ETV Bharat / state

BSF-র গুলিতে মৃত পাচারকারী, গোরু-সহ ধৃত 2 - মৃতের নাম শফিকুল শেখ

মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেবপুর BOP ও সবদলপুর BOP-র মাঝামাঝি এলাকায় গোরু পাচার করতে এসে BSF-র গুলিতে মৃত্যু হল একজনের ৷ 13টি গোরু-সহ ধৃত আরও দুই ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 8, 2019, 5:37 AM IST

মালদা, 8 অগাস্ট : গোরু পাচার করতে এসে BSF-র গুলিতে মৃত্যু হল একজনের ৷ মৃতের নাম শফিকুল শেখ (26)৷ 13টি গোরু-সহ ধৃত আরও দুই ৷ বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেবপুর BOP ও সবদলপুর BOP-র মাঝামাঝি এলাকার ঘটনা ৷

গতকাল ভোরে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেবপুর BOP ও সবদলপুর BOP-র মাঝামাঝি এলাকা দিয়ে গোরু পাচারের চেষ্টা করছিল কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনাটি সীমান্তে টহলরত 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে আসে৷ পাচারকারীদের ধাওয়া করেন জওয়ানরা ৷ জওয়ানদের ধাওয়া করতে দেখে ইট ছুড়তে শুরু করে পাচারকারীরা ৷ পালটা গুলি চালান জওয়ানরা ৷ BSF-র গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় এক পাচারকারীর ৷ মৃত শফিকুলের বাড়ি বৈষ্ণবনগরের মোহনপুরে ৷ 13টি গোরু-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷

cow trafficking in malda
13টি গোরু-সহ ধৃত দুই পাচারকারী

ইদের আগে বাংলাদেশে গোরুর প্রচুর চাহিদা থাকে৷ এই সময় তৎপর থাকে পাচারকারীরা ৷ গোরু পাচার রুখতে সীমান্তে কড়া প্রহরা দিচ্ছেন জওয়ানরাও৷ গত মাসে প্রায় 300টি গোরু উদ্ধার করা হয়েছে ৷

মালদা, 8 অগাস্ট : গোরু পাচার করতে এসে BSF-র গুলিতে মৃত্যু হল একজনের ৷ মৃতের নাম শফিকুল শেখ (26)৷ 13টি গোরু-সহ ধৃত আরও দুই ৷ বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেবপুর BOP ও সবদলপুর BOP-র মাঝামাঝি এলাকার ঘটনা ৷

গতকাল ভোরে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেবপুর BOP ও সবদলপুর BOP-র মাঝামাঝি এলাকা দিয়ে গোরু পাচারের চেষ্টা করছিল কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনাটি সীমান্তে টহলরত 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে আসে৷ পাচারকারীদের ধাওয়া করেন জওয়ানরা ৷ জওয়ানদের ধাওয়া করতে দেখে ইট ছুড়তে শুরু করে পাচারকারীরা ৷ পালটা গুলি চালান জওয়ানরা ৷ BSF-র গুলিতে ঘটনাস্থানেই মৃত্যু হয় এক পাচারকারীর ৷ মৃত শফিকুলের বাড়ি বৈষ্ণবনগরের মোহনপুরে ৷ 13টি গোরু-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় ৷

cow trafficking in malda
13টি গোরু-সহ ধৃত দুই পাচারকারী

ইদের আগে বাংলাদেশে গোরুর প্রচুর চাহিদা থাকে৷ এই সময় তৎপর থাকে পাচারকারীরা ৷ গোরু পাচার রুখতে সীমান্তে কড়া প্রহরা দিচ্ছেন জওয়ানরাও৷ গত মাসে প্রায় 300টি গোরু উদ্ধার করা হয়েছে ৷

Intro:মালদা, ৭ অগাস্টঃ গোরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর৷ ১৩টি গোরু সহ ধৃত আরও দুই৷ আজ ভোরে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেবপুর বিওপি ও সবদলপুর বিওপির মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটেছে৷Body:বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুকদেবপুর বিওপি ও সবদলপুর বিওপির মাঝামাঝি এলাকা দিয়ে গোরু পাচারের চেষ্টা করে কিছু দুষ্কৃতী৷ সীমান্তে টহলরত ২৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের ঘটনাটি নজরে আসে৷ পাচারকারীদের ধাওয়া করে জওয়ানরা৷ জওয়ানদের ধাওয়া করতে দেখে ইটবৃষ্টি শুরু করে পাচারকারীরা৷ পালটা গুলি চালায় জওয়ানরা৷ বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পাচারকারীর৷ ১৩টি গোরু সহ আরও দুই পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ জওয়ানরা৷ মৃত পাচারকারীর নাম শফিকুল শেখ (২৬)৷ বাড়ি বৈষ্ণবনগর থানার মোহনপুর এলাকায়৷ আপাতত ধৃত দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ কর্তৃপক্ষ৷Conclusion:কুরবানি ইদের আগে বাংলাদেশে গোরুর প্রচুর চাহিদা থাকে৷ এই সময় সক্রিয় হয়ে ওঠে গোরু পাচারকারীরা৷ গোরুপাচার রুখতে সীমান্তে কড়া প্রহরা দিচ্ছে বিএসএফ জওয়ানরা৷ গত মাসে প্রায় ৩০০ গোরু উদ্ধার করেছে বিএসএফ কর্তৃপক্ষ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.