মালদা, 28 অক্টোবর : অনলাইন প্রতারণার শিকার সাংসদ ৷ ফোন অর্ডার করে হাতে পান পাথর ৷ আজ তিনি ইংরেজবাজার থানায় গ্রাহক প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
অনলাইন শপিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছে অনেক গ্রাহক ৷ এবার প্রতারিত হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন , "চলতি মাসের 23 তারিখ একটি অনলাইন শপিং সাইট থেকে একটি মোবাইল ফোন অর্ডার করেছিলাম । গতকাল সেই ফোন বাড়িতে আসে । আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী সেই ফোন নেয় । রাতে আমি বাড়ি ফিরে প্যাকেট খুলে দেখি, অন্য একটি ফোনের প্যাকেট ভেতরে রয়েছে । সেই ফোনের প্যাকেট খুলে দেখি, প্যাকেটের ভেতরে ফোন কিংবা ফোনের কোনও সামগ্রীই নেই । রয়েছে শুধু পাথর । আজ দুপুরে সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি ।"
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, উত্তর মালদার সাংসদ প্রতারণার একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ।