ETV Bharat / state

TMC Inner Clash: পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঝাঁটা হাতে তাড়া মহিলাদের, কাটমানি নেওয়ার অভিযোগ ব্লক সভাপতির - Malda TMC Inner Clash

মালদার ইংরেজবাজার তৃণমূলে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল (English Bazar TMC in Malda)৷ পঞ্চায়েত সদস্যার স্বামী ও ব্লক সভাপতি দুষলেন একে অপরকে ৷

Etv Bharat
ঝাঁটা হাতে দাঁড়িয়ে মহিলারা
author img

By

Published : Feb 27, 2023, 8:27 PM IST

মালদায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সদস্য ও ব্লক সভাপতি দুষলেন একে অপরকে

মালদা, 27 ফেব্রুয়ারি: তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঘিরে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের । এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ঘটনাটি মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকার (Malda News)। ভাইরাল হওয়া এই ভিডিয়োকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । পঞ্চায়েত সদস্যের স্বামী ও ব্লক তৃণমূল সভাপতি এই নিয়ে একে অপরকে তোপ দেগেছেন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব (Malda TMC Inner Clash)।

গত পঞ্চায়েত নির্বাচনে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যের পদে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন নায়না বিবি । পরে তিনি তৃণমূলে যোগদান করেন । নায়না বিবির হয়ে দলীয় সমস্ত কাজকর্ম সামলান তাঁর স্বামী নেজাম মোমিন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মোমিনপাড়া এলাকায় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর কিছু কার্যক্রম ছিল । সেই কার্যক্রমের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায় গ্রামের কিছু মহিলা হাতে ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

এই প্রসঙ্গে ইংরেজবাজার ব্লক তৃণমূলের এগজিকিউটিভ মেম্বার জিয়াউল মোমিন দাবি করেন, "স্থানীয় মহিলারা পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঝাঁটা নিয়ে তাড়া করেছে । কারণ, গত পাঁচ বছরে পঞ্চায়েত সদস্য কোনও কাজ করেননি । অন্যান্য সংসদে কাজ হলেও এখানে কোনও কাজ হয়নি । শৌচালয় ও বাড়ি করার নামে পঞ্চায়েত সদস্যের স্বামী সাধারণ মানুষের থেকে টাকা তুলেছেন । উনি দাবি করছেন, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংহ কোনও কাজ করেননি । মোমিন পাড়ার যে কোনও পরিষেবার জন্য প্রতিভা দিদিকে বলা হয়েছে উনি আমাদের সাহায্য করেছেন । পঞ্চায়েত সদস্যকে সাধারণ মানুষ জিতিয়েছিল । কিন্তু উনি মানুষের সঙ্গে গদ্দারি করেছেন । উনি বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন ।"

আরও পড়ুন : জীবিতদের দাগানো হল মৃত হিসেবে, গোপালগঞ্জে ভোটার তালিকায় বাদ বহু নাম

অভিযুক্ত পঞ্চায়েত সদস্য নায়না বিবির স্বামী নেজাম মোমিনের বক্তব্য, "জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ আমাকে কোনওরকম গুরুত্ব দেন না । পাঁচ বছরে জেলা পরিষদ থেকে এখানে কোনও কাজ করা হয়নি । সেই কারণে এলাকাবাসীরা ওনার উপর ক্ষিপ্ত হয়ে আছে । ওনারা বিধানসভা নির্বাচনে এখানে সিপিএমের হয়ে ভোট করিয়েছেন । জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহের এলাকায় আসার কথা শুনেই তাঁকে ঢুকতে না দেওয়ার জন্য লোকজন ঝাঁটা হাতে দাঁড়িয়েছিল । আমাকে ঝাঁটা নিয়ে কেউ তাড়া করেনি ।"

যদিও ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহ ফোনে বলেন, "রবিবার মোমিনপাড়ার বাসিন্দারা পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঘিরে ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বলে শুনেছি । উনি বলে বেড়াচ্ছেন আমি কোনও কাজ করিনি । আমি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 12 কোটি টাকার কাজ করেছি । তার সমস্ত তথ্য আমি দিতে পারব । এলাকার রাস্তাঘাট, লাইটের যথেষ্ট কাজ হয়েছে । যে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে শুনতে পাচ্ছি, সেই এলাকা অর্থাৎ মোমিনপাড়াতেও জলের ট্যাঙ্কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । ভোটের আগেই সেই কাজও হয়ে যাবে । পঞ্চায়েত প্রধানের স্বামী আমার নামে ভুলভাল অভিযোগ করছেন । উনি নিজেই এলাকার লোকজনের খোঁজ রাখেন না । আমার কাছে খবর আছে, আবাস যোজনার নামে উনি টাকা তুলেছেন । ওই এলাকায় উনি দলবাজি করার চেষ্টা করছেন । উনি এখনও ঝাঁটা দেখানোর বিষয়ে আমাকে কিছু জানাননি । বিষয়টি নিয়ে যেখানে যা জানানোর আমি তা জানিয়েছি ।"

আরও পড়ুন : ভালো রাস্তা ফের সংস্কারের অভিযোগ মালদায়, পঞ্চায়েত ভোটের আগে তরজায় শাসক ও বিরোধী শিবির

মালদায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত সদস্য ও ব্লক সভাপতি দুষলেন একে অপরকে

মালদা, 27 ফেব্রুয়ারি: তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঘিরে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের । এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ঘটনাটি মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকার (Malda News)। ভাইরাল হওয়া এই ভিডিয়োকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । পঞ্চায়েত সদস্যের স্বামী ও ব্লক তৃণমূল সভাপতি এই নিয়ে একে অপরকে তোপ দেগেছেন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব (Malda TMC Inner Clash)।

গত পঞ্চায়েত নির্বাচনে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যের পদে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন নায়না বিবি । পরে তিনি তৃণমূলে যোগদান করেন । নায়না বিবির হয়ে দলীয় সমস্ত কাজকর্ম সামলান তাঁর স্বামী নেজাম মোমিন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মোমিনপাড়া এলাকায় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর কিছু কার্যক্রম ছিল । সেই কার্যক্রমের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায় গ্রামের কিছু মহিলা হাতে ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

এই প্রসঙ্গে ইংরেজবাজার ব্লক তৃণমূলের এগজিকিউটিভ মেম্বার জিয়াউল মোমিন দাবি করেন, "স্থানীয় মহিলারা পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঝাঁটা নিয়ে তাড়া করেছে । কারণ, গত পাঁচ বছরে পঞ্চায়েত সদস্য কোনও কাজ করেননি । অন্যান্য সংসদে কাজ হলেও এখানে কোনও কাজ হয়নি । শৌচালয় ও বাড়ি করার নামে পঞ্চায়েত সদস্যের স্বামী সাধারণ মানুষের থেকে টাকা তুলেছেন । উনি দাবি করছেন, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংহ কোনও কাজ করেননি । মোমিন পাড়ার যে কোনও পরিষেবার জন্য প্রতিভা দিদিকে বলা হয়েছে উনি আমাদের সাহায্য করেছেন । পঞ্চায়েত সদস্যকে সাধারণ মানুষ জিতিয়েছিল । কিন্তু উনি মানুষের সঙ্গে গদ্দারি করেছেন । উনি বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন ।"

আরও পড়ুন : জীবিতদের দাগানো হল মৃত হিসেবে, গোপালগঞ্জে ভোটার তালিকায় বাদ বহু নাম

অভিযুক্ত পঞ্চায়েত সদস্য নায়না বিবির স্বামী নেজাম মোমিনের বক্তব্য, "জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ আমাকে কোনওরকম গুরুত্ব দেন না । পাঁচ বছরে জেলা পরিষদ থেকে এখানে কোনও কাজ করা হয়নি । সেই কারণে এলাকাবাসীরা ওনার উপর ক্ষিপ্ত হয়ে আছে । ওনারা বিধানসভা নির্বাচনে এখানে সিপিএমের হয়ে ভোট করিয়েছেন । জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহের এলাকায় আসার কথা শুনেই তাঁকে ঢুকতে না দেওয়ার জন্য লোকজন ঝাঁটা হাতে দাঁড়িয়েছিল । আমাকে ঝাঁটা নিয়ে কেউ তাড়া করেনি ।"

যদিও ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহ ফোনে বলেন, "রবিবার মোমিনপাড়ার বাসিন্দারা পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঘিরে ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বলে শুনেছি । উনি বলে বেড়াচ্ছেন আমি কোনও কাজ করিনি । আমি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 12 কোটি টাকার কাজ করেছি । তার সমস্ত তথ্য আমি দিতে পারব । এলাকার রাস্তাঘাট, লাইটের যথেষ্ট কাজ হয়েছে । যে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে শুনতে পাচ্ছি, সেই এলাকা অর্থাৎ মোমিনপাড়াতেও জলের ট্যাঙ্কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । ভোটের আগেই সেই কাজও হয়ে যাবে । পঞ্চায়েত প্রধানের স্বামী আমার নামে ভুলভাল অভিযোগ করছেন । উনি নিজেই এলাকার লোকজনের খোঁজ রাখেন না । আমার কাছে খবর আছে, আবাস যোজনার নামে উনি টাকা তুলেছেন । ওই এলাকায় উনি দলবাজি করার চেষ্টা করছেন । উনি এখনও ঝাঁটা দেখানোর বিষয়ে আমাকে কিছু জানাননি । বিষয়টি নিয়ে যেখানে যা জানানোর আমি তা জানিয়েছি ।"

আরও পড়ুন : ভালো রাস্তা ফের সংস্কারের অভিযোগ মালদায়, পঞ্চায়েত ভোটের আগে তরজায় শাসক ও বিরোধী শিবির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.