মালদা, 30 জুন : মালদায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের । এর প্রতিবাদে বৈষ্ণবনগরের 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থানে আসেন ইশা খান চৌধুরি । তাঁর আশ্বাসে উঠে যায় অবরোধ । পরে ইশা বলেন, "পিটিয়ে মারার ঘটনায় RSS-র বিরুদ্ধে অভিযোগ উঠছে ।"
বুধবার(26 জুন), বাইক চোর সন্দেহে বৈষ্ণবনগরের গাদ্দিপাড়ার বাসিন্দা সানাউল শেখ(24)-কে মারধর করে জনতা । গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ । ভরতি করা হয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয় । কিন্তু, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে কলকাতার হাসপাতালে রেফার করতে দেরি করেননি চিকিৎসকরা । তবে টাকা-পয়সার অভাবে কলকাতায় নিয়ে যেতে পারেননি পরিবারের লোকজন । শুক্রবার রাতে মৃত্যু হয় সানাউলের ।
এদিকে, সানাউলকে মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক । আজ সকালে বৈষ্ণবনগরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা । ঘটনাস্থানে আসে পুলিশ । আসেন ইশা খান চৌধুরিও । তাঁর আশ্বাসেই উঠে যায় অবরোধ ।
ইশা বলেন, "এই ঘটনায় আমরা দুঃখিত । গ্রামবাসীদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে । এলাকার মানুষ এই ঘটনায় RSS-এর জড়িত থাকার অভিযোগও তুলেছে । কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করছি । এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আমার সন্দেহ, রাজনৈতিক হিংসায় এই ঘটনা ঘটে থাকতে পারে । তদন্তে যদি কোনও রাজনৈতিক দলের যোগ পাওয়া যায় তবে আমরা পুলিশের কাছে কঠোর শাস্তির দাবি জানাব ।"
RSS-র উত্তরবঙ্গের সহ সম্পাদক তরুণ পণ্ডিত বলেন, "বৈষ্ণবনগরে এক যুবক বাইক চুরি করতে এসে ধরা পড়ে । ক্ষিপ্ত জনতার গণপ্রহারে তার মৃত্যু হয় । RSS কখনই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না । যদি সত্যিই ওই যুবক বাইক চুরি করতে এসে ধরা পড়ে, তাহলেও আইন হাতে নেওয়ার অধিকার কারোর নেই । আমরা এই ঘটনার সম্পূর্ণ বিরোধী । RSS হিংসায় বিশ্বাস করে না ।" তিনি আরও বলেন, "কংগ্রেস এই ঘটনায় RSS-এর নাম জড়ানোর চেষ্টা করছে । যারা আইন হাতে তুলে নিয়েছে, আমরাও তাদের শাস্তি চাই । RSS গণপ্রহারে বিশ্বাসী নয়, শান্তি ও সহমর্মিতায় বিশ্বাসী ।"