ETV Bharat / state

মালদায় চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু যুবকের - mob

মালদায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের । পিটিয়ে মারার ঘটনায় RSS-র বিরুদ্ধে অভিযোগ উঠছে বলে জানালেন সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরি ।

ইশা খান
author img

By

Published : Jun 30, 2019, 6:37 PM IST

Updated : Jun 30, 2019, 7:32 PM IST

মালদা, 30 জুন : মালদায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের । এর প্রতিবাদে বৈষ্ণবনগরের 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থানে আসেন ইশা খান চৌধুরি । তাঁর আশ্বাসে উঠে যায় অবরোধ । পরে ইশা বলেন, "পিটিয়ে মারার ঘটনায় RSS-র বিরুদ্ধে অভিযোগ উঠছে ।"

বুধবার(26 জুন), বাইক চোর সন্দেহে বৈষ্ণবনগরের গাদ্দিপাড়ার বাসিন্দা সানাউল শেখ(24)-কে মারধর করে জনতা । গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ । ভরতি করা হয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয় । কিন্তু, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে কলকাতার হাসপাতালে রেফার করতে দেরি করেননি চিকিৎসকরা । তবে টাকা-পয়সার অভাবে কলকাতায় নিয়ে যেতে পারেননি পরিবারের লোকজন । শুক্রবার রাতে মৃত্যু হয় সানাউলের ।

এদিকে, সানাউলকে মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক । আজ সকালে বৈষ্ণবনগরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা । ঘটনাস্থানে আসে পুলিশ । আসেন ইশা খান চৌধুরিও । তাঁর আশ্বাসেই উঠে যায় অবরোধ ।

দেখুন ভিডিয়ো

ইশা বলেন, "এই ঘটনায় আমরা দুঃখিত । গ্রামবাসীদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে । এলাকার মানুষ এই ঘটনায় RSS-এর জড়িত থাকার অভিযোগও তুলেছে । কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করছি । এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আমার সন্দেহ, রাজনৈতিক হিংসায় এই ঘটনা ঘটে থাকতে পারে । তদন্তে যদি কোনও রাজনৈতিক দলের যোগ পাওয়া যায় তবে আমরা পুলিশের কাছে কঠোর শাস্তির দাবি জানাব ।"

ISHA KHAN
ইশা খান চৌধুরির আশ্বাসে উঠল অবরোধ

RSS-র উত্তরবঙ্গের সহ সম্পাদক তরুণ পণ্ডিত বলেন, "বৈষ্ণবনগরে এক যুবক বাইক চুরি করতে এসে ধরা পড়ে । ক্ষিপ্ত জনতার গণপ্রহারে তার মৃত্যু হয় । RSS কখনই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না । যদি সত্যিই ওই যুবক বাইক চুরি করতে এসে ধরা পড়ে, তাহলেও আইন হাতে নেওয়ার অধিকার কারোর নেই । আমরা এই ঘটনার সম্পূর্ণ বিরোধী । RSS হিংসায় বিশ্বাস করে না ।" তিনি আরও বলেন, "কংগ্রেস এই ঘটনায় RSS-এর নাম জড়ানোর চেষ্টা করছে । যারা আইন হাতে তুলে নিয়েছে, আমরাও তাদের শাস্তি চাই । RSS গণপ্রহারে বিশ্বাসী নয়, শান্তি ও সহমর্মিতায় বিশ্বাসী ।"

মালদা, 30 জুন : মালদায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের । এর প্রতিবাদে বৈষ্ণবনগরের 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থানে আসেন ইশা খান চৌধুরি । তাঁর আশ্বাসে উঠে যায় অবরোধ । পরে ইশা বলেন, "পিটিয়ে মারার ঘটনায় RSS-র বিরুদ্ধে অভিযোগ উঠছে ।"

বুধবার(26 জুন), বাইক চোর সন্দেহে বৈষ্ণবনগরের গাদ্দিপাড়ার বাসিন্দা সানাউল শেখ(24)-কে মারধর করে জনতা । গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ । ভরতি করা হয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে । অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয় । কিন্তু, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে কলকাতার হাসপাতালে রেফার করতে দেরি করেননি চিকিৎসকরা । তবে টাকা-পয়সার অভাবে কলকাতায় নিয়ে যেতে পারেননি পরিবারের লোকজন । শুক্রবার রাতে মৃত্যু হয় সানাউলের ।

এদিকে, সানাউলকে মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক । আজ সকালে বৈষ্ণবনগরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা । ঘটনাস্থানে আসে পুলিশ । আসেন ইশা খান চৌধুরিও । তাঁর আশ্বাসেই উঠে যায় অবরোধ ।

দেখুন ভিডিয়ো

ইশা বলেন, "এই ঘটনায় আমরা দুঃখিত । গ্রামবাসীদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে । এলাকার মানুষ এই ঘটনায় RSS-এর জড়িত থাকার অভিযোগও তুলেছে । কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করছি । এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আমার সন্দেহ, রাজনৈতিক হিংসায় এই ঘটনা ঘটে থাকতে পারে । তদন্তে যদি কোনও রাজনৈতিক দলের যোগ পাওয়া যায় তবে আমরা পুলিশের কাছে কঠোর শাস্তির দাবি জানাব ।"

ISHA KHAN
ইশা খান চৌধুরির আশ্বাসে উঠল অবরোধ

RSS-র উত্তরবঙ্গের সহ সম্পাদক তরুণ পণ্ডিত বলেন, "বৈষ্ণবনগরে এক যুবক বাইক চুরি করতে এসে ধরা পড়ে । ক্ষিপ্ত জনতার গণপ্রহারে তার মৃত্যু হয় । RSS কখনই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না । যদি সত্যিই ওই যুবক বাইক চুরি করতে এসে ধরা পড়ে, তাহলেও আইন হাতে নেওয়ার অধিকার কারোর নেই । আমরা এই ঘটনার সম্পূর্ণ বিরোধী । RSS হিংসায় বিশ্বাস করে না ।" তিনি আরও বলেন, "কংগ্রেস এই ঘটনায় RSS-এর নাম জড়ানোর চেষ্টা করছে । যারা আইন হাতে তুলে নিয়েছে, আমরাও তাদের শাস্তি চাই । RSS গণপ্রহারে বিশ্বাসী নয়, শান্তি ও সহমর্মিতায় বিশ্বাসী ।"

Hi Partha,

As informed  to you Its all uploaded ,
Please check your system with mobile data.
In some floor the content is blocked by our IT team.
Have talked to Bharat, will be set right soon.

Regards,
Sanjay

On 29-Jun-2019, at 1:36 PM, Partha Pratim Ghosh Roy <partha.pratim@etvbharat.com> wrote:

Dear Sanjayji,

They are not uploading Bangla Astrology, even after providing them the translations.

Please look into this.

Thanks

On Sat, Jun 29, 2019 at 12:27 AM horoscope horoscope <horoscope@etvbharat.com> wrote:

Dear all,

Sending Weekly Horoscopes for the month of July 2019, please send it to us after check.

Thanks & Regards

<Bangla 29th June.jpg><Bangla - 29th June.jpg>

Last Updated : Jun 30, 2019, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.