ETV Bharat / state

বোমা ফেটে নয়, অসাবধানতায় সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ : স্বরাষ্ট্র দপ্তর

author img

By

Published : Nov 19, 2020, 7:07 PM IST

বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ আমিরুল ইসলাম নামে এক ব্য়ক্তির কারখানায় কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের প্রতিঘাত এতটাই বেশ ছিল যে, মেশিনটি যেখানে বসানো হয়েছিল, সেখান থেকে কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে । গোটা কারখানা তছনছ হয়ে যায় ।

no-bomb-blast-in-malda-sujapur-blast-incident-home-depertment-of-west-bengal-tweeted
বোমা ফেটে নয়, অসাবধানতায় সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, জানালো স্বরাষ্ট্র দপ্তর

মালদা, 19 নভেম্বর : সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ কোনওরকম বিস্ফোরক বা বোমা তৈরির জন্য় হয়নি ৷ সেখানে কর্মরত কর্মীদের কারোর অসাবধানতার জন্য়ই এই বিস্ফোরণ হয়েছে ৷ মালদার সুজাপুরের ঘটনায় এমনটাই জানাল স্বরাষ্ট্র দপ্তর ৷ আজ এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে একথা জানানো হয় রাজ্য় সরকারের তরফে ৷

বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ আমিরুল ইসলাম নামে এক ব্য়ক্তির কারখানায় কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের প্রতিঘাত এতটাই বেশ ছিল যে মেশিনটি যেখানে বসানো হয়েছিল, সেখান থেকে কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে । গোটা কারখানা তছনছ হয়ে যায় । ছাদের একাংশ উড়ে যায় । সেগুলির অংশ বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে । এমনকী অনেক গাছেও সেই টুকরোগুলি আটকে থাকতে দেখা গেছে । বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় । প্রাথমিকভাবে তদন্তকারীরা এটিকে প্লাস্টিক স্ক্রাপ করার মেশিনে হওয়া বিস্ফোরণ বলে মনে করেছিলেন ৷ তবে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা জানতে ঘটনাস্থানে যায় ফরেনসিক দল ৷ ফরেনসিকের আধিকারিকরা বিস্ফোরণস্থল পরিদর্শনের পরে প্রাথমিকভাবে স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন ৷ যার পরেই রাজ্য় সরকারের তরফে স্বরাষ্ট্র দপ্তর টুইট করে জানায়, মালদার সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ ঘটেছে উৎপাদন সংক্রান্ত কোনও কারণে ৷ সেখানে কোনও বোমা তৈরি হচ্ছিল না ৷ জেলাশাসক এবং পুলিশ সুপার দুর্ঘটনাস্থান পরিদর্শন করে জরুরি ভিত্তিতে রাজ্য় সরকারকে রিপোর্ট দিয়েছেন ৷

বিস্ফোরণের জেরে 15 জন শ্রমিক জখম হন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃত্য়ু হয়েছে ৷ বাকিদের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা টুইটে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য় দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

মালদা, 19 নভেম্বর : সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ কোনওরকম বিস্ফোরক বা বোমা তৈরির জন্য় হয়নি ৷ সেখানে কর্মরত কর্মীদের কারোর অসাবধানতার জন্য়ই এই বিস্ফোরণ হয়েছে ৷ মালদার সুজাপুরের ঘটনায় এমনটাই জানাল স্বরাষ্ট্র দপ্তর ৷ আজ এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে একথা জানানো হয় রাজ্য় সরকারের তরফে ৷

বৃহস্পতিবার বেলা পৌনে বারোটা নাগাদ আমিরুল ইসলাম নামে এক ব্য়ক্তির কারখানায় কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরণের প্রতিঘাত এতটাই বেশ ছিল যে মেশিনটি যেখানে বসানো হয়েছিল, সেখান থেকে কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে । গোটা কারখানা তছনছ হয়ে যায় । ছাদের একাংশ উড়ে যায় । সেগুলির অংশ বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে । এমনকী অনেক গাছেও সেই টুকরোগুলি আটকে থাকতে দেখা গেছে । বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় । প্রাথমিকভাবে তদন্তকারীরা এটিকে প্লাস্টিক স্ক্রাপ করার মেশিনে হওয়া বিস্ফোরণ বলে মনে করেছিলেন ৷ তবে, ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা জানতে ঘটনাস্থানে যায় ফরেনসিক দল ৷ ফরেনসিকের আধিকারিকরা বিস্ফোরণস্থল পরিদর্শনের পরে প্রাথমিকভাবে স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন ৷ যার পরেই রাজ্য় সরকারের তরফে স্বরাষ্ট্র দপ্তর টুইট করে জানায়, মালদার সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ ঘটেছে উৎপাদন সংক্রান্ত কোনও কারণে ৷ সেখানে কোনও বোমা তৈরি হচ্ছিল না ৷ জেলাশাসক এবং পুলিশ সুপার দুর্ঘটনাস্থান পরিদর্শন করে জরুরি ভিত্তিতে রাজ্য় সরকারকে রিপোর্ট দিয়েছেন ৷

বিস্ফোরণের জেরে 15 জন শ্রমিক জখম হন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃত্য়ু হয়েছে ৷ বাকিদের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ স্বরাষ্ট্র দপ্তরের তরফে করা টুইটে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য় দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.