মালদা, 16 অগাস্ট : কোরোনা আবহের মধ্যেই উদ্বোধন করা হল শিশু উদ্যানের । উদ্বোধনের দিনই সামাজিক দূরত্ব অমান্য করে আনন্দে মাতোয়ারা শিশু-কিশোরা । এদিকে, ঘটনার পর থেকে জেলাজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ।
রাজ্যের পাশাপাশি মালদায়ও বেড়ে চলেছে কোরোনা সংক্রমিতের সংখ্যা । গত 48 ঘণ্টায় জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন 138 জন । মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3 হাজার 476 । দিনের পর দিন সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে টানা লকডাউনের দাবি উঠছে । এরই মধ্যেই স্বাধীনতা দিবসের দিন উদ্বোধন করা হল উদ্যানটির । গতকাল বিকেলে উদ্যানটির উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ । সঙ্গে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব । বিকেল থেকেই পার্কটির উদ্বোধনকে কেন্দ্র করে ভিড় ছিল লক্ষ্যনীয় । তবে পার্কটিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই শিশু-কিশোরদের মাস্ক তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে । কিন্তু মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব উপেক্ষা করেই আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল ছোটোদের ।
এদিকে, এই ঘটনার পর থেকে পৌরসভার এই পদক্ষেপকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে জেলাজুড়ে । যেখানে দিনের পর দিন জেলায় কোরোনার সংক্রমণ বেড়েই চলেছে, সেই পরিস্থিতিতে শিশু উদ্যান উদ্বোধন কি জরুরি ছিল? সংক্রমণ রুখতে রাজ্য সরকার সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে, তবু দিনের পর দিন বেড়ে চলেছে সংক্রমণ । এই পরিস্থিতিতে কেন শিশু উদ্যানের উদবোধন করা হল? এমনই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে।