ETV Bharat / state

Malda News: আমবাগান দখল করতে গ্রামে দুষ্কৃতী হামলা ! ভয়ে নির্বাক শিশু - মালদার খবর

আম বাগানের (Mango Garden) দখল নিতে গ্রামে দুষ্কৃতী হামলার অভিযোগ ! মালদার (Malda) ইংরেজবাজার ব্লকের যদুপুর-1 গ্রাম পঞ্চায়েতের উত্তর যদুপুরের ঘটনা ৷

mischiefs attack a village in Malda to grab a Mango Garden
1
author img

By

Published : Oct 31, 2022, 9:55 PM IST

মালদা, 31 অক্টোবর: আম বাগানের (Mango Garden) দখল নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল মালদার (Malda) ইংরেজবাজার ব্লকের যদুপুর-1 গ্রাম পঞ্চায়েতের উত্তর যদুপুর গ্রামে ৷ অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস তৈরি করে কোটি টাকার ওই আমবাগান দখল করার চেষ্টা করছে ৷ বাগানের মালিকপক্ষ বাধা দিলে ওই দুষ্কৃতীরা হামলা চালানোরও চেষ্টা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীদল ৷ এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগানের মালিক মহম্মদ জবিউল ইসলাম ৷ পুলিশ তদন্ত শুরু করলেও আতঙ্কিত গ্রামবাসী ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর যদুপুর গ্রামে এই 6 বিঘা আমবাগানের দখল নিয়ে বেশ কয়েক বছর ধরেই জবিউল ইসলামদের সঙ্গে জগদীশপ্রসাদ ভগত নামে এক ব্যক্তির ঝামেলা চলছে ৷ বিষয়টি নিয়ে আদালতে মামলা রুজু হয়েছে ৷ সেই মামলা এখনও বিচারাধীন ৷ বাগানের চারদিকে তার বোর্ডও লাগানো হয়েছে ৷ অভিযোগ, এরই মধ্যে জগদীশপ্রসাদের লোকজন জোর করে ওই বাগান দখল করার চেষ্টা করে ৷

আরও পড়ুন: মদ কেনার টাকা দেননি ছটব্রতী স্ত্রী, অভিমানে আত্মঘাতী স্বামী !

জবিউল ইসলামের বক্তব্য, "এই বাগানের প্রকৃত মালিক আবদুল সাত্তার মণ্ডল ৷ তিনি আমার ঠাকুরদা ৷ বংশ পরম্পরায় এখন এই বাগানের মালিক আমি ৷ তার সমস্ত নথিপত্রও আমার কাছে রয়েছে ৷ অথচ বিরোধী পক্ষ জোর করে এই বাগান দখল করার চেষ্টা করছে ৷ ওরা বলছে, এই বাগান নাকি বিক্রি করে দেওয়া হয়েছে ৷ কে এই বাগান বিক্রি করল, কীভাবে তা বিক্রি হল, আমরা কিছুই জানি না ৷ আজ হাঁসুয়া, লাঠি, বোমা, পিস্তল নিয়ে ওদের তরফে প্রায় 400 লোক এলাকায় ঢুকে হামলা চালায় ৷ মহদিপুর, এমনকী মালদা শহর থেকেও লোক এসেছিল ৷ বহিরাগত দুষ্কৃতীরা আদালতের লাগানো বোর্ড নষ্ট করে দিয়েছে ৷ পুলিশ আসতেই তারা পালিয়ে যায় ৷"

আমবাগান দখল করতে গ্রামে দুষ্কৃতী হামলা

এদিকে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী ৷ এলাকারই বাসিন্দা রুবিনুর খাতুন বলেন, "আমার বাচ্চা ছেলেটা বাগানে খেলছিল ৷ হঠাৎ কয়েকশো মানুষ হাঁসুয়া, বোমা, পিস্তল নিয়ে গ্রামে হামলা চালায় ৷ ছেলেটা দৌড়ে বাড়ি চলে আসে ৷ তারপর থেকে ও একেবারে চুপ করে গিয়েছে ৷ আতঙ্কে কথা বলতে পারছে না ৷ বাগান দখল করতেই দুষ্কৃতীরা গ্রামে হামলা চালিয়েছে ৷ মাঝেমধ্যেই ওরা এভাবে ঝামেলা করে ৷ আমরা এসব চাই না ৷ শান্তিতে থাকতে চাই ৷"

এই ঘটনায় অভিযুক্ত জগদীশপ্রসাদ ভগতের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ জবিউলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ হামলাকারীদের চিহ্নিত করে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে তারা ৷

মালদা, 31 অক্টোবর: আম বাগানের (Mango Garden) দখল নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল মালদার (Malda) ইংরেজবাজার ব্লকের যদুপুর-1 গ্রাম পঞ্চায়েতের উত্তর যদুপুর গ্রামে ৷ অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস তৈরি করে কোটি টাকার ওই আমবাগান দখল করার চেষ্টা করছে ৷ বাগানের মালিকপক্ষ বাধা দিলে ওই দুষ্কৃতীরা হামলা চালানোরও চেষ্টা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীদল ৷ এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগানের মালিক মহম্মদ জবিউল ইসলাম ৷ পুলিশ তদন্ত শুরু করলেও আতঙ্কিত গ্রামবাসী ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর যদুপুর গ্রামে এই 6 বিঘা আমবাগানের দখল নিয়ে বেশ কয়েক বছর ধরেই জবিউল ইসলামদের সঙ্গে জগদীশপ্রসাদ ভগত নামে এক ব্যক্তির ঝামেলা চলছে ৷ বিষয়টি নিয়ে আদালতে মামলা রুজু হয়েছে ৷ সেই মামলা এখনও বিচারাধীন ৷ বাগানের চারদিকে তার বোর্ডও লাগানো হয়েছে ৷ অভিযোগ, এরই মধ্যে জগদীশপ্রসাদের লোকজন জোর করে ওই বাগান দখল করার চেষ্টা করে ৷

আরও পড়ুন: মদ কেনার টাকা দেননি ছটব্রতী স্ত্রী, অভিমানে আত্মঘাতী স্বামী !

জবিউল ইসলামের বক্তব্য, "এই বাগানের প্রকৃত মালিক আবদুল সাত্তার মণ্ডল ৷ তিনি আমার ঠাকুরদা ৷ বংশ পরম্পরায় এখন এই বাগানের মালিক আমি ৷ তার সমস্ত নথিপত্রও আমার কাছে রয়েছে ৷ অথচ বিরোধী পক্ষ জোর করে এই বাগান দখল করার চেষ্টা করছে ৷ ওরা বলছে, এই বাগান নাকি বিক্রি করে দেওয়া হয়েছে ৷ কে এই বাগান বিক্রি করল, কীভাবে তা বিক্রি হল, আমরা কিছুই জানি না ৷ আজ হাঁসুয়া, লাঠি, বোমা, পিস্তল নিয়ে ওদের তরফে প্রায় 400 লোক এলাকায় ঢুকে হামলা চালায় ৷ মহদিপুর, এমনকী মালদা শহর থেকেও লোক এসেছিল ৷ বহিরাগত দুষ্কৃতীরা আদালতের লাগানো বোর্ড নষ্ট করে দিয়েছে ৷ পুলিশ আসতেই তারা পালিয়ে যায় ৷"

আমবাগান দখল করতে গ্রামে দুষ্কৃতী হামলা

এদিকে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী ৷ এলাকারই বাসিন্দা রুবিনুর খাতুন বলেন, "আমার বাচ্চা ছেলেটা বাগানে খেলছিল ৷ হঠাৎ কয়েকশো মানুষ হাঁসুয়া, বোমা, পিস্তল নিয়ে গ্রামে হামলা চালায় ৷ ছেলেটা দৌড়ে বাড়ি চলে আসে ৷ তারপর থেকে ও একেবারে চুপ করে গিয়েছে ৷ আতঙ্কে কথা বলতে পারছে না ৷ বাগান দখল করতেই দুষ্কৃতীরা গ্রামে হামলা চালিয়েছে ৷ মাঝেমধ্যেই ওরা এভাবে ঝামেলা করে ৷ আমরা এসব চাই না ৷ শান্তিতে থাকতে চাই ৷"

এই ঘটনায় অভিযুক্ত জগদীশপ্রসাদ ভগতের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ জবিউলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ হামলাকারীদের চিহ্নিত করে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.