মালদা, 1 জানুয়ারি: বর্ষবরণের রাতে সবাই তখন আনন্দে মশগুল ৷ চারদিকে পিকনিকের আসর ৷ আর ঠিক সেই সুযোগটাই নিয়েছিল মাদক পাচারকারীরা ৷ ঝাঁ-চকচকে গাড়িতে বেশ ভালো পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল ভিনরাজ্যে ৷ যদিও কারবারীরা নিজেদের নকশায় সফল হতে পারেনি ৷ নাকা চেকিংয়ে থাকা পুলিশ পাচারকারীদের গাড়ি থেকে 20 কিলো উন্নতমানের মণিপুরী গাঁজা বাজেয়াপ্ত করে ৷ গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের এক পাচারকারীকেও ৷ ঘটনাটি ঘটেছে মানিকচক থানার চণ্ডীপুর এলাকায় ৷
নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে সোমবার জেলা আদালতেও পেশ করা হয়েছে ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার বলেন, "ধৃত মাদক পাচারকারীর নাম প্রমোদকুমার সিং ৷ বয়স 48 বছর ৷ বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মহাদেবগঞ্জ এলাকায় ৷ তার হেফাজত থেকে 20 কিলো 100 গ্রাম উন্নতমানের গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ একটি চারচাকা গাড়িতে সে ওই গাঁজা ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷
তিনি আরও বলেন, "নাকা চেকিংয়ের সময় গাঁজা-সহ গাড়িটি ধরা পড়ে ৷ উত্তর দিনাজপুরের নম্বর প্লেট লাগানো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷" মানিকচক থানার পুলিশ জানিয়েছে, বর্ষবরণের রাতে মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে থানার বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ৷ চণ্ডীপুরেও নাকা চেকিং চলছিল ৷ রাত সাড়ে 11টা নাগাদ ওই চারচাকার গাড়িটি মালদার দিক থেকে মানিকচকের দিকে যাচ্ছিল ৷
গাড়িটিকে আটক করে তল্লাশি চালান সেখানে থাকা পুলিশকর্মীরা ৷ তখনই একটি ট্রলি ব্যাগ এবং একটি পিঠের ব্যাগ থেকে ওই গাঁজা উদ্ধার হয় ৷ সাধারণ স্ক্যানারের হাত থেকে বাঁচতে গাঁজার প্যাকেটগুলি কার্বন পেপার দিয়ে মোড়ানো হয়েছিল ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মানিকচকে গঙ্গার ঘাট পেরিয়ে এই গাঁজা ঝাড়খণ্ডের রাজমহল নিয়ে যাওয়া হত ৷ তবে এত কিছু করেও মাদক পাচারকারীরা সফল হতে পারেনি ৷ এর আগেও ঝাড়খণ্ডে পাচারের আগে মানিকচক থানা এলাকায় মাদক উদ্ধার করা হয়েছে ৷
আরও পড়ুন: