মালদা, 26 অক্টোবর : বছর তিনেকের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের সাহাপুরে ৷ অভিযোগ, গত রবিবার ওই শিশু প্রতিবেশী অনুপ পাসওয়ানের বাড়িতে গিয়েছিল ৷ সেই সময় অনুপের স্ত্রী সেখানে ছিলেন না ৷ তখনই ওই শিশুকে অনুপ ধর্ষণ করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় আজ সাহাপুর গ্রাম পঞ্চায়েতে সালিশি সভা ডাকা হয়েছিল ৷ অভিযোগ সেখানে অনুপের পরিবার নির্যাতিতা শিশুর বাবা-মাকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ৷ অভিযোগ ওই শিশু বাবা-মা প্রস্তাবে রাজি না হয়ে পুলিশে যাওয়ার হুমকি দিলে, তাঁদের উপর হামলা চালানোর হুমকি দেওয়া হয় অভিযুক্তের পরিবারের তরফে ৷
নির্যাতিতা শিশুর বাবার অভিযোগ, গ্রামের মাতব্বররা অনুপ পাসওয়ানের প্রস্তাবে সম্মতি দিয়েছে ৷ কিন্তু, তিনি সেই প্রস্তাব মানতে চাননি ৷ পাল্টা পুলিশে যাওয়ার কথা বললে, তাঁদের উপর হামলার হুঁশিয়ারি দেওয়া হয় ৷ এমনকি তাঁদের বাড়ি ভাঙচুরের চেষ্টাও হয় ৷ ভয় পেয়ে মেয়েকে নিয়ে পাশের গ্রামে আশ্রয় নেন ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী ৷ অন্যদিকে, পাশের গ্রামে বিষয়টি জানাজানি হতেই, ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানকার বাসিন্দারা ৷ তাঁরা দল বেঁধে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানোর জন্য রওনা দেয় ৷
আরও পড়ুন : Rape : উত্তরপ্রদেশে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
তবে, কেউ বা কারা পুরো বিষয়টি পুলিশকে জানিয়ে দেয় ৷ এর পরেই পুলিশ দ্রুত সাহাপুর গ্রামে পৌঁছায় ৷ সেখানে উত্তেজিত জনতাকে আটকে দেয় পুলিশ ৷ প্রশাসনের তরফে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, গ্রামে পুলিশ ঢোকার খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত অনুপ পাসওয়ান ৷ পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ জানা গিয়েছে, নির্যাতিতা শিশুকে পুলিশ হাসপাতালে ভর্তি করিয়েছে ৷ তবে, অভিযুক্ত অনুপ পাসওয়ানের বিরুদ্ধে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷
আরও পড়ুন : Rape-Murder : শিলিগুড়িতে দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট, গ্রেফতার অভিযুক্ত