ETV Bharat / state

সংক্রমণের রাশ টানতে বামনগোলায় আংশিক লকডাউন ব্যবসায়ীদের - corona update in malda

কোরোনা সংক্রমণ রুখতে বামনগোলায় আংশিক লকডাউন ঘোষণা করল ব্যবসায়ীরা । পাকুয়াহাট এলাকায় 7 দিন ধরে চলবে লকডাউন ।

Partial lockdown at Bamangola
বামনগোলায় আংশিক লকডাউন
author img

By

Published : Aug 6, 2020, 5:35 PM IST

মালদা, 6 অগাস্ট : কোরোনা সংক্রমণের জেরে 7 দিনের জন্য বন্ধ হল বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার সমস্ত বাজার ও দোকানপাট ৷ এলাকাবাসীর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ৷ গত 24 ঘণ্টায় জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৷ নতুন করে সংক্রমিত হয়েছে 51 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 2612 ৷ সংক্রমণ বৃদ্ধিতে চিন্তিত জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ।

জানা গেছে, বামনগোলা ব্লকে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমিতের সংখ্যা 52 ৷ এর মধ্যে 27 জন পাকুয়াহাট এলাকার বাসিন্দা ৷ ওই এলাকায় এক বছরের শিশুও কোরোনা সংক্রমিত হয়েছে ৷ আক্রান্তের তালিকায় রয়েছে সমাজের বিভিন্ন স্তর ও বয়সের মানুষ ৷ কোরোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়াতে ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে । আতঙ্কিত স্থানীয়রা ।

আংশিক লকডাউনের বিষয়ে পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিমাই সিংহ বলেন, “প্রথমদিকে এই ব্লকে সংক্রমণ না ছড়ালেও এখন ছবিটা একেবারে আলাদা ৷ প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা বাড়ছে ৷ গতকাল শুধুমাত্র পাকুয়াহাটে 11 জন সংক্রমিতের সন্ধান মিলেছে ৷ সম্প্রতি বালুরঘাট কোভিড হাসপাতালে এই ব্লকের 1 বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ মৃতের পরিবারের প্রায় সবাই কোরোনা সংক্রমিত হয়েছে ৷ সংক্রমণের রাশ টানতে রাজ্য সরকার চলতি মাসের কয়েকদিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে ৷ সেই অনুযায়ী এখানেও লকডাউন চলছে ৷ কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকুয়াহাটে 7 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন পালন করার সিদ্ধান্ত নিয়েছি ৷ আজ থেকে শুরু হয়েছে কড়া লকডাউন ৷ এই সাতদিন এলাকার কোনও বাজার ঘাট কিংবা দোকানপাট খুলবে না ৷ পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা এনিয়ে সিদ্ধান্ত নেব ৷”

এদিকে জেলায় কোরোনার বাড়বাড়ন্ত অব্যাহত ৷ এর মধ্যে শুধুমাত্র মালদা শহরে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে 614 জন ৷ তবে 24 ঘণ্টার মধ্যে নতুন করে কারোর মৃত্যুর খবর নেই ৷ সংক্রমণের গতিতে রাশ টানতে মালদা শহরে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে ৷ আজও ইংরেজবাজার পৌরসভার কয়েকটি ওয়ার্ডে লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানান হয়েছে, আগামীতে জেলা জুড়ে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করার চিন্তাভাবনা চলছে ৷ কারণ, কোরোনা সংক্রমণে রাশ টানতে এছাড়া আর কোনও গতি নেই৷

মালদা, 6 অগাস্ট : কোরোনা সংক্রমণের জেরে 7 দিনের জন্য বন্ধ হল বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার সমস্ত বাজার ও দোকানপাট ৷ এলাকাবাসীর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ৷ গত 24 ঘণ্টায় জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৷ নতুন করে সংক্রমিত হয়েছে 51 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা 2612 ৷ সংক্রমণ বৃদ্ধিতে চিন্তিত জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ।

জানা গেছে, বামনগোলা ব্লকে এখনও পর্যন্ত কোরোনা সংক্রমিতের সংখ্যা 52 ৷ এর মধ্যে 27 জন পাকুয়াহাট এলাকার বাসিন্দা ৷ ওই এলাকায় এক বছরের শিশুও কোরোনা সংক্রমিত হয়েছে ৷ আক্রান্তের তালিকায় রয়েছে সমাজের বিভিন্ন স্তর ও বয়সের মানুষ ৷ কোরোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়াতে ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে । আতঙ্কিত স্থানীয়রা ।

আংশিক লকডাউনের বিষয়ে পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিমাই সিংহ বলেন, “প্রথমদিকে এই ব্লকে সংক্রমণ না ছড়ালেও এখন ছবিটা একেবারে আলাদা ৷ প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা বাড়ছে ৷ গতকাল শুধুমাত্র পাকুয়াহাটে 11 জন সংক্রমিতের সন্ধান মিলেছে ৷ সম্প্রতি বালুরঘাট কোভিড হাসপাতালে এই ব্লকের 1 বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ মৃতের পরিবারের প্রায় সবাই কোরোনা সংক্রমিত হয়েছে ৷ সংক্রমণের রাশ টানতে রাজ্য সরকার চলতি মাসের কয়েকদিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে ৷ সেই অনুযায়ী এখানেও লকডাউন চলছে ৷ কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকুয়াহাটে 7 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন পালন করার সিদ্ধান্ত নিয়েছি ৷ আজ থেকে শুরু হয়েছে কড়া লকডাউন ৷ এই সাতদিন এলাকার কোনও বাজার ঘাট কিংবা দোকানপাট খুলবে না ৷ পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা এনিয়ে সিদ্ধান্ত নেব ৷”

এদিকে জেলায় কোরোনার বাড়বাড়ন্ত অব্যাহত ৷ এর মধ্যে শুধুমাত্র মালদা শহরে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে 614 জন ৷ তবে 24 ঘণ্টার মধ্যে নতুন করে কারোর মৃত্যুর খবর নেই ৷ সংক্রমণের গতিতে রাশ টানতে মালদা শহরে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে ৷ আজও ইংরেজবাজার পৌরসভার কয়েকটি ওয়ার্ডে লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানান হয়েছে, আগামীতে জেলা জুড়ে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করার চিন্তাভাবনা চলছে ৷ কারণ, কোরোনা সংক্রমণে রাশ টানতে এছাড়া আর কোনও গতি নেই৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.