ETV Bharat / state

চাঁচলে চালু হল নতুন কোভিড হাসপাতাল

চাঁচলে চালু হল ৬৪টি শয্যা বিশিষ্ট নতুন কোভিড হাসপাতাল ৷

malda new corona hospital is in operation in the district
malda new corona hospital is in operation in the district
author img

By

Published : May 18, 2021, 3:13 PM IST

মালদা, ১৮ মে : সংক্রমণের স্রোতে সামান্য স্বস্তি ৷ চাঁচলে চালু হল নতুন কোভিড হাসপাতাল ৷ আজ থেকে পথ চলা শুরু করল ৬৪ শয্যা বিশিষ্ট চাঁচলের কোভিড ইউনিটের ৷

রাজ্যজুড়ে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ৷ সেই সঙ্গে বেডের আকাল ৷ সেই অবস্থা থেকে মুক্তি পেতে এবার চাঁচলে চালু হল নতুন কোভিড হাসপাতাল ৷

সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পর কার্যত অপাংতেয় হয়ে পড়ে চাঁচল গ্রামীণ হাসপাতালের পুরোনো ভবনটি ৷ সেই ভবনই এখন করোনা রোগীদের প্রাণকেন্দ্র পরিণত হতে চলেছে ৷

চাঁচল কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, "করোনা সংক্রমণ আরও ভয়াবহ হচ্ছে ৷ আমাদের টার্গেট ১০০ বেডের কোভিড হাসপাতাল চালু করা ৷ প্রথমে ৬৪ বেডের করা হয়েছে ৷ প্রয়োজনে পরে বেড সংখ্যা আরও বাড়ানো হবে ৷ অক্সিজেনের কোনও সমস্যা এখানে হবে না ৷ অন্যান্য পরিকাঠামোও তৈরি করা হয়েছে ৷ ভবিষ্যতে এখানে অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য আমরা চেষ্টা করছি ৷"

malda new corona hospital is in operation in the district
নতুন কোভিড হাসপাতাল চালু নিয়েই চলছে জোর তোড়জোড়

আরও পড়ুন : ক্ষতির মুখে ফল ব্যবসায়ীরা, দোকান খোলার সময়সীমা বাড়ানোর দাবি

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “আপাতত ৬৪ জন রোগীকে এখানে ভর্তির ব্যবস্থা করা হয়েছে ৷ ভবিষ্যতে এখানেও অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে ৷ অন্যান্য পরিকাঠামো সব তৈরি হয়েছে ৷ এই মুহূর্তে রক্তের কিছু সমস্যা রয়েছে ৷ গোটা রাজ্য জুড়েই এই সমস্যা চলছে ৷”

চাঁচলে চালু হল নতুন কোভিড হাসপাতাল

চাঁচলের বাসিন্দা রাজু পাণ্ডে বলেন, “আমি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম ৷ ৭৫ কিলোমিটার দূরে মালদা মেডিকেলে যেতে হয়েছিল ৷ এখন থেকে চাঁচল মহকুমার করোনা আক্রান্তরা এখানে চিকিৎসা করাতে পারবেন ৷ এটা খুব ভালো বিষয় ৷ তবে এখানে অক্সিজেন প্ল্যান্ট বসানো হলে আরও ভালো হত ৷” একই বক্তব্য শোনা যায় হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা জাহাঙ্গির আলমেরও মুখেও ৷

মালদা, ১৮ মে : সংক্রমণের স্রোতে সামান্য স্বস্তি ৷ চাঁচলে চালু হল নতুন কোভিড হাসপাতাল ৷ আজ থেকে পথ চলা শুরু করল ৬৪ শয্যা বিশিষ্ট চাঁচলের কোভিড ইউনিটের ৷

রাজ্যজুড়ে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ৷ সেই সঙ্গে বেডের আকাল ৷ সেই অবস্থা থেকে মুক্তি পেতে এবার চাঁচলে চালু হল নতুন কোভিড হাসপাতাল ৷

সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পর কার্যত অপাংতেয় হয়ে পড়ে চাঁচল গ্রামীণ হাসপাতালের পুরোনো ভবনটি ৷ সেই ভবনই এখন করোনা রোগীদের প্রাণকেন্দ্র পরিণত হতে চলেছে ৷

চাঁচল কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, "করোনা সংক্রমণ আরও ভয়াবহ হচ্ছে ৷ আমাদের টার্গেট ১০০ বেডের কোভিড হাসপাতাল চালু করা ৷ প্রথমে ৬৪ বেডের করা হয়েছে ৷ প্রয়োজনে পরে বেড সংখ্যা আরও বাড়ানো হবে ৷ অক্সিজেনের কোনও সমস্যা এখানে হবে না ৷ অন্যান্য পরিকাঠামোও তৈরি করা হয়েছে ৷ ভবিষ্যতে এখানে অক্সিজেন প্ল্যান্ট বসানোর জন্য আমরা চেষ্টা করছি ৷"

malda new corona hospital is in operation in the district
নতুন কোভিড হাসপাতাল চালু নিয়েই চলছে জোর তোড়জোড়

আরও পড়ুন : ক্ষতির মুখে ফল ব্যবসায়ীরা, দোকান খোলার সময়সীমা বাড়ানোর দাবি

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “আপাতত ৬৪ জন রোগীকে এখানে ভর্তির ব্যবস্থা করা হয়েছে ৷ ভবিষ্যতে এখানেও অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে ৷ অন্যান্য পরিকাঠামো সব তৈরি হয়েছে ৷ এই মুহূর্তে রক্তের কিছু সমস্যা রয়েছে ৷ গোটা রাজ্য জুড়েই এই সমস্যা চলছে ৷”

চাঁচলে চালু হল নতুন কোভিড হাসপাতাল

চাঁচলের বাসিন্দা রাজু পাণ্ডে বলেন, “আমি নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম ৷ ৭৫ কিলোমিটার দূরে মালদা মেডিকেলে যেতে হয়েছিল ৷ এখন থেকে চাঁচল মহকুমার করোনা আক্রান্তরা এখানে চিকিৎসা করাতে পারবেন ৷ এটা খুব ভালো বিষয় ৷ তবে এখানে অক্সিজেন প্ল্যান্ট বসানো হলে আরও ভালো হত ৷” একই বক্তব্য শোনা যায় হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা জাহাঙ্গির আলমেরও মুখেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.