মালদা, ২৮ মার্চ : BJP জব কার্ড পাইয়ে দেবে। এই প্রতিশ্রুতি দিয়ে দলকে ভোট দিতে বলেন দুই BJP কর্মী। এর প্রতিবাদ করায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে আক্রান্ত হতে হল। তাঁর নাম সুরেন মাহাত (৪৫)। অভিযোগ, স্থানীয় BJP কর্মী ভৈরব মাহাত ও মীরলাল মাহাত সুরেনকে মারধর করেছে। গতরাতে ঘটনাটি ঘটেছে বামনগোলার নিমডাঙার ধামর এলাকায়। সুরেন বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও BJP মারধরের অভিযোগ অস্বীকার করেছে।
গতরাতে সুরেনবাবু বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় BJP কর্মী ভৈরব মাহাত ও মীরলাল মাহাত তাঁকে জব কার্ড পাইয়ে দেওয়ার বিনিময়ে BJP-কে ভোট দিতে বলেন। সুরেনবাবু তাঁদের জানান, এতদিন কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তাঁকে জব কার্ড করে দিতে পারেনি। BJP-ও পারবে না। তাই তিনি BJP-কে ভোট দেবেন না। এরপর ভৈরব ও মীরলাল তাঁকে বাঁশ দিয়ে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বামনগোলা গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। সেখানকার চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের হয়নি।
তৃণমূল কর্মী সুরেন মাহাত বলেন, "গতরাতে আমি বাড়ি ফিরছিলাম। সেই সময় ভৈরব ও মীরলাল আমায় বলে BJP-কে ভোট দিলে আমার জব কার্ড হবে। আমি বললাম কংগ্রেস করে দিতে পারেনি, BJP কীভাবে করবে? আমায় BJP-তে যোগ দিতেও বলে। আমি না বলায়, মারধর করে।"
BJP-র জেলা সভাপতি সঞ্জিত মিশ্র জানান, "BJP মারধরের রাজনীতি করে না। এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।"