ETV Bharat / state

মালদা জেলা কংগ্রেসের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত মোস্তাক আলম

author img

By

Published : Oct 29, 2020, 8:40 AM IST

একুশের ভোটের আগে হঠাৎ করে মাত্র দেড় বছরের মাথায় সরিয়ে দেওয়া হয় মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলমকে । সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় বর্ষীয়ান নেতা আবু হাসেম খান চৌধুরিকে ৷ দায়িত্ব পাওয়ার পরেই কোরোনায় সংক্রমিত হন ডালুবাবু ।

Malda
মালদা জেলা কংগ্রেসের কোর কমিটির বৈঠক

মালদা, 29 অক্টোবর : আগামী বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় নিজেদের সংগঠনকে মজবুত করতে বৈঠক কংগ্রেসের কোর কমিটির ৷ গতকালের বৈঠকে কমিটির পাঁচ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ৷ তবে, বৈঠকে উপস্থিত ছিলেন না মোস্তাক আলম ৷ এরপরেই বিভিন্ন মহলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসে ৷ তবে, কংগ্রেসের অভ্যন্তরে দ্বন্ব্দের কথা মানতে নারাজ কমিটির অন্যতম সদস্য ইশা খান চৌধুরি ৷

একুশের ভোটের আগে হঠাৎ করে মাত্র দেড় বছরের মাথায় সরিয়ে দেওয়া হয় মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলমকে । সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় বর্ষীয়ান নেতা আবু হাসেম খান চৌধুরিকে (ডালু মিঞা) ৷ দায়িত্ব পাওয়ার পরেই কোরোনা সংক্রমিত হন ডালু সাহেব । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসার পর এখন তিনি সুস্থ। তবে শারীরিক দুর্বলতার জন্য এখনও তিনি কলকাতায় । এই অবস্থায় ভোটের আগে জেলায় নিজেদের সংগঠনকে সাজাতে প্রদেশ কংগ্রেস একটি কোর কমিটি গঠন করে । পাঁচ বিধায়ককে নিয়ে গঠিত এই কমিটিতে ঠাঁই হয়নি মোস্তাক সাহেবের । গতকাল সেই কমিটির প্রথম বৈঠক হয় । পাঁচ সদস্য ছাড়া আরও অনেকে বৈঠকে উপস্থিত থাকলেও দেখা যায়নি মোস্তাক সাহেবকে । এনিয়ে কংগ্রেসের একটি মহলে চর্চা শুরু হলেও দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে রাজি হননি কমিটির অন্যতম সদস্য ইশা খান চৌধুরি । বৈঠকে ভোটমুখী রাজনৈতিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি ৷

মালদা শহরের একটি রেস্তরাঁয় জেলা কংগ্রেসের কোর কমিটির প্রথম বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির পাঁচ বিধায়ক সদস্য ইশা খান চৌধুরি, মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার, আলবিরুনী জুলকারনাইন ও আসিফ মেহবুব । অংশ নিয়েছিলেন দলের অন্যতম নেতা কালীসাধন রায়সহ আরও অনেকে । সূত্রের খবর, বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে । বর্তমানে গোটা জেলায় দলীয় সংগঠনে যেসব সমস্যা দেখা দিয়েছে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় । তৃণমূল ও BJP-র সাঁড়াশি চাপ থেকে কীভাবে নেতা ও কর্মীদের বের করে আনা যাবে, তা নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন সবাই । কয়েক ঘণ্টার আলোচনায় উঠে আসে 31 অক্টোবর ও 1 নভেম্বরের কর্মসূচির প্রসঙ্গও ।

বৈঠক শেষে ইশা খান চৌধুরির বক্তব্য শুনুন ভিডিয়োতে

বৈঠক শেষে ইশা খান চৌধুরি বলেন, "এটা ছিল জেলা কংগ্রেসের কোর কমিটির প্রথম বৈঠক । 31 অক্টোবর ও 1 নভেম্বর আমাদের দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে । 31 অক্টোবর ইন্দিরা গান্ধির মৃত্যু ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস । সেদিন আমরা তাঁদের দু'জনকে সম্মান জানাব । এছাড়াও AICC-র নির্দেশে, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করবে কংগ্রেস । এখানেও সেই মিছিল বের করা হবে । পরদিন মালদার রূপকার বরকত গনি খান চৌধুরির জন্মদিন । সেদিন তাঁকে আমরা অন্যান্য বছরের মতোই সম্মান জানাব । এখন উৎসবের মরশুম চলছে । পুজোয় প্রত্যেক নেতা-নেত্রী নিজেদের এলাকায় ব্যস্ত ছিলেন । তাই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি । এনিয়ে আগামীদিনে আমরা আবার আলোচনা করব । তবে আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্বের যে কথা ছড়ানো হচ্ছে, তা বিরোধীদের অপপ্রচার । বিশেষত তৃণমূলের প্রতিটি জায়গায় দ্বন্দ্ব রয়েছে । ওদের সবাই মালিক । তাই মানুষকে বিভ্রান্ত করতে ওরা এই গুজব ছড়াচ্ছে । আমরা সবাই এক । আজকের বৈঠকে মোস্তাক সাহেব আসতে পারেননি । তিনি বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত । এখনও বিহারেই রয়েছেন তিনি । তবে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে । 31 ও 1 তারিখ দলীয় কর্মসূচিতে তিনি হাজির থাকবেন ।"

মালদা, 29 অক্টোবর : আগামী বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় নিজেদের সংগঠনকে মজবুত করতে বৈঠক কংগ্রেসের কোর কমিটির ৷ গতকালের বৈঠকে কমিটির পাঁচ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ৷ তবে, বৈঠকে উপস্থিত ছিলেন না মোস্তাক আলম ৷ এরপরেই বিভিন্ন মহলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসে ৷ তবে, কংগ্রেসের অভ্যন্তরে দ্বন্ব্দের কথা মানতে নারাজ কমিটির অন্যতম সদস্য ইশা খান চৌধুরি ৷

একুশের ভোটের আগে হঠাৎ করে মাত্র দেড় বছরের মাথায় সরিয়ে দেওয়া হয় মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলমকে । সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় বর্ষীয়ান নেতা আবু হাসেম খান চৌধুরিকে (ডালু মিঞা) ৷ দায়িত্ব পাওয়ার পরেই কোরোনা সংক্রমিত হন ডালু সাহেব । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসার পর এখন তিনি সুস্থ। তবে শারীরিক দুর্বলতার জন্য এখনও তিনি কলকাতায় । এই অবস্থায় ভোটের আগে জেলায় নিজেদের সংগঠনকে সাজাতে প্রদেশ কংগ্রেস একটি কোর কমিটি গঠন করে । পাঁচ বিধায়ককে নিয়ে গঠিত এই কমিটিতে ঠাঁই হয়নি মোস্তাক সাহেবের । গতকাল সেই কমিটির প্রথম বৈঠক হয় । পাঁচ সদস্য ছাড়া আরও অনেকে বৈঠকে উপস্থিত থাকলেও দেখা যায়নি মোস্তাক সাহেবকে । এনিয়ে কংগ্রেসের একটি মহলে চর্চা শুরু হলেও দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে রাজি হননি কমিটির অন্যতম সদস্য ইশা খান চৌধুরি । বৈঠকে ভোটমুখী রাজনৈতিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি ৷

মালদা শহরের একটি রেস্তরাঁয় জেলা কংগ্রেসের কোর কমিটির প্রথম বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির পাঁচ বিধায়ক সদস্য ইশা খান চৌধুরি, মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার, আলবিরুনী জুলকারনাইন ও আসিফ মেহবুব । অংশ নিয়েছিলেন দলের অন্যতম নেতা কালীসাধন রায়সহ আরও অনেকে । সূত্রের খবর, বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়েছে । বর্তমানে গোটা জেলায় দলীয় সংগঠনে যেসব সমস্যা দেখা দিয়েছে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় । তৃণমূল ও BJP-র সাঁড়াশি চাপ থেকে কীভাবে নেতা ও কর্মীদের বের করে আনা যাবে, তা নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেন সবাই । কয়েক ঘণ্টার আলোচনায় উঠে আসে 31 অক্টোবর ও 1 নভেম্বরের কর্মসূচির প্রসঙ্গও ।

বৈঠক শেষে ইশা খান চৌধুরির বক্তব্য শুনুন ভিডিয়োতে

বৈঠক শেষে ইশা খান চৌধুরি বলেন, "এটা ছিল জেলা কংগ্রেসের কোর কমিটির প্রথম বৈঠক । 31 অক্টোবর ও 1 নভেম্বর আমাদের দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে । 31 অক্টোবর ইন্দিরা গান্ধির মৃত্যু ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস । সেদিন আমরা তাঁদের দু'জনকে সম্মান জানাব । এছাড়াও AICC-র নির্দেশে, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করবে কংগ্রেস । এখানেও সেই মিছিল বের করা হবে । পরদিন মালদার রূপকার বরকত গনি খান চৌধুরির জন্মদিন । সেদিন তাঁকে আমরা অন্যান্য বছরের মতোই সম্মান জানাব । এখন উৎসবের মরশুম চলছে । পুজোয় প্রত্যেক নেতা-নেত্রী নিজেদের এলাকায় ব্যস্ত ছিলেন । তাই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি । এনিয়ে আগামীদিনে আমরা আবার আলোচনা করব । তবে আমাদের দলে গোষ্ঠীদ্বন্দ্বের যে কথা ছড়ানো হচ্ছে, তা বিরোধীদের অপপ্রচার । বিশেষত তৃণমূলের প্রতিটি জায়গায় দ্বন্দ্ব রয়েছে । ওদের সবাই মালিক । তাই মানুষকে বিভ্রান্ত করতে ওরা এই গুজব ছড়াচ্ছে । আমরা সবাই এক । আজকের বৈঠকে মোস্তাক সাহেব আসতে পারেননি । তিনি বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত । এখনও বিহারেই রয়েছেন তিনি । তবে তাঁর সঙ্গে আমার কথা হয়েছে । 31 ও 1 তারিখ দলীয় কর্মসূচিতে তিনি হাজির থাকবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.