মালদা, ২৫ ফেব্রুয়ারি : সকালেও নাতির সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছেন । নাতি তাঁদের বলেছে, ‘‘ভাল আছি । শহরের কোথাও এখনও রাশিয়ার বোমা পড়েনি । পরিষ্কার নীল আকাশে এখনও বোমারু বিমানের দেখাও মেলেনি ।’’
তবু চিন্তায় কাঁটা হয়ে রয়েছেন রতুয়ার দেবীপুর গ্রামের নৃপেন্দ্রনাথ সিংহ ও তাঁর স্ত্রী মীনারানি সিংহ । তাদের দাবি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নাতি তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক । ঘরে ফেরাতে কোনও ব্যবস্থা নিক সরকার (Nripendranath Singh Minarani Singh are in extreme anxiety as grandson strand in Ukraine) । বৃদ্ধ দম্পতির ছেলে তপনকুমার সিং, বর্তমানে কলকাতা পুলিশে চাকরি করেন । তাঁর স্ত্রী সন্ধ্যারানি সিং, ছেলে সত্যসাধন ও মেয়ে শর্মিষ্ঠা পাঁচ বছর আগেও দেবীপুরে থাকতেন । দেড় বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে পাড়ি দেয় ছেলে । বর্তমানে তাঁর ঠিকানা লাভিভ । মেয়ে শর্মিষ্ঠা বেঙ্গালুরুতে বিএসসি নার্সিংয়ের ছাত্রী । তাই দেবীপুরের বাড়িতে একাই থাকেন বৃদ্ধ-বৃদ্ধা ।
আরও পড়ুন : Durgapur Students in Ukraine : বাঙ্কারে ঠাঁই দুর্গাপুরের নেহা, জিনতদের ; মুখ্যমন্ত্রীর দফতর থেকে গেল ফোন
গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন । তারপর থেকেই মুহুর্মুহু কেঁপে উঠছে ইউক্রেনের একাধিক শহর । গতকাল থেকে টিভির সামনেই বসে রয়েছেন তাঁরা । যতবার খবর দেখছেন, ততবারই বুক শুকিয়ে যাচ্ছে । সকালেই বাড়িতে এসেছেন তপনবাবুর ভাই সুব্রত সিংহও ।