ETV Bharat / state

মালদায় বিজেপি সভাপতির ভাইপো যোগ দিলেন তৃণমূলে - তৃণমূল

তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা ঘটছে, তখন উলটো ঘটনা ঘটল মালদায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হল সেখানে। যোগদানকারীদের দলে আবার রয়েছেন বিজেপি নেতার ভাইপো।

nephew of malda district bjp president join tmc
মালদায় বিজেপি সভাপতির ভাইপো যোগ দিলেন তৃণমূলে
author img

By

Published : Jan 11, 2021, 5:20 PM IST

Updated : Jan 11, 2021, 6:10 PM IST

মালদা, 11 জানুয়ারি : খোদ জেলা বিজেপি সভাপতির ভাইপো ঘাসফুল শিবিরে! তেমনটাই ঘটেছে গাজোলে৷ যদিও এই ঘটনাকে সঠিক বলে এখনও মানতে রাজি নন জেলা গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি৷ তবে ভোটের মুখে এই ঘটনা শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে৷

এগিয়ে আসছে একুশের ভোট৷ তার আগে তৃণমূল থেকে বিজেপি, কোথাও আবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার ধুম বেড়েছে৷ গোটা রাজ্যেই ধরা পড়ছে এই ছবি৷ ব্যতিক্রম নয় মালদাও৷ এর আগে গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাসকে নিজেদের নৌকায় তুলেছে বিজেপি৷ এবার সেই গাজোলেই বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের ভাইপো কাশীনাথ মণ্ডল সদলবলে যোগ দিয়েছেন তৃণমূলে৷ ঘটনাটি ঘটেছে গাজোলের বৈরগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজারামচক এলাকায়৷ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারের উপস্থিতিতে ঘাসফুল ঝান্ডা হাতে নেন কাশীনাথবাবু ও তাঁর অনুগামীরা৷

মালদায় বিজেপি সভাপতির ভাইপো যোগ দিলেন তৃণমূলে

দুলালবাবু বলেন, “গাজোলের বৈরগাছি 1 নম্বর অঞ্চলে একটি কর্মীসভা ছিল৷ সেখানে জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের ভাইপো কাশীনাথ মণ্ডল বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে এলাকায় মানুষের কাজ করার জন্যই আজ তাঁরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিয়েছেন৷”

আরও পড়ুন : বিহার থেকে উদ্ধার সুন্দরবনের 6 যুবতি

যদিও গোটা ঘটনাটিকে তৃণমূলের নির্বাচনী কারসাজি বলেই মন্তব্য করেছেন বিজেপির জেলা সভাপতি৷ গোবিন্দবাবু বলেন, “বৈরগাছি 1 গ্রাম পঞ্চায়েতে রামপুর বলে কোনও গ্রাম নেই৷ রাজারামচক নামে গ্রাম রয়েছে৷ সেখানে তৃণমূলের সভা হতেই পারে৷ কিন্তু আমার পরিবারের কোনও সদস্য কোনওদিন কংগ্রেস, সিপিএম কিংবা তৃণমূল করেনি৷ চিরদিনই বিজেপি করে এসেছে৷ ফলে যেটা বলা হচ্ছে, তা একেবারেই সঠিক নয়৷ কাশীনাথ আমার ভাইপোর ডাক নাম৷ ওর ভালো নাম প্রণব৷ কাশী নামে ওকে কতজন চেনে তা নিয়েই সন্দেহ আছে৷ হয়ত ও কোনও কারণে সেখানে গিয়েছিল৷ তারপর তার ছবি দিয়ে যদি তৃণমূলীরা অপপ্রচার করে, তাহলে কিছু করার নেই৷ আমার পরিবারের কেউ ডুবন্ত জাহাজে যাবে, তা আমি বিশ্বাস করি না৷ শেষ অস্ত্র হিসেবে তৃণমূল এখন পরিবারে অশান্তি বাঁধানোর চিন্তাভাবনা করছে৷ কিন্তু এতে কোনও লাভ হবে না৷”

মালদা, 11 জানুয়ারি : খোদ জেলা বিজেপি সভাপতির ভাইপো ঘাসফুল শিবিরে! তেমনটাই ঘটেছে গাজোলে৷ যদিও এই ঘটনাকে সঠিক বলে এখনও মানতে রাজি নন জেলা গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি৷ তবে ভোটের মুখে এই ঘটনা শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে৷

এগিয়ে আসছে একুশের ভোট৷ তার আগে তৃণমূল থেকে বিজেপি, কোথাও আবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার ধুম বেড়েছে৷ গোটা রাজ্যেই ধরা পড়ছে এই ছবি৷ ব্যতিক্রম নয় মালদাও৷ এর আগে গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাসকে নিজেদের নৌকায় তুলেছে বিজেপি৷ এবার সেই গাজোলেই বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের ভাইপো কাশীনাথ মণ্ডল সদলবলে যোগ দিয়েছেন তৃণমূলে৷ ঘটনাটি ঘটেছে গাজোলের বৈরগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজারামচক এলাকায়৷ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারের উপস্থিতিতে ঘাসফুল ঝান্ডা হাতে নেন কাশীনাথবাবু ও তাঁর অনুগামীরা৷

মালদায় বিজেপি সভাপতির ভাইপো যোগ দিলেন তৃণমূলে

দুলালবাবু বলেন, “গাজোলের বৈরগাছি 1 নম্বর অঞ্চলে একটি কর্মীসভা ছিল৷ সেখানে জেলা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলের ভাইপো কাশীনাথ মণ্ডল বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে এলাকায় মানুষের কাজ করার জন্যই আজ তাঁরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিয়েছেন৷”

আরও পড়ুন : বিহার থেকে উদ্ধার সুন্দরবনের 6 যুবতি

যদিও গোটা ঘটনাটিকে তৃণমূলের নির্বাচনী কারসাজি বলেই মন্তব্য করেছেন বিজেপির জেলা সভাপতি৷ গোবিন্দবাবু বলেন, “বৈরগাছি 1 গ্রাম পঞ্চায়েতে রামপুর বলে কোনও গ্রাম নেই৷ রাজারামচক নামে গ্রাম রয়েছে৷ সেখানে তৃণমূলের সভা হতেই পারে৷ কিন্তু আমার পরিবারের কোনও সদস্য কোনওদিন কংগ্রেস, সিপিএম কিংবা তৃণমূল করেনি৷ চিরদিনই বিজেপি করে এসেছে৷ ফলে যেটা বলা হচ্ছে, তা একেবারেই সঠিক নয়৷ কাশীনাথ আমার ভাইপোর ডাক নাম৷ ওর ভালো নাম প্রণব৷ কাশী নামে ওকে কতজন চেনে তা নিয়েই সন্দেহ আছে৷ হয়ত ও কোনও কারণে সেখানে গিয়েছিল৷ তারপর তার ছবি দিয়ে যদি তৃণমূলীরা অপপ্রচার করে, তাহলে কিছু করার নেই৷ আমার পরিবারের কেউ ডুবন্ত জাহাজে যাবে, তা আমি বিশ্বাস করি না৷ শেষ অস্ত্র হিসেবে তৃণমূল এখন পরিবারে অশান্তি বাঁধানোর চিন্তাভাবনা করছে৷ কিন্তু এতে কোনও লাভ হবে না৷”

Last Updated : Jan 11, 2021, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.