ETV Bharat / state

মোথাবাড়িতে 15 হাজার ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ব্যক্তি - Malda

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ট্যাবলেটগুলি জড়ো করেছিল সে ৷ কিন্তু, কোথা থেকে এত ট্যাবলেট আমদানি করেছিল সেবিষয় খতিয়ে দেখছে পুলিশ ৷

Malda
মালদায় উদ্ধার ইয়াবা ট্যাবলেট
author img

By

Published : Oct 31, 2020, 12:10 PM IST

মালদা, 31 অক্টোবর : 15 হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মালদা জেলার মোথাবাড়ি এলাকার ঘটনা ৷ ধৃতের নাম আনারুল শেখ ৷ বাড়ি কালিয়াচকের বলিহারপুরে ৷

খবর পেয়ে শুক্রবার রাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল মেহেরাপুর বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী আনারুল শেখকে আটক করা হয় ৷ শুরু হয় তল্লাশি ৷ তার কাছ থেকে প্রায় 15 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ৷ এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

মোথাবাড়ি থানার পুলিশের তরফে এবিষয়ে বলা হয়, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ধৃত ব্যক্তি ওই ট্যাবলেটগুলি এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই জড়ো করছিল ৷ তবে, এত ট্যাবলেট কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ৷"

মালদা, 31 অক্টোবর : 15 হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মালদা জেলার মোথাবাড়ি এলাকার ঘটনা ৷ ধৃতের নাম আনারুল শেখ ৷ বাড়ি কালিয়াচকের বলিহারপুরে ৷

খবর পেয়ে শুক্রবার রাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল মেহেরাপুর বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী আনারুল শেখকে আটক করা হয় ৷ শুরু হয় তল্লাশি ৷ তার কাছ থেকে প্রায় 15 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ৷ এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

মোথাবাড়ি থানার পুলিশের তরফে এবিষয়ে বলা হয়, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ধৃত ব্যক্তি ওই ট্যাবলেটগুলি এলাকায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই জড়ো করছিল ৷ তবে, এত ট্যাবলেট কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.