মালদা, 8 এপ্রিল: প্রায় বিশ গ্রামের মানুষের ভরসার রাস্তার সংস্কার হয়নি দীর্ঘদিন ৷ সেই রাস্তার বেহাল দশায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের (people to boycott panchayat vote) ৷ রাস্তায় থাকা কালভার্টের কংক্রিটের ঢালাই ভেঙে বেরিয়ে এসেছে লোহার খাঁচা । প্রাণ হাতে করেই মানুষকে যাতায়াত করতে হচ্ছে । প্রশাসনকে বিষয়টি বারবার জানানো হয়েছে । কাজ হয়নি । তাই রাস্তা আর কালভার্ট সংস্কার না হলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের পথে হাঁটবেন বলে হুমকি দিয়েছেন মালদার (Malda road problem) চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের মহিষামারি গ্রামের মানুষ । রাস্তা শিগগিরই সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এলাকার তৃণমূল বিধায়ক ।
মহিষামারি গ্রামের (Broken road at Malda) উপর দিয়ে যাওয়া রাস্তাটি শুধু ওই গ্রামের বাসিন্দারাই নন, ব্যবহার করেন নয়াটুলি, বসন্তপুর, রাজাপুর-সহ প্রায় 20টি গ্রামের মানুষ । এই রাস্তার উপরে রয়েছে ভগ্নপ্রায় কালভার্ট । দিনের আলোয় কোনওভাবে কালভার্ট পেরোনো গেলেও রাতে গ্রামবাসীদের জীবনের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় । এ নিয়ে শাসকদল শুধু নয়, ক্ষোভ জমছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও । এলাকার বাসিন্দা মহবুল হোসেন বলছেন, “মমতাদিদিকে দেখে আমরা এবার ভোট দিয়েছি । এই পার্টি যদি আমাদের এলাকায় কাজ না করে তবে আমাদের বাধ্যতামূলক ভাবে অন্য পার্টিকে বেছে নিতে হবে ।”
আরও পড়ুন: কাঁচা রাস্তায় ভাঙছে বিয়ে, বাধা উচ্চশিক্ষায়; মালদায় বিক্ষোভ গ্রামবাসীদের
মহিষামারির বাসিন্দা মফিজ আহমেদ বললেন, “আগের পঞ্চায়েতের আমলে রাস্তাটার মেরামতি হয়েছিল । মানুষ অন্তত চলতে পারছিল । কিন্তু প্রায় চার বছর ধরে রাস্তার কোনও কাজই হয়নি । এই রাস্তা দিয়ে চলাচলই করা যায় না । এর থেকেও খারাপ অবস্থা পঞ্চায়েত যাওয়ার রাস্তার । বিধায়কের তো দেখাই পাওয়া যায় না । ভোট নিয়ে তিনি উধাও হয়ে গিয়েছেন । তাই আমরা ঠিক করেছি, রাস্তা আর কালভার্ট সংস্কার না হলে এ বার দু’তিনটি বুথ মিলিয়ে পঞ্চায়েত ভোট বয়কট করব । ভোট প্রচারে এলাকায় কোনও নেতাকেও ঢুকতে দেব না ।”
রাস্তা আর কালভার্টের বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ । তিনি বলেন, “রাস্তাটার অবস্থা সত্যিই খুব খারাপ । ভোট প্রচারে গিয়ে নিজে রাস্তার পরিস্থিতি দেখেছি । সেই সময় মানুষ আমার কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন । রাস্তাটি সংস্কারের জন্য আমি যেখানে যা বলার বলেছি । আশা করি বর্ষার আগেই গ্রামবাসীরা তাঁদের রাস্তা পেয়ে যাবেন ।”
আরও পড়ুন: চাঁদা তুলে রাস্তা তৈরি করছেন গ্রামবাসী, টাকার অভাবে থমকে কাজ