ETV Bharat / state

সাধারণতন্ত্র দিবসের আগে মালদায় বিশেষ নজরদারি, সতর্ক BSF - প্রজাতন্ত্র দিবসে নাকা চেকিং

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "সাধারণতন্ত্র দিবসের আগে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, সহ বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হয়েছে ৷ জেলায় ঢোকার সমস্ত রাস্তায় নাকা চেকিং চলছে ৷ "

Police checking before republic day in Malda
প্রজাতন্ত্র দিবসের আগে মালদার রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে
author img

By

Published : Jan 25, 2020, 8:33 PM IST

মালদা, 25 জানুয়ারি : কাল সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে বিশেষ নজরদারি চলছে মালদা জেলায় ৷ শহরে ঢোকার সব রাস্তায় চলছে নাকা চেকিং ৷

আজ মালদা ও পুরাতন মালদার রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল এবং বিভিন্ন কম্পানির তেল ও গ্যাসের ডিপোগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে ৷ মালদার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে বম্ব স্কয়্যাড, স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে বিভিন্ন জায়গায় নজরদারি চলছে ৷ এই অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের IC অমলেন্দু বিশ্বাস ৷

অন্যদিকে, পুরাতন মালদায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মালদা কোর্ট স্টেশন সহ বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালানো হয় ৷ এই অভিযানের নেতৃত্ব দেন মালদা থানার IC শান্তিনাথ পাঁজা । মালদা টাউন স্টেশন, কোর্ট স্টেশন চত্বর সহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপো, LPG বটলিং প্ল্যান্ট, বিভিন্ন শপিং মল সহ কয়েকটি বাজারেও নজরদারি চালায় পুলিশ ।

Police checking before republic day in Malda
মালদা স্টেশনে পুলিশের নজরদারি ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "সাধারণতন্ত্র দিবসের আগে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, সহ বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হয়েছে ৷ জেলায় ঢোকার সমস্ত রাস্তায় নাকা চেকিং চলছে ৷ "

BSF - এর তরফে কয়েক দিন ধরে জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ গত বুধবার হবিবপুরের ভারত-বাংলা সীমান্তে BSF - এর গুলিতে মৃত্যু হয়েছে তিন পাচারকারীর ৷ প্রজাতন্ত্র দিবসের আগে যাতে জেলায় কোনও জঙ্গি হামলা না হয় তার জন্য সতর্ক রয়েছে পুলিশও ৷

মালদা, 25 জানুয়ারি : কাল সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে বিশেষ নজরদারি চলছে মালদা জেলায় ৷ শহরে ঢোকার সব রাস্তায় চলছে নাকা চেকিং ৷

আজ মালদা ও পুরাতন মালদার রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল এবং বিভিন্ন কম্পানির তেল ও গ্যাসের ডিপোগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে ৷ মালদার অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে বম্ব স্কয়্যাড, স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে বিভিন্ন জায়গায় নজরদারি চলছে ৷ এই অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের IC অমলেন্দু বিশ্বাস ৷

অন্যদিকে, পুরাতন মালদায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মালদা কোর্ট স্টেশন সহ বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালানো হয় ৷ এই অভিযানের নেতৃত্ব দেন মালদা থানার IC শান্তিনাথ পাঁজা । মালদা টাউন স্টেশন, কোর্ট স্টেশন চত্বর সহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপো, LPG বটলিং প্ল্যান্ট, বিভিন্ন শপিং মল সহ কয়েকটি বাজারেও নজরদারি চালায় পুলিশ ।

Police checking before republic day in Malda
মালদা স্টেশনে পুলিশের নজরদারি ।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "সাধারণতন্ত্র দিবসের আগে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, সহ বিভিন্ন বাজারে নজরদারি বাড়ানো হয়েছে ৷ জেলায় ঢোকার সমস্ত রাস্তায় নাকা চেকিং চলছে ৷ "

BSF - এর তরফে কয়েক দিন ধরে জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ গত বুধবার হবিবপুরের ভারত-বাংলা সীমান্তে BSF - এর গুলিতে মৃত্যু হয়েছে তিন পাচারকারীর ৷ প্রজাতন্ত্র দিবসের আগে যাতে জেলায় কোনও জঙ্গি হামলা না হয় তার জন্য সতর্ক রয়েছে পুলিশও ৷

Intro:মালদা, ২৫ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা৷ বিএসএফ কর্তৃপক্ষ কয়েকদিন আগে থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে৷ ফলস্বরূপ গত বুধবার হবিবপুরের ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে তিন পাচারকারীর৷ প্রজাতন্ত্র দিবসের আগে যাতে কোনো তথাকথিত জঙ্গি বাহিনী জেলায় কোনো হামলা চালাতে না পারে তার জন্য সতর্ক রয়েছে পুলিশও৷ শহরে প্রবেশের সমস্ত রাস্তায় চলছে নাকা চেকিং।Body:শনিবার মালদা ও পুরাতন মালদার রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল সহ বিভিন্ন তেল ও গ্যাসের ডিপোগুলিতে তল্লাশি চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকারের নেতৃত্বে ইংরেজবাজারের আইসি অমলেন্দু বিশ্বাস সহ বম্ব স্কোয়াড স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে মালদা টাউন স্টেশন, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। অন্যদিকে, পুরাতন মালদায় অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকারের নেতৃত্বে মালদা কোর্ট স্টেশন সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিলেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশকর্মীরা। মালদা টাউন স্টেশন ও কোর্ট স্টেশন চত্বর সহ, স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিপো, রান্নার গ্যাস বটলিং প্ল্যান্ট, বিভিন্ন শপিং মল সহ কয়েকটি বাজার পরিদর্শন করে৷ প্রতিটি জায়গা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়৷Conclusion:পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, “আগামীকাল প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আগে পুলিশের পক্ষ থেকে সতকর্তা অবলম্বন করা হয়। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শপিং মল, বিভিন্ন বাজার সহ অন্যান্য জায়গায় তল্লাশি চালানো হয়। শুধু তাই নয় জেলায় প্রবেশের সমস্ত রাস্তায় নাকা চেকিং করা হচ্ছে। আগামীকাল যেন কোনোভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেই এই অভিযান।”
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.