মালদা, 17 ডিসেম্বর: মন্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুক পেজ থেকে অশ্লীল পোস্ট। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্লক তৃণমূল সভাপতি সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন। পুরো ঘটনা বিরোধীদের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
বছর দুয়েক আগে ফেসবুকে মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস নামে একটি পেজ খোলা হয়। সেই পেজের প্রোফাইলে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ফটো রয়েছে। পেজ থেকে ফলো করা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তরের একাধিক তৃণমূল নেতৃত্বকে। দু’দিন আগে সেই ফেসবুক পেজ থেকে অশ্লীল ছবি দেওয়া একটি লিংক শেয়ার করা হয়। ওই একই ছবি ও লিংক গতকাল থেকে আরও দু’বার শেয়ার করা হয়। বিষয়টি নজরে আসে কালিয়াচক 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের। এরপরেই ওই ব্লকের যুব তৃণমূল সভাপতি মহম্মদ তহিদুর রহমান সমস্ত ঘটনা জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশি অভিযোগে তিনি জানান, কেউ বা কারা এই পেজ তৈরি করে এসব ঘটনা ঘটাচ্ছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইন পদক্ষেপ নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
এদিকে এই ঘটনার পেছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “আমার ছবি ব্যবহার করে ফেসবুক পেজ তৈরি করা হচ্ছে। সেই পেজে আবার দলের নাম ব্যবহার করা হয়েছে। সেই প্রোফাইল থেকে অশ্লীল লিংক শেয়ার করা হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি যারা এধরণের নোংরা রাজনীতি করছে। লড়াই করলে হলে, রাজনৈতিক লড়াই করা উচিৎ। কিন্তু বিরোধীরা রাজনৈতিকভাবে লড়তে না পেরে এধরণের চক্রান্ত করছে। আমাদের ভাবমূর্তি নষ্ট করতে নকল আইডি তৈরি করে এধরণের ঘটনা ঘটাচ্ছে। আমাদের ব্লক যুব সভাপতি এনিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। আমাদের নজরে এসেছে বিজেপি বিশেষ করে এধরণের নোংরামো করছে।”
আরও পড়ুন
'সংসদে নিরাপত্তায় বড় গলদ ছিল, বাংলার সঙ্গে এর কোনও যোগ নেই !' দিল্লি যাওয়ার আগে দাবি মমতার
স্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া কেন হবে ? দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সরব মমতা
'ঘর ছেড়ে দিতে হবে', কর্পোরেশনের উচ্ছেদ-নোটিশ ঘিরে উত্তপ্ত হাতিবাগান