মালদা, 20 সেপ্টেম্বর : ফের এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যালের শিশু বিভাগে । গতকাল রাতে ওই শিশুটির মৃত্যু হয়েছে । রাতেই মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ । এনিয়ে গত ছ’দিনে মেডিক্যালে আটটি শিশুর মৃত্যু হল । তবে মৃত শিশুটি জ্বরে আক্রান্ত ছিল না বলেই জানা গিয়েছে । মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, রক্তে সংক্রমণের জন্যই শিশুটির মৃত্যু হয়েছে ।
মৃত শিশুর নাম সুব্রত মণ্ডল । বয়স এক মাস ছ’দিন । বাড়ি বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর গ্রামে । বাবা প্রকাশ মণ্ডল পেশায় কৃষিজীবী । জন্মের কিছুদিন পর থেকেই বাচ্চাটি অসুস্থ হতে শুরু করে । 13 সেপ্টেম্বর তাকে মেডিক্যালের শিশু বিভাগে ভর্তি করা হয় । গতকাল রাতে তার মৃত্যু হয় ।
আরও পড়ুন, Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের
সুব্রতর দাদু স্বাধীন মণ্ডল বলেন, “নাতির রক্ত কমে গিয়েছিল । দিন দিন শুকিয়ে যাচ্ছিল । তাকে মালদা শহরের এক চিকিৎসককে দেখানো হয় । তিনি নাতিকে মেডিক্যালে ভর্তি করার পরামর্শ দেন । 13 তারিখ তাকে মেডিক্যালের শিশু বিভাগে ভর্তি করি । হাসপাতালের চিকিৎসকরা প্রথমেই জানিয়ে দেন, নাতির রক্তে সংক্রমণ হয়েছে । তার অবস্থা ভাল নয় । মেডিক্যালের চিকিৎসকরা নাতিকে বাঁচানোর প্রচুর চেষ্টা করেছেন । তাঁদের কোনও দোষ দেব না । কিন্তু তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয় । গতকাল রাতে নাতি মারা গিয়েছে।”
আরও পড়ুন, Fever : উত্তরবঙ্গে চিকিৎসাধীন 760 শিশু, মোট মৃত 6
এদিকে শিশু বিভাগ সূত্রে জানা গিয়েছে, মৃত সুব্রতর অ্যানিমিয়া ছিল । তার রক্তেও সংক্রমণ ছড়িয়ে পড়েছিল । শেষ পর্যন্ত সে সেপটিসিমিয়ার শিকার হয়ে পড়ে । অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি ।