ETV Bharat / state

নতুন কোভিড ওয়ার্ড চালু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল কোভিড ওয়ার্ড । এখনও পর্যন্ত 125 টি বেডের আয়োজন করা হয়েছে । ভবিষ্যতে পরিকাঠামো বাড়ানো হবে বলে জানিয়েছেন মালদা মেডিকেলের অধ্যক্ষ ।

Covid Ward in malda medical
Covid Ward in malda medical
author img

By

Published : Jul 22, 2020, 9:07 PM IST

মালদা, 22 জুলাই : আজ থেকেই মালদা মেডিকেলে চালু হল 125 বেডের কোভিড ওয়ার্ড ৷ একথা জানিয়েছেন মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, আপাতত যা পরিকাঠামো রয়েছে, তা দিয়েই এই ওয়ার্ড চালু করা হয়েছে ৷ পরবর্তীতে ধাপে ধাপে পরিকাঠামো বাড়ান হবে ৷ জেলায় যখন দ্রুতগতিতে কোরোনা সংক্রমণ বাড়ছে, তখন এই কোভিড ওয়ার্ড কিছুটা হলেও স্বস্তিদায়ক বলে মনে করছেন তিনি ।

হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের তিনতলায় চালু করা হয়েছে কোভিড ওয়ার্ড । পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "খুব তাড়াতাড়ি ইনটেনসিভ কেয়ার ইউনিটও চালু করা হবে৷ আপাতত চারজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে৷ তাঁরা বিভিন্ন বিভাগ থেকে কাজে যোগ দিয়েছেন৷ আমরা আরও চিকিৎসক পাওয়ার জন্য আবেদন জানিয়েছি৷ কয়েকজনকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়েছে৷ তাঁরাও কয়েকদিনের মধ্যে কাজে যোগ দেবেন৷”

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় মালদায় সংক্রমিত হয়েছে 26 জন ৷ গত 15 দিনের মধ্যে যা সবচেয়ে কম ৷ কালিয়াচক 1, 3 ব্লক, মালদা শহর, রতুয়া 1ব্লক, মানিকচকে একজন করে; পুরাতন মালদা ব্লকে দুজন; কালিয়াচক 2 ব্লক ও রতুয়া 2 ব্লকে 6 জন করে; পুরাতন মালদা শহরে 7 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

সব মিলিয়ে এখনও পর্যন্ত জেলায় সংক্রমিতের সংখ্যা হল 1773 ৷ এর মধ্যে গতকাল পর্যন্ত 1124 জন সুস্থ হয়ে উঠেছে ৷ গত কয়েকদিন মালদা মেডিকেলে গড়ে 350 টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে ৷

মালদা, 22 জুলাই : আজ থেকেই মালদা মেডিকেলে চালু হল 125 বেডের কোভিড ওয়ার্ড ৷ একথা জানিয়েছেন মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, আপাতত যা পরিকাঠামো রয়েছে, তা দিয়েই এই ওয়ার্ড চালু করা হয়েছে ৷ পরবর্তীতে ধাপে ধাপে পরিকাঠামো বাড়ান হবে ৷ জেলায় যখন দ্রুতগতিতে কোরোনা সংক্রমণ বাড়ছে, তখন এই কোভিড ওয়ার্ড কিছুটা হলেও স্বস্তিদায়ক বলে মনে করছেন তিনি ।

হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের তিনতলায় চালু করা হয়েছে কোভিড ওয়ার্ড । পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "খুব তাড়াতাড়ি ইনটেনসিভ কেয়ার ইউনিটও চালু করা হবে৷ আপাতত চারজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে৷ তাঁরা বিভিন্ন বিভাগ থেকে কাজে যোগ দিয়েছেন৷ আমরা আরও চিকিৎসক পাওয়ার জন্য আবেদন জানিয়েছি৷ কয়েকজনকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়েছে৷ তাঁরাও কয়েকদিনের মধ্যে কাজে যোগ দেবেন৷”

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় মালদায় সংক্রমিত হয়েছে 26 জন ৷ গত 15 দিনের মধ্যে যা সবচেয়ে কম ৷ কালিয়াচক 1, 3 ব্লক, মালদা শহর, রতুয়া 1ব্লক, মানিকচকে একজন করে; পুরাতন মালদা ব্লকে দুজন; কালিয়াচক 2 ব্লক ও রতুয়া 2 ব্লকে 6 জন করে; পুরাতন মালদা শহরে 7 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

সব মিলিয়ে এখনও পর্যন্ত জেলায় সংক্রমিতের সংখ্যা হল 1773 ৷ এর মধ্যে গতকাল পর্যন্ত 1124 জন সুস্থ হয়ে উঠেছে ৷ গত কয়েকদিন মালদা মেডিকেলে গড়ে 350 টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.