ETV Bharat / state

ফোনের বদলে এল পাথর, এবার অনলাইন প্রতারণার শিকার BJP সাংসদ - মালদা

অনলাইনে শপিং করতে গিয়ে গ্রাহককে প্রতারিত হতে হয়েছে ৷ এবার অনলাইনে প্রতারণার শিকার হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অনলাইন প্রতারণার শিকার খোদ সাংসদ
author img

By

Published : Oct 28, 2019, 8:13 PM IST

মালদা, 28 অক্টোবর : অনলাইন প্রতারণার শিকার সাংসদ ৷ ফোন অর্ডার করে হাতে পান পাথর ৷ আজ তিনি ইংরেজবাজার থানায় গ্রাহক প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অনলাইন শপিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে অনেক গ্রাহক ৷ এবার প্রতারিত হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন , "চলতি মাসের 23 তারিখ একটি অনলাইন শপিং সাইট থেকে একটি মোবাইল ফোন অর্ডার করেছিলাম । গতকাল সেই ফোন বাড়িতে আসে । আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী সেই ফোন নেয় । রাতে আমি বাড়ি ফিরে প্যাকেট খুলে দেখি, অন্য একটি ফোনের প্যাকেট ভেতরে রয়েছে । সেই ফোনের প্যাকেট খুলে দেখি, প্যাকেটের ভেতরে ফোন কিংবা ফোনের কোনও সামগ্রীই নেই । রয়েছে শুধু পাথর । আজ দুপুরে সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি ।"

MP gets victimised by online shopping site
বাক্সে ফোনের বদলে পাথর

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, উত্তর মালদার সাংসদ প্রতারণার একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ।

মালদা, 28 অক্টোবর : অনলাইন প্রতারণার শিকার সাংসদ ৷ ফোন অর্ডার করে হাতে পান পাথর ৷ আজ তিনি ইংরেজবাজার থানায় গ্রাহক প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অনলাইন শপিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে অনেক গ্রাহক ৷ এবার প্রতারিত হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন , "চলতি মাসের 23 তারিখ একটি অনলাইন শপিং সাইট থেকে একটি মোবাইল ফোন অর্ডার করেছিলাম । গতকাল সেই ফোন বাড়িতে আসে । আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী সেই ফোন নেয় । রাতে আমি বাড়ি ফিরে প্যাকেট খুলে দেখি, অন্য একটি ফোনের প্যাকেট ভেতরে রয়েছে । সেই ফোনের প্যাকেট খুলে দেখি, প্যাকেটের ভেতরে ফোন কিংবা ফোনের কোনও সামগ্রীই নেই । রয়েছে শুধু পাথর । আজ দুপুরে সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি ।"

MP gets victimised by online shopping site
বাক্সে ফোনের বদলে পাথর

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, উত্তর মালদার সাংসদ প্রতারণার একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ।

Intro:মালদা, ২৮ অক্টোবরঃ অনলাইন গ্রাহক প্রতারণার শিকার খোদ সাংসদ। গ্রাহক প্রতারণার অভিযোগ তুলে আজ সাংসদ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।Body:অনলাইনে শপিং করতে গিয়ে গ্রাহক প্রতারণার অভিযোগ একাধিকবার উঠে এসেছে। এবারে গ্রাহকর প্রতারণার শিকার হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। খগেনবাবু জানান, “গত ২৩ তারিখ ছেলের মাধ্যমে একটি অনলাইন শপিং সাইট থেকে আমি একটি মোবাইল ফোন অর্ডার করেছিলাম। গতকাল সেই ফোন বাড়িতে আসে। আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী সেই ফোন গ্রহণ করে। রাতে আমি বাড়ি ফিরে প্যাকেট খুলে দেখতে পাই, অন্য একটি ফোনের প্যাকেট ভেতরে রয়েছে। সেই ফোনের প্যাকেট খুলে দেখি, প্যাকেটের ভেতরে ফোন কিংবা ফোনের কোনও সামগ্রী নেই। রয়েছে শুধু দুটি পাথর। আজ দুপুরে সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি।”Conclusion:ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, উত্তর মালদার সাংসদ গ্রাহক প্রতারণার একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.