ETV Bharat / state

সুজাপুরে কোভিড বিভাগের উদ্বোধন করলেন ফিরহাদ

দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন নিয়মিত কমছে, তখন সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রের মাতৃমা বিভাগকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল৷ আজ এই বিভাগের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷

সুজাপুরে কোভিড বিভাগের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
সুজাপুরে কোভিড বিভাগের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
author img

By

Published : Jun 2, 2021, 11:02 PM IST

মালদা, 2 জুন : করোনার তৃতীয় ঢেউয়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য৷ দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন নিয়মিত কমছে, তখন সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রের মাতৃসদন বিভাগকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল৷ আজ এই বিভাগের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর, জেলাশাসক রাজর্ষি মিত্র, স্বাস্থ্য আধিকারিক, তিন বিধায়ক সহ আরও অনেকে৷

ফিরহাদ হাকিম বলেন, “45 বেডের এই বিভাগকে কোভিড বিভাগ করা হল ৷ সাধারণ উপসর্গযুক্ত সংক্রমিতদের এখানে রেখেই চিকিৎসা করা হবে ৷ আশঙ্কাজনক রোগীদের মালদা মেডিকেলে পাঠানো হবে৷ যতদিন না পর্যন্ত কোভিড পুরোপুরি দূর হচ্ছে, ততদিন এই কোভিড বিভাগ চালু থাকবে ৷ কোভিড চলে গেলে এই বিভাগকে ফের মাতৃসদনে রূপান্তরিত করা হবে৷ সব জায়গাতেই এমন কোভিড বিভাগ চালুর চেষ্টা করা হচ্ছে৷ এখানে অক্সিজেন সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে৷ তবে আইসিইউ কিংবা এইচডিইউ লাগলে রোগীকে মালদা মেডিকেল পাঠাতেই হবে৷”

সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রের মাতৃসদন বিভাগকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল

আরও পড়ুন : বেনারসে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে ফিরহাদ

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিডের তৃতীয় ঢেউ৷ দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ইতিমধ্যে কমতে শুরু করেছে৷ মালদা মেডিকেলে চিকিৎসাধীর রোগীর সংখ্যাও এখন অনেক কম ৷ শুধু তাই নয়, এই জেলায় সংক্রমণের হার নেমে এসেছে চার থেকে পাঁচ শতাংশে৷ কিন্তু তৃতীয় ঢেউ শুরু হয়ে গেলে ফের সংক্রমণের হার অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা৷ তখন শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে৷ ফলে এখন থেকে পরিকাঠামো তৈরি না থাকলে ভবিষ্যতে সংক্রমিতদের চিকিৎসা করা সমস্যা হয়ে দাঁড়াতে পারে ৷ তাছাড়া মালদা মেডিকেলের উপর থেকে চাপ কমানোর জন্যও প্রতি ব্লকে এমন কোভিড ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

মালদা, 2 জুন : করোনার তৃতীয় ঢেউয়ের জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য৷ দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন নিয়মিত কমছে, তখন সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রের মাতৃসদন বিভাগকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল৷ আজ এই বিভাগের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর, জেলাশাসক রাজর্ষি মিত্র, স্বাস্থ্য আধিকারিক, তিন বিধায়ক সহ আরও অনেকে৷

ফিরহাদ হাকিম বলেন, “45 বেডের এই বিভাগকে কোভিড বিভাগ করা হল ৷ সাধারণ উপসর্গযুক্ত সংক্রমিতদের এখানে রেখেই চিকিৎসা করা হবে ৷ আশঙ্কাজনক রোগীদের মালদা মেডিকেলে পাঠানো হবে৷ যতদিন না পর্যন্ত কোভিড পুরোপুরি দূর হচ্ছে, ততদিন এই কোভিড বিভাগ চালু থাকবে ৷ কোভিড চলে গেলে এই বিভাগকে ফের মাতৃসদনে রূপান্তরিত করা হবে৷ সব জায়গাতেই এমন কোভিড বিভাগ চালুর চেষ্টা করা হচ্ছে৷ এখানে অক্সিজেন সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে৷ তবে আইসিইউ কিংবা এইচডিইউ লাগলে রোগীকে মালদা মেডিকেল পাঠাতেই হবে৷”

সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রের মাতৃসদন বিভাগকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হল

আরও পড়ুন : বেনারসে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে ফিরহাদ

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিডের তৃতীয় ঢেউ৷ দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ইতিমধ্যে কমতে শুরু করেছে৷ মালদা মেডিকেলে চিকিৎসাধীর রোগীর সংখ্যাও এখন অনেক কম ৷ শুধু তাই নয়, এই জেলায় সংক্রমণের হার নেমে এসেছে চার থেকে পাঁচ শতাংশে৷ কিন্তু তৃতীয় ঢেউ শুরু হয়ে গেলে ফের সংক্রমণের হার অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা৷ তখন শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে৷ ফলে এখন থেকে পরিকাঠামো তৈরি না থাকলে ভবিষ্যতে সংক্রমিতদের চিকিৎসা করা সমস্যা হয়ে দাঁড়াতে পারে ৷ তাছাড়া মালদা মেডিকেলের উপর থেকে চাপ কমানোর জন্যও প্রতি ব্লকে এমন কোভিড ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.