ETV Bharat / state

সুপারের নতুন অফিসের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি - পুলিশ সুপারের নতুন অফিসের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি

এতদিন মালদা কোর্ট চত্বরে জেলা পুলিশের অফিস ছিল । সম্প্রতি অস্থায়ীভাবে সেই অফিস ফার্ম এলাকায় নিয়ে যাওয়া হয়েছে ।

P
P
author img

By

Published : Dec 29, 2020, 5:10 PM IST

মালদা, 29 ডিসেম্বর: জেলা পুলিশ সুপারের নতুন অফিসের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ । পাশাপাশি পুলিশ লাইনে কন্ট্রোল রুম ও সুরক্ষা অ্যাপের উদ্বোধন করেন তিনি । উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ থানার আইসি এবং ওসি'রা ।

এতদিন মালদা কোর্ট চত্বরে জেলা পুলিশের অফিস ছিল । সম্প্রতি অস্থায়ীভাবে সেই অফিস ফার্ম এলাকায় নিয়ে যাওয়া হয়েছে । আজ সেই অফিসের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানের পর আইজি বলেন, “আজ মালদার পুলিশ সুপারের নতুন অফিসের উদ্বোধন করা হল । আগের যে অফিস ছিল তা দীর্ঘদিনের পুরানো ছিল । পাশাপাশি জায়গা কম থাকায় পুলিশকর্মীদের কাজ করতে অসুবিধে হচ্ছিল। নতুন অফিস হওয়ায় কর্মীদের কাজে সুবিধে হবে ।"

আপাতত ভাড়ায় এই অফিস নেওয়া হয়েছে ।

মালদা, 29 ডিসেম্বর: জেলা পুলিশ সুপারের নতুন অফিসের উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ । পাশাপাশি পুলিশ লাইনে কন্ট্রোল রুম ও সুরক্ষা অ্যাপের উদ্বোধন করেন তিনি । উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ থানার আইসি এবং ওসি'রা ।

এতদিন মালদা কোর্ট চত্বরে জেলা পুলিশের অফিস ছিল । সম্প্রতি অস্থায়ীভাবে সেই অফিস ফার্ম এলাকায় নিয়ে যাওয়া হয়েছে । আজ সেই অফিসের উদ্বোধন করা হয় । অনুষ্ঠানের পর আইজি বলেন, “আজ মালদার পুলিশ সুপারের নতুন অফিসের উদ্বোধন করা হল । আগের যে অফিস ছিল তা দীর্ঘদিনের পুরানো ছিল । পাশাপাশি জায়গা কম থাকায় পুলিশকর্মীদের কাজ করতে অসুবিধে হচ্ছিল। নতুন অফিস হওয়ায় কর্মীদের কাজে সুবিধে হবে ।"

আপাতত ভাড়ায় এই অফিস নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.