মালদা, 21 জুন : কোথাও বাবার টাকা হাতাতে খুন, তো কোথাও অপহরণের নাটক ৷ আরও এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল মালদা ৷ বাবার কাছ থেকে সাত লক্ষ টাকা হাতাতে নিজেকে অপহরণের নাটক করে বছর পঁয়তাল্লিশের গুণধর ছেলে ৷ যদিও তার উদ্দেশ্য সফল হয়নি ৷ স্ত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েই তাকে খুঁজে বের করে গ্রেফতার করেছে পুলিশ ৷ সোমবার পেশ করা হয়েছে জেলা আদালতেও ৷
নাটকের কুশীলব পুখুরিয়া থানার চৌদুয়ার গ্রামের বাসিন্দা নুরুল শেখ ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বাড়ির লোককে কাজ আছে বলে সে মালদা শহরে এসেছিল ৷ সেদিন রাতে তার বাবা নইমুদ্দিন শেখের মোবাইলে একটি ফোন যায় ৷ বলা হয়, নুরুলকে অপহরণ করা হয়েছে ৷ মুক্তিপণ বাবদ সাত লক্ষ টাকা দিতে হবে ৷ এনিয়ে শোরগোল পড়ে যায় বাড়িতে ৷ একমাত্র ছেলের অপহরণের খবরে ভেঙে পড়েন নইমুদ্দিন সাহেবও ৷ পরদিনই নুরুলের স্ত্রী শেফালি বিবি ইংরেজবাজার থানার অধীনস্থ রথবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ৷ এরপরই পুলিশ নুরুলের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে ৷ অবশেষে রবিবার বিকেলে গাজোলের মারিয়াকুর এলাকার একটি আমবাগান থেকে নুরুলকে আটক করে পুলিশ ৷ সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গে বহাল তবিয়তে ছিল সে ৷
পুলিশ জানায়, নুরুল গ্রামের একটি অর্থনৈতিক সমিতির সঙ্গে যুক্ত ৷ মাস চারেক আগে সমিতির প্রায় সাত লক্ষ টাকা সে কয়েকজনকে ঋণ দেয় ৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ওই ব্যক্তিরা ঋণ শোধ করছিলেন না ৷ এনিয়ে সমিতির অন্য সদস্যরা নুরুলকে চাপ দিচ্ছিলেন ৷ শেষ পর্যন্ত নুরুল ঠিক করে, সে নিজেই সমিতির টাকা শোধ করবে ৷ সে তার বাবাকে বিঘা পাঁচেক পৈত্রিক আমবাগান তার নামে লিখে দেওয়ার জন্য বলে ৷ কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি নইমুদ্দিন শেখ ৷ বাবার কাছ থেকে টাকা আদায়ের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ায় নুরুল নিজেকেই অপহরণ করার ছক কষে ৷ সেই ছক মতোই মঙ্গলবার মালদা শহরে এসেছিল সে ৷ ফোনের মুখে কাপড় রেখে নিজেই সে বাড়িতে ফোন করে জানায়, তাকে মালদা শহরের সুকান্ত মোড় থেকে অপহরণ করা হয়েছে ৷
এদিন আদালতে যাওয়ার পথে নুরুল স্বীকার করে নেয়, সে নিজেই এই নাটকের ছক কষেছিল ৷ সে বলে, "সমিতি থেকে টাকা ধার দিয়েছিলাম ৷ প্রায় সাত লক্ষ টাকা ৷ সেই টাকা শোধ করার জন্য চাপ আসছিল ৷ তাই বাবার কাছ থেকে সাত লক্ষ টাকা আদায় করতে এই নাটক করি ৷ পুলিশ আমাকে গাজোল থেকে ধরে নিয়ে আসে ৷ তবে আমি লুকিয়ে ছিলাম না ৷"
আরও পড়ুন : কালিয়াচকের পর খুন বামনগোলায়, যুবকের গলা কাটা দেহ উদ্ধার