মালদা, 28 মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । উদ্ধার একটি অত্যাধুনিক পিস্তল, তাজা কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র ৷ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয় ।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তরফে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশের একটি দল লোটোরা জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী কয়েক জনকে ওই এলাকায় জমায়েত করে থাকতে দেখে হানা দেয় পুলিশ । ঘটনাস্থানে পুলিশ আসতে দেখে ওই যুবকরা পালানোর চেষ্টা করে ৷ কিন্তু পুলিশের পাতা জালে জড়িয়ে পড়ে তারা ৷ তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পিস্তল, দুই রাউন্ড তাজা কার্তুজ সহ বেশ কিছু ধারালো অস্ত্র । গ্রেফতার করা হয় ওই যুবকদের । ধৃতদের নাম আনারুল হক, মহবুল হক, আরজাউল হক, আকমল শেখ ও আমিরুল ।
আরও পড়ুন: ভোটের আগে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য বারুইপুরে
আনারুল, মহবুল ও আরজাউল চাঁচলের জানিপুর, বলরামপুর ও রামপুরের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হড়কাবাথানে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত করেছিল । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানতে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় ৷