ETV Bharat / state

বাড়ি থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার যুবক - উদ্ধার অস্ত্র

বাড়িতেই উদ্ধার পাইপ গান, কার্তুজ ধারাল অস্ত্র ৷ গ্রেফতার যুবক ৷ ধৃত লক্ষ্মীকান্ত মণ্ডল মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বেদরাবাদের ধুলৌরির বাসিন্দা ৷

wb_mld_02_arrested_with_arms_wb10016
বাড়িতে উদ্ধার অস্ত্র, গ্রেফতার যুবক
author img

By

Published : Feb 27, 2021, 7:33 PM IST

মালদা, 27 ফেব্রুয়ারি : পাইপ গান, কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের নাম লক্ষ্মীকান্ত মণ্ডল ৷ বয়স 24 বছর ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত লক্ষ্মীকান্ত মণ্ডল বেদরাবাদের ধুলৌরি এলাকার বাসিন্দা ৷ তাঁর বাড়িতে অস্ত্র লুকোনো রয়েছে বলে খবর পায় পুলিশ ৷ সেই মোতাবেক চালানো হয় অভিযান ৷ লক্ষ্মীকান্ত মণ্ডলের বাড়িতে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ।

আরও খবর: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার চার ছিনতাইকারী

লক্ষ্মীকান্তের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বহু অস্ত্রশস্ত্র ৷ বাড়ির সান শেড থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপগান, একটি কার্তুজ, একটি করে হাঁসুয়া ও ভোজালি এবং 21টি তির ৷ এরপরই গ্রেফতার করা হয় লক্ষ্মীকান্তকে ৷ রুজু হয়েছে মামলা ৷

মালদা, 27 ফেব্রুয়ারি : পাইপ গান, কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের নাম লক্ষ্মীকান্ত মণ্ডল ৷ বয়স 24 বছর ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত লক্ষ্মীকান্ত মণ্ডল বেদরাবাদের ধুলৌরি এলাকার বাসিন্দা ৷ তাঁর বাড়িতে অস্ত্র লুকোনো রয়েছে বলে খবর পায় পুলিশ ৷ সেই মোতাবেক চালানো হয় অভিযান ৷ লক্ষ্মীকান্ত মণ্ডলের বাড়িতে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ।

আরও খবর: আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার চার ছিনতাইকারী

লক্ষ্মীকান্তের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বহু অস্ত্রশস্ত্র ৷ বাড়ির সান শেড থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপগান, একটি কার্তুজ, একটি করে হাঁসুয়া ও ভোজালি এবং 21টি তির ৷ এরপরই গ্রেফতার করা হয় লক্ষ্মীকান্তকে ৷ রুজু হয়েছে মামলা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.