মালদা, 25 অগাস্ট : নাবালিকা মেয়ে আত্মঘাতী হয়েছে 16 দিন আগে ৷ মৃত্যুর আগে সুইসাইড নোটে এই ঘটনার জন্য তার প্রেমিককে দায়ি করে ৷ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেনি ৷ তাই মৃত মেয়ের প্রেমিকের গ্রেপ্তারি ও শাস্তির দাবিতে চাঁচোল থানায় ধরনা দিলেন মা-বাবা ৷ দেখা করেন থানার IC-র সঙ্গে ৷ তাঁদের সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারা । নাবালিকার মা জানান, "পুলিশ দ্রুত ওই যুবককে গ্রেপ্তার না করলে এরপর থানা ঘেরাও কিংবা পথ অবরোধ করতে বাধ্য হব ৷" যদিও চাঁচোল থানার IC জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷
মৃত নাবালিকার নাম মাম্পি ঘোষ ৷ বয়স 16 বছর ৷ বাবা মংলু ঘোষ সবজি বিক্রেতা ৷ মা পারুল ঘোষ একটি নার্সিংহোমের কর্মী ৷ মাম্পি তাঁদের একমাত্র মেয়ে ছিল । স্থানীয় রানি দাক্ষায়িনী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত ৷ মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত 7 অগাস্ট সে এক আত্মীয়ের বাড়িতে যায় ৷ সেখানেই দু’দিন ছিল ৷ 9 তারিখ সকালে সে বাড়ি ফিরে আসে ৷ দুপুরে বাড়িতে কেউ ছিল না ৷ সেই সময় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাম্পি ৷ এলাকার এক কিশোর ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায় । সে স্থানীয়দের খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় চাঁচোল থানার পুলিশ ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট ৷ মায়ের উদ্দেশে লেখা চিঠিতে আত্মহননের জন্য প্রেমিক বিশ্বজিৎ মণ্ডলকে দায়ি করে মাম্পি ৷ পুলিশ সূত্রে খবর, বিশ্বজিতের বাড়ি স্থানীয় চণ্ডীতলা এলাকায় ৷ এই ঘটনার পর 16 দিন পেরিয়ে গেলেও চাঁচোল থানার পুলিশ অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করচতে পারেনি ৷ এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমছে ঘোষপাড়ার বাসিন্দাদের মধ্যে ৷ সোমবার মেয়ের ছবি হাতে নিয়ে থানায় যান মংলুবাবু ও পারুলদেবী ৷ সঙ্গে ছিলেন তাঁদের প্রতিবেশীরা ৷ তাঁরা চাঁচোল থানার IC-র সঙ্গে দেখা করে বিশ্বজিতকে দ্রুত গ্রেপ্তারির দাবি জানান ৷ পারুলদেবী বলেন, “আজও IC আমাদের বললেন, আপনারা ধৈর্য ধরুন ৷ কিন্তু ঘটনার 16 দিন পার গেল ৷ আর কত ধৈর্য ধরা যায় ? পুলিশই আমাদের কাছে বিশ্বজিতের সন্ধান চাইছে ৷ পুলিশ যদি ওকে ধরতে না পারে তবে আমরা থানা ঘেরাও কিংবা পথ অবরোধ করতে বাধ্য হব ৷” একই বক্তব্য ঘোষপাড়া এলাকার বাসিন্দাদেরও ৷ তাঁরা বলেন, এই ঘটনায় পুলিশের ভূমিকা কিছুতেই মেনে নেওয়া যায় না ৷
স্থানীয়দের অভিযোগ, ঘটনার দিন অভিযুক্ত বিশ্বজিৎ এলাকার এক কিশোরকে ফোন করে বলে, ওইদিন মাম্পির আত্মহত্যার কথা রয়েছে ৷ সে আত্মহত্যা করেছে কিনা তা দেখে সে যেন তাকে খবর দেয় ৷ ওই কিশোর মাম্পিদের বাড়ি গিয়ে তার নাম ধরে ডাকাডাকি করে ৷ কোনও সাড়া না পেয়ে সে জানালা দিয়ে দেখে মাম্পি আত্মহত্যা করেছে ৷ তার কাছ থেকে খবর পেয়েই এলাকার লোকজন মৃতের বাড়িতে ছুটে যায় ৷ এদিকে চাঁচোল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, “ঘটনার পর থেকেই আমরা অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ একাধিকবার তার বাড়িতে হানা দেওয়া হয়েছে ৷ কিন্তু ঘটনার পর থেকে এলাকায় আর তাকে দেখতে পাওয়া যায়নি ৷ তবে তাকে আমরা গ্রেপ্তার করবই ৷”