 জুলাই : আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি মালদার । ধৃতরা হল নাসিব শেখ, আমানাতুল্লা, জামিরুল শেখ ও হাসিউর শেখ । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি সোনার চেন ও একটি গাড়ি বাজেয়াপ্ত করে ইংরেজবাজার থানার পুলিশ ।

গত 23 জুলাই মালদা শহরের ঝলঝলিয়া ও মালঞ্চপল্লি এলাকায় ডাকাতি করে কয়েকজন দুষ্কৃতী । ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে । এরপর CC ক্যামেরা দেখে ধৃতদের শনাক্ত করে পুলিশ । গতরাতে কালিয়াচক ও মহদিপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ । ধৃত হাসিউর শেখ মহদিপুর এলাকার এবং বাকিরা কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা ।

malda
মালদায় গ্রেপ্তার চার দুষ্কৃতী

আজ ওই চার দুষ্কৃতীকে জেলা আদালতে তোলা হয় । বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

মালদা, 28 জুলাই : আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি মালদার । ধৃতরা হল নাসিব শেখ, আমানাতুল্লা, জামিরুল শেখ ও হাসিউর শেখ । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি সোনার চেন ও একটি গাড়ি বাজেয়াপ্ত করে ইংরেজবাজার থানার পুলিশ ।

গত 23 জুলাই মালদা শহরের ঝলঝলিয়া ও মালঞ্চপল্লি এলাকায় ডাকাতি করে কয়েকজন দুষ্কৃতী । ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে । এরপর CC ক্যামেরা দেখে ধৃতদের শনাক্ত করে পুলিশ । গতরাতে কালিয়াচক ও মহদিপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ । ধৃত হাসিউর শেখ মহদিপুর এলাকার এবং বাকিরা কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা ।

malda
মালদায় গ্রেপ্তার চার দুষ্কৃতী

আজ ওই চার দুষ্কৃতীকে জেলা আদালতে তোলা হয় । বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

Intro:মালদা, ২৮ জুলাইঃ গোপনসূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ গতকাল গভীর রাতে কালিয়াচক ও মহদিপুর এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের আজ জেলা আদালতে তোলা হবে৷Body:গত ২৩ জুলাই মালদা শহরের ঝলঝলিয়া ও মালঞ্চপল্লি এলাকায় ডাকাতির ঘটনায় তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ৷ সিসি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে, গতকাল রাতে বাড়ি দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ৷ ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীদের নাম নাসিব শেখ(২৩), আমানাতুল্লা খান(২০), জামিরুল শেখ(১৯) ও হাসিউর শেখ৷ হাসিউর শেখের বাড়ি ইংরেজবাজারের মহদিপুর এলাকায়। বাকিরা কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা৷ ধৃত দুষ্কৃতীদের হেপাজত থেকে এক দেশি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি সোনার চেন ও ডাকাতিতে ব্যবহৃত একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷ ধৃতদের আজ পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হবে৷Conclusion:
Last Updated : Jul 28, 2019, 5:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.