ETV Bharat / state

মালদায় বউদিকে খুন করে আত্মঘাতী দেওর, তদন্তে পুলিশ - Malda death case

পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম মিনু ঘোষ (20) ৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর-2 ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের পেমাই গ্রামে ৷

মালদায় বউদিকে খুন করে আত্মঘাতী দেওর, তদন্তে পুলিশ
মালদায় বউদিকে খুন করে আত্মঘাতী দেওর, তদন্তে পুলিশ
author img

By

Published : May 30, 2021, 6:44 PM IST

মালদা, 30 মে : ব্লেড দিয়ে গলা কেটে বউদিকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল দেওর । মালদার রতুয়া-1 ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে এমনই একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম মিনু ঘোষ (20) ৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর-2 ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের পেমাই গ্রামে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে মাকাইয়া গ্রামের কৃষি শ্রমিক শুভঙ্কর ঘোষের সঙ্গে মিনুর বিয়ে হয় ৷ এদিন দুপুরে শুভঙ্কর জমিতে কাজ করছিলেন ৷ অভিযোগ, সেই সময় ব্লেড দিয়ে মিনুর গলা কেটে খুন করে দেওর শিবশংকর ৷ এরপরেই ওই ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে ৷ খবর পেয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে রতুয়া থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত ব্লেডও ।

মিনুর এক দাদা মুকেশ ঘোষ বলেন, “ফোন মারফত জানতে পারলাম, মিনুকে নাকি ওর দেওর খুন করেছে ৷ এই খবর পাওয়ার পরেই মিনুর স্বামীকে ফোন করি । সেও জানায় মিনুর দেওর নাকি খুন করে আত্মহত্যা করেছে । গ্রামে যাওয়ার পরে কেউ কিছু বলতে রাজি হয়নি । এখন আমরা থানায় এসেছি । আমাদের ধারণা এই ঘটনার সঙ্গে ওদের বাড়ির সকলে জড়িত রয়েছে । এমনও হতে পারে, মিনুকে খুন করার পর সবার নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে ওরাই শিবশংকরকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ৷”

মিনুর এক মামি রিনা ঘোষ বলেন, “বিয়ের পরই শ্বশুর-শাশুড়ি শুভঙ্কর ও মিনুকে আলাদা করে দেয় ৷ এক বছর বাবার বাড়িতেই ছিল মিনু ৷ পরে শুভঙ্কর বাড়ির লোকজনকে নিয়ে গিয়ে মিনুকে নিজের বাড়িতে নিয়ে যান ৷ সেই সময় থানাতেই বিচার হয়েছিল ৷ আজ শুনলাম, দেওর আমার ভাগ্নির গলা কেটে খুন করেছে ৷ দেওরের সঙ্গে ওর কোনও সম্পর্ক ছিল না ৷ এখন মিনুদের পারিবারিক ঝামেলাও ছিল না ৷ তবে শুভঙ্কর খুব মদ খায় ৷ মদ খেয়ে মাঝেমধ্যেই সে স্ত্রীকে মারধর করত ৷ এই ঘটনার সঙ্গে সে জড়িয়ে রয়েছে কি না, তা অবশ্য বলতে পারব না ৷”

আরও পড়ুন : মালদার নিকাশি নালা থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ, চাঞ্চল্য এলাকায়

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । আপাতত মৃত বধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

মালদা, 30 মে : ব্লেড দিয়ে গলা কেটে বউদিকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল দেওর । মালদার রতুয়া-1 ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামে এমনই একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ মৃতদেহ দু’টি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম মিনু ঘোষ (20) ৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর-2 ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের পেমাই গ্রামে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে মাকাইয়া গ্রামের কৃষি শ্রমিক শুভঙ্কর ঘোষের সঙ্গে মিনুর বিয়ে হয় ৷ এদিন দুপুরে শুভঙ্কর জমিতে কাজ করছিলেন ৷ অভিযোগ, সেই সময় ব্লেড দিয়ে মিনুর গলা কেটে খুন করে দেওর শিবশংকর ৷ এরপরেই ওই ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে ৷ খবর পেয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে রতুয়া থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত ব্লেডও ।

মিনুর এক দাদা মুকেশ ঘোষ বলেন, “ফোন মারফত জানতে পারলাম, মিনুকে নাকি ওর দেওর খুন করেছে ৷ এই খবর পাওয়ার পরেই মিনুর স্বামীকে ফোন করি । সেও জানায় মিনুর দেওর নাকি খুন করে আত্মহত্যা করেছে । গ্রামে যাওয়ার পরে কেউ কিছু বলতে রাজি হয়নি । এখন আমরা থানায় এসেছি । আমাদের ধারণা এই ঘটনার সঙ্গে ওদের বাড়ির সকলে জড়িত রয়েছে । এমনও হতে পারে, মিনুকে খুন করার পর সবার নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে ওরাই শিবশংকরকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ৷”

মিনুর এক মামি রিনা ঘোষ বলেন, “বিয়ের পরই শ্বশুর-শাশুড়ি শুভঙ্কর ও মিনুকে আলাদা করে দেয় ৷ এক বছর বাবার বাড়িতেই ছিল মিনু ৷ পরে শুভঙ্কর বাড়ির লোকজনকে নিয়ে গিয়ে মিনুকে নিজের বাড়িতে নিয়ে যান ৷ সেই সময় থানাতেই বিচার হয়েছিল ৷ আজ শুনলাম, দেওর আমার ভাগ্নির গলা কেটে খুন করেছে ৷ দেওরের সঙ্গে ওর কোনও সম্পর্ক ছিল না ৷ এখন মিনুদের পারিবারিক ঝামেলাও ছিল না ৷ তবে শুভঙ্কর খুব মদ খায় ৷ মদ খেয়ে মাঝেমধ্যেই সে স্ত্রীকে মারধর করত ৷ এই ঘটনার সঙ্গে সে জড়িয়ে রয়েছে কি না, তা অবশ্য বলতে পারব না ৷”

আরও পড়ুন : মালদার নিকাশি নালা থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ, চাঞ্চল্য এলাকায়

রতুয়া থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । আপাতত মৃত বধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.