মালদা, ২৪ ফেব্রুয়ারি : "তৃণমূলে যোগ না দেওয়ায় পুলিশকে ব্যবহার করে কংগ্রেসের দল ভাঙার চেষ্টা করছেন মৌসম।" গতকাল সাংবাদিক বৈঠকে মৌসম বেনজ়ির নুরের বিরুদ্ধে এই অভিযোগ করেন কংগ্রেসের মালদা জেলা সভাপতি মোস্তাক আলম।
গতকাল দুপুরে মালদা জেলা কংগ্রেসের অফিস হায়াত ভবনে এক সাংবাদিক বৈঠক করে জেলা কংগ্রেস নেতৃত্ব। সেখানে মৌসমের বিরুদ্ধে দল ভাঙানোর ও শাসকদলের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করার অভিযোগ তোলেন মোস্তাক আলম।
মোস্তাক বলেন, "মৌসম তিনদিন আগে হরিশ্চন্দ্রপুরের কুশিদা অঞ্চল সভাপতি সনাতন দাসকে ফোন করে তৃণমূলে যোগ দিতে বলেছিল। কিন্তু সনাতন তৃণমূলে যেতে রাজি হয়নি। শাসক দলের স্থানীয় নেতা রবিউল ইসলামও সনাতনের বাড়িতে গিয়ে বারবার ওকে তৃণমূলে যোগ দিতে বলেছে। কিন্তু তাতেও কাজ হয়নি। সেই কারণেই সনাতনকে ফাঁসানোর চক্রান্ত চলছে।"
মোস্তাক আরও বলেন, " গত পঞ্চায়েত নির্বাচনে জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও যারা পঞ্চায়েত নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থেকে ভোট লুট করেছে, তাদের বদলির দাবি নির্বাচন কমিশনের কাছে জানাব।"
এই ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি বলেন, "নির্বাচন সামনে, এখন পুলিশের উচিৎ তৃণমূল, কংগ্রেস না ভেবে আইনশঙ্খলা বজায় রাখা। পুলিশ ভাবছে দু-একজন কংগ্রেসকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসাতে পারলে তাদের প্রমোশন হবে। কিন্তু আমরা ইতিমধ্যেই সমস্ত ঘটনা নির্বাচন কমিশনে জানিয়েছি। মালদা যেহেতু কংগ্রেসের ঘর, সেহেতু এখানে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।"