ETV Bharat / state

Youth arrested with arms : বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় অভিযুক্ত এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

বিজেপি পঞ্চায়েত প্রধান উকিল মণ্ডলের ভাইপো আকাশকে এর আগে বিজেপি প্রার্থীর উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৷ 18 এপ্রিল গুলিবিদ্ধ হয়েছিলেন বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক গোপালচন্দ্র সাহা ৷

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন
author img

By

Published : Aug 29, 2021, 4:10 PM IST

মালদা, 29 অগস্ট : বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল ৷ মাস চারেক পর ফের গ্রেফতার বিজেপি পঞ্চায়েত প্রধানের ভাইপো । আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে তার দুই সঙ্গীকেও ।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মালদা থানার পুলিশের একটি দল সদরঘাট এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুটি মোটরবাইক ও তিনটি মোবাইল ফোনও । ধৃতদের নাম আকাশ মণ্ডল, নয়ন সাহা এবং তাপস মণ্ডল । তারা সকলেই পুরাতন মালদার বাসিন্দা । আকাশ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মণ্ডলের ভাইপো । বিধানসভা নির্বাচনের আগে পুরাতন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আকাশের যোগ পেয়েছিল মালদা থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছিল তাকে ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন

এই সংক্রান্ত খবর : মালদায় বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় ধৃত দলেরই নেতা

মালদা থানার পুলিশ জানিয়েছে, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে একজন সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইপো । এর আগেও বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সদরঘাট এলাকায় কোনও অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে তারা জমায়েত করেছিল । তবে পুরোনো ঘটনার সূত্র ধরে নতুন বেশ কিছু তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে । জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মালদা জেলা আদালতের মাধ্যমে ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।

মালদা, 29 অগস্ট : বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল ৷ মাস চারেক পর ফের গ্রেফতার বিজেপি পঞ্চায়েত প্রধানের ভাইপো । আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে তার দুই সঙ্গীকেও ।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মালদা থানার পুলিশের একটি দল সদরঘাট এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুটি মোটরবাইক ও তিনটি মোবাইল ফোনও । ধৃতদের নাম আকাশ মণ্ডল, নয়ন সাহা এবং তাপস মণ্ডল । তারা সকলেই পুরাতন মালদার বাসিন্দা । আকাশ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মণ্ডলের ভাইপো । বিধানসভা নির্বাচনের আগে পুরাতন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আকাশের যোগ পেয়েছিল মালদা থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছিল তাকে ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন

এই সংক্রান্ত খবর : মালদায় বিজেপি প্রার্থীকে গুলির ঘটনায় ধৃত দলেরই নেতা

মালদা থানার পুলিশ জানিয়েছে, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে একজন সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইপো । এর আগেও বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সদরঘাট এলাকায় কোনও অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে তারা জমায়েত করেছিল । তবে পুরোনো ঘটনার সূত্র ধরে নতুন বেশ কিছু তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে । জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মালদা জেলা আদালতের মাধ্যমে ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.