ETV Bharat / state

2026 বিধানসভা নির্বাচনে খেলা হবে ! তৃণমূল আইটি সেলে চালু বিশেষ ‘ড্রেস কোড’ - TMC IT Cell - TMC IT CELL

TMC IT Cell Dress Code: এবার বিশেষ পোশাক পরে লড়াইয়ে নামবে তৃণমূলের আইটি সেল ৷ সোশাল মিডিয়া টিমের জন্য বিশেষ ড্রেস কোড নিয়ে এল শাসকদল ৷

TMC IT Cell Dress Code
আইটি সেলকে ‘সাজাল’ তৃণমূল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 7:42 AM IST

ঝাড়গ্রাম, 3 অক্টোবর: লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন । ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামার অগ্রিম প্রস্তুতি শুরু হয়ে গেল জঙ্গলমহলে । দলের প্রচার বাড়াতে এবং বিরোধীদের অপপ্রচারকে রুখে দিতে সোশাল মিডিয়ায় যথেষ্ট তৎপর তৃণমূল কংগ্রেসের আইটি সেল । এবার সেই আইটি সেলের মনোবল আরও বৃদ্ধি করতে জঙ্গলমহলে ‘খেলা হবে’ টিমের বিশেষ ড্রেস কোড চালু হল ।

দেবীপক্ষের আগমনের দিন ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় বিশেষ ড্রেস কোডের উদ্বোধন করা হয় । রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ঘোষের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ড্রেসটির উদ্বোধন করেন ।

তৃণমূল আইটি সেলে চালু বিশেষ ‘ড্রেস কোড’ (ইটিভি ভারত)

বিদ্যুৎ ঘোষ বলেন, ‘‘2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই আমরা এখন থেকেই প্রস্তুতিতে নেমে পড়লাম । নির্বাচন, দল এবং রাজ্য সরকারের প্রচারে যারা সবসময় দলের পাশে থাকে, তাঁদের হাতে বিশেষ ড্রেস তুলে দেওয়া হল । যাতে তাঁদের মনোবল বাড়ে এবং দলের প্রচারে আরও আগ্রহী হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে হবে ৷ এটাই আমাদের লক্ষ্য ।’’

ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডির কথায়, যাঁরা দলের জন্য দিনরাত এক করে সোশাল মিডিয়ায় লড়াই করছে এবং বিরোধীদের অপপ্রচারকে যোগ্য জবাব দিচ্ছে, তাঁদের জন্য বিশেষ ড্রেস কোড উদ্বোধন করা হয়েছে । এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ! আগামী দিনে দলের সোশাল মিডিয়া কর্মীদের মনোবল আরও বৃদ্ধি পাবে ৷

বিশেষ ড্রেস কোড চালু হওয়ায় অত্যন্ত খুশি আইটি সেলের কর্মীরাও । ঝাড়গ্রাম জেলা আইটি সেলের ডিস্ট্রিক্ট ইনচার্জ সুদীপ্ত চক্রবর্তী বলেন, ‘‘দলের প্রচার থেকে শুরু করে বিরোধীদের কুৎসা-অপপ্রচারের যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা দিনরাত এক করে লড়াই করে চলেছি । আমাদের নির্দিষ্ট কোনও ড্রেস ছিল না । জঙ্গলমহলে এই প্রথম সোশাল মিডিয়া টিমের জন্য ড্রেস কোড চালু হল । দলের যেকোনও কর্মসূচিতে কাজ করার ক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে । আমাদের একটাই লক্ষ্য, 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নবান্নে পাঠানো ৷’’

আরও পড়ুন:

ঝাড়গ্রাম, 3 অক্টোবর: লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন । ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামার অগ্রিম প্রস্তুতি শুরু হয়ে গেল জঙ্গলমহলে । দলের প্রচার বাড়াতে এবং বিরোধীদের অপপ্রচারকে রুখে দিতে সোশাল মিডিয়ায় যথেষ্ট তৎপর তৃণমূল কংগ্রেসের আইটি সেল । এবার সেই আইটি সেলের মনোবল আরও বৃদ্ধি করতে জঙ্গলমহলে ‘খেলা হবে’ টিমের বিশেষ ড্রেস কোড চালু হল ।

দেবীপক্ষের আগমনের দিন ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় বিশেষ ড্রেস কোডের উদ্বোধন করা হয় । রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ঘোষের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি ড্রেসটির উদ্বোধন করেন ।

তৃণমূল আইটি সেলে চালু বিশেষ ‘ড্রেস কোড’ (ইটিভি ভারত)

বিদ্যুৎ ঘোষ বলেন, ‘‘2026 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই আমরা এখন থেকেই প্রস্তুতিতে নেমে পড়লাম । নির্বাচন, দল এবং রাজ্য সরকারের প্রচারে যারা সবসময় দলের পাশে থাকে, তাঁদের হাতে বিশেষ ড্রেস তুলে দেওয়া হল । যাতে তাঁদের মনোবল বাড়ে এবং দলের প্রচারে আরও আগ্রহী হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী করতে হবে ৷ এটাই আমাদের লক্ষ্য ।’’

ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডির কথায়, যাঁরা দলের জন্য দিনরাত এক করে সোশাল মিডিয়ায় লড়াই করছে এবং বিরোধীদের অপপ্রচারকে যোগ্য জবাব দিচ্ছে, তাঁদের জন্য বিশেষ ড্রেস কোড উদ্বোধন করা হয়েছে । এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ! আগামী দিনে দলের সোশাল মিডিয়া কর্মীদের মনোবল আরও বৃদ্ধি পাবে ৷

বিশেষ ড্রেস কোড চালু হওয়ায় অত্যন্ত খুশি আইটি সেলের কর্মীরাও । ঝাড়গ্রাম জেলা আইটি সেলের ডিস্ট্রিক্ট ইনচার্জ সুদীপ্ত চক্রবর্তী বলেন, ‘‘দলের প্রচার থেকে শুরু করে বিরোধীদের কুৎসা-অপপ্রচারের যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা দিনরাত এক করে লড়াই করে চলেছি । আমাদের নির্দিষ্ট কোনও ড্রেস ছিল না । জঙ্গলমহলে এই প্রথম সোশাল মিডিয়া টিমের জন্য ড্রেস কোড চালু হল । দলের যেকোনও কর্মসূচিতে কাজ করার ক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধা হবে । আমাদের একটাই লক্ষ্য, 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নবান্নে পাঠানো ৷’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.