মালদা, 26 অক্টোবর : মহানন্দা নদী থেকে উদ্ধার এক কিশোরীর মৃতদেহ ৷ নাম ঝিলিক বসাক ৷ আজ সকালে মালদার উত্তর বালুচর এলাকার ঘটনা ৷ ওই কিশোরীর পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাকে ৷ মৃতার পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন পৌরসভার বিদায়ী কাউন্সিলর ও বর্তমান কো-অর্ডিনেটর ৷
সাত বছরের ঝিলিক মানসিক ভারসাম্যহীন ৷ তবুও তাকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলে ভরতি করা হয়েছিল ৷ তার বাবা নয়ন বসাক পেশায় শ্রমিক ৷ তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে ঝিলিকই বড় ছিল ৷ অষ্টমী থেকেই নিখোঁজ ছিল সে ৷ পরিবারের এক আত্মীয় ডলি সিংহ বলেন, " সপ্তমীর দিল খেলতে খেলতে ঝিলিক এলাকারই একটি বাচ্চাকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে ৷ সেই ঢিলে বাচ্চাটির মাথা একটু কেটে গিয়েছিল ৷ এনিয়ে ওই বাচ্চার বাড়ির লোকজন ঝিলিককে প্রচুর গালাগালি করে ৷ তারা বলে, এই মেয়েকে তারা বালুচর থেকে তাড়িয়ে দেবে ৷ পরদিন থেকেই ঝিলিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ গতকাল সন্ধে 6 টা নাগাদ ঝিলিককে ব্রিজ দিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল একটি ছেলে ৷ এলাকার লোকজন সেটা দেখেছে ৷ এরপর আজ সকালে মহানন্দায় ঝিলিকের মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় ৷ ঝিলিক দুর্ঘটনায় মারা যায়নি ৷ পুলিশকে তদন্ত করতে হবে ৷ "
খবর পেয়ে সকালেই নদীর ঘাটে যান পাশের 12 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর প্রসেনজিৎ দাস ৷ তিনি বলেন, " অত্যন্ত গরিব পরিবারের মেয়েটি ৷ দু’দিন ধরে নিখোঁজ ছিল৷ ইংরেজবাজার থানায় নিখোঁজের অভিযোগও করা হয়েছিল ৷ আজ সকালে নদী থেকে তার মৃতদেহ পাওয়া গেছে৷ পরিবারের সঙ্গে আমিও চাই, যথাযথ তদন্ত করে পুলিশ এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করুক ৷ "