ETV Bharat / state

মালদায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির দুই ছাত্রী - Malda PS

মালদা থানা এলাকায় নিখোঁজ নবম শ্রেণির দুই ছাত্রী । গতকাল সকাল 10টায় স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বেরিয়েছিল তারা ৷

missing two girls of class nine in Malda
স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির দুই ছাত্রী
author img

By

Published : Feb 15, 2020, 2:10 AM IST

মালদা, 15ফেব্রুয়ারি : বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বেরিয়েছিল দুই কিশোরী ৷ তারপর আর বাড়ি ফেরেনি তারা৷ মুক্তিপণ চেয়ে বাড়িতে কোনও ফোনও আসেনি ৷ পরিবারের সদস্যদের আশঙ্কা, তাদের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে৷ এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা৷ যোগাযোগ করেছেন জেলা চাইল্ড লাইনের সঙ্গে ৷ মালদা থানা এলাকার ঘটনা ৷

নিখোঁজ দুই ছাত্রীর একজনের বয়স 17, অন্যজনের 16 ৷ দু’জনেই মালদার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে ৷ বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ৷ দু’জনের বাড়ি পাশাপাশি ৷ গত বুধবার বাড়িতে খাবার খেয়ে স্কুলের উদ্দেশে বের হয় দু’জন৷ কিন্তু তাদের কেউ আর বাড়ি ফিরে আসেনি৷ তল্লাশি করেও তাদের খোঁজ পাওয়া যায়নি ৷

ওই দুই ছাত্রীর একজনের বাবার চায়ের দোকান রয়েছে, অন্যজনের বাবা লরিচালক ৷ দু’জনের মা গৃহবধূ ৷ এক ছাত্রীর মা বলেন, “গত বুধবার স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে৷ কিন্তু স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি৷ চারদিকে খোঁজাখুঁজি করেছি ৷ মেয়ের সন্ধান পাইনি ৷ ওর কাছে মোবাইল ফোন নেই ৷ কোনও ছেলের সঙ্গে সম্পর্কও ছিল না ৷ মেয়ে একা রাস্তাতেও বেরোত না ৷ আমার ধারণা, রাস্তা থেকেই মেয়েকে কেউ বা কারা তুলে নিয়ে গিয়েছে ৷ এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানিয়েছি চাইল্ড লাইনেও ৷ আমি মেয়েকে ফিরে পেতে চাই ৷ আমার মেয়ের সঙ্গে পাশের বাড়ির আরেকটি মেয়েও নিখোঁজ ৷ তারা দুই বন্ধু ৷”

আর এক নিখোঁজ ছাত্রীর মা বলেন, “বুধবার থেকে আমার মেয়েও নিখোঁজ ৷ সেদিন সকাল 10টায় স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বেরিয়েছিল ৷ তারপর থেকে মেয়ের আর কোনও খোঁজ পাইনি ৷ মেয়ের সঙ্গে কোনও ছেলের সম্পর্কও ছিল না ৷ আমাদের ধারণা, স্কুল যাওয়ার পথেই তাকে কেউ বা কারা অপহরণ করেছে ৷ গোটা ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আমরা শুধু নিজেদের মেয়ে ফেরত চাই ৷ প্রশাসনের কাছে আমাদের সেটাই আর্জি ৷”

পুলিশের আশা, খুব তাড়াতাড়ি তাদের উদ্ধার করা যাবে ৷ আপাতত সেই আশাতেই রয়েছে দুই ছাত্রীর পরিবার ৷

মালদা, 15ফেব্রুয়ারি : বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বেরিয়েছিল দুই কিশোরী ৷ তারপর আর বাড়ি ফেরেনি তারা৷ মুক্তিপণ চেয়ে বাড়িতে কোনও ফোনও আসেনি ৷ পরিবারের সদস্যদের আশঙ্কা, তাদের মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে৷ এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন তাঁরা৷ যোগাযোগ করেছেন জেলা চাইল্ড লাইনের সঙ্গে ৷ মালদা থানা এলাকার ঘটনা ৷

নিখোঁজ দুই ছাত্রীর একজনের বয়স 17, অন্যজনের 16 ৷ দু’জনেই মালদার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে ৷ বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে ৷ দু’জনের বাড়ি পাশাপাশি ৷ গত বুধবার বাড়িতে খাবার খেয়ে স্কুলের উদ্দেশে বের হয় দু’জন৷ কিন্তু তাদের কেউ আর বাড়ি ফিরে আসেনি৷ তল্লাশি করেও তাদের খোঁজ পাওয়া যায়নি ৷

ওই দুই ছাত্রীর একজনের বাবার চায়ের দোকান রয়েছে, অন্যজনের বাবা লরিচালক ৷ দু’জনের মা গৃহবধূ ৷ এক ছাত্রীর মা বলেন, “গত বুধবার স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে৷ কিন্তু স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি৷ চারদিকে খোঁজাখুঁজি করেছি ৷ মেয়ের সন্ধান পাইনি ৷ ওর কাছে মোবাইল ফোন নেই ৷ কোনও ছেলের সঙ্গে সম্পর্কও ছিল না ৷ মেয়ে একা রাস্তাতেও বেরোত না ৷ আমার ধারণা, রাস্তা থেকেই মেয়েকে কেউ বা কারা তুলে নিয়ে গিয়েছে ৷ এই ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানিয়েছি চাইল্ড লাইনেও ৷ আমি মেয়েকে ফিরে পেতে চাই ৷ আমার মেয়ের সঙ্গে পাশের বাড়ির আরেকটি মেয়েও নিখোঁজ ৷ তারা দুই বন্ধু ৷”

আর এক নিখোঁজ ছাত্রীর মা বলেন, “বুধবার থেকে আমার মেয়েও নিখোঁজ ৷ সেদিন সকাল 10টায় স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বেরিয়েছিল ৷ তারপর থেকে মেয়ের আর কোনও খোঁজ পাইনি ৷ মেয়ের সঙ্গে কোনও ছেলের সম্পর্কও ছিল না ৷ আমাদের ধারণা, স্কুল যাওয়ার পথেই তাকে কেউ বা কারা অপহরণ করেছে ৷ গোটা ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ আমরা শুধু নিজেদের মেয়ে ফেরত চাই ৷ প্রশাসনের কাছে আমাদের সেটাই আর্জি ৷”

পুলিশের আশা, খুব তাড়াতাড়ি তাদের উদ্ধার করা যাবে ৷ আপাতত সেই আশাতেই রয়েছে দুই ছাত্রীর পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.