মালদা, 6 অগস্ট: 38 বছর পর অবশেষে মালদা (Malda) শহরের মুক্তমঞ্চ সংস্কারের (Muktamancha Renovation) উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা । এই মুক্তমঞ্চকে ছোট একটি অডিটোরিয়াম হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন পৌর প্রশাসক তথা সদর মহকুমাশাসক । ভবিষ্যতে অডিটোরিয়ামের পরিধি আরও বাড়ানো যেতে পারে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে ।
মালদা শহরে জনসভা কিংবা তেমন কোনও বড় জমায়েত করার জন্য 1983 সালে শহরের বৃন্দাবনী ময়দানের সামনে একটি মুক্তমঞ্চ তৈরি করে তৎকালীন বাম সরকার । এখানে একাধিক জন সমাবেশ হয়েছে । তবে চলতি শতকের শুরু থেকেই মুক্তমঞ্চ আর সে ভাবে ব্যবহার হয় না । বর্তমানে বৃন্দাবনী ময়দানে কোনও ধরনের সভা বন্ধ করে দিয়েছে প্রশাসন । শহরের প্রাণকেন্দ্রে এই ময়দানই একমাত্র মরুদ্যান । সবুজ বাঁচাতে প্রশাসন এই সিদ্ধান্ত নেয় ।
আরও পড়ুন: মাথাপিছু আড়াইশো টাকায় যাত্রী তুলল সরকারি অ্যাম্বুলেন্স; চালক-সহ আটক 12
এই পরিস্থিতিতে বছর দশেক আগে মুক্তমঞ্চ লিজে দিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ । সেখানে একটি জিম তৈরি করা হয়েছিল । সেই লিজের মেয়াদ শেষ হওয়ার পরেই বিদায়ী পৌরবোর্ড মুক্তমঞ্চ ভেঙে ফেলে সেখানে নতুন একটি অডিটোরিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয় । তবে এখনই অত বড় অডিটোরিয়াম নির্মাণ সম্ভব নয় বলে জানিয়েছেন বর্তমান পৌর প্রশসাক ।
আরও পড়ুন: ভাঁড়ারে নেই ডোজ, কলকাতা পৌরনিগমে অনিশ্চিত কোভিশিল্ডের টিকাকরণ
এ নিয়ে মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো বলেন, “এই মুহূর্তে মুক্তমঞ্চকে ভেঙে নতুন করে গড়ে তোলার কোনও সিদ্ধান্ত নেই । আমরা সেখানে কিছু সংস্কার করতে চাইছি । মুক্তমঞ্চের ভিতরে বড় একটা পরিসর রয়েছে । সেখানে মঞ্চও রয়েছে । মুক্তমঞ্চকে একটি ছোট ইন্ডোর অডিটোরিয়াম হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে । ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সেখানে করা যাবে ।"
আরও পড়ুন : House Collapsed : অণ্ডালে অনবরত বৃষ্টির জেরে ভেঙে পড়ল ইসিএলের পরিত্যক্ত বাড়ি
তিনি আরও বলেন, কিছুদিন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তার দায়িত্বে থাকবেন । ওই জায়গাটি লিজ দেওয়া ছিল । সেই লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে । মুক্তমঞ্চের পাশে থাকা পৌরসভার পরিবহণ দফতরটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে । তার জন্য ফার্ম সংলগ্ন এলাকায় কাজও চলছে । কিন্তু সেখানে এখনও পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হয়নি । অর্থের বরাদ্দ এলে সেই কাজ শেষ করে পরিবহণ দফতরকে নতুন জায়গায় নিয়ে যাওয়া হবে । তার জন্য আরও 3-4 মাস সময় লাগবে । মুক্তমঞ্চের সামনে একটি 20 মিটার উচ্চতাবিশিষ্ট হাইমাস্ট জাতীয় পতাকা লাগানোর চেষ্টা চলছে । তার বরাত দেওয়া হয়ে গিয়েছে । আসন্ন স্বাধীনতা দিবসেই তা উদ্বোধন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ।