মালদা, 23 সেপ্টেম্বর: গরুপাচার চক্র (Cattle Smuggling Case) নিয়ে তোলপাড় রাজ্য। একদিকে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে সিবিআই। সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে সিআইডিও। শুক্রবার সন্ধেয় সিআইডি-র আধিকারিকরা ইংরেজবাজারের সুস্থানী এলাকায় হানা দেন। এই এলাকার একটি গোডাউন সিল করে ম্যানেজারকে তুলে নিয়ে যান সিআইডির কর্তারা (One Accused Detain by CID)।
এনিয়ে এসপি (সিআইডি) অনীশ সরকার জানান, "গরুপাচার চক্র সম্পর্কিত কিছু সূত্র আমাদের হাতে এসেছিল। সেই সূত্রের ভিত্তিতে সুস্থানী এলাকার একটি গোডাউন সিল করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিয়ে আসা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আনা যাবে না।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গোডাউনের দায়িত্ব ছিলেন হবিবুর শেখ। হবিবুর মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা। সূত্রের খবর, এনামুলের গরুপাচার চক্রের সঙ্গে হবিবুরের যোগ রয়েছে। গ্রাউন্ড জিরো থেকে কাজ চালাত হবিবুর। জিজ্ঞাসাবাদে সিআইডি আধিকারিকদের হাতে কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে সিআইডির জালে এনামূল-ঘনিষ্ঠ জেনারুল